Welcome Guest | Login | Signup


Pakshi Resort | Pabna
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Pakshi Resort
.

সবুজ গাছ-গাছালি এবং ফুলের বাগানে পরিবেষ্টিত পাকশী রিসোর্ট উত্তরবঙ্গের পর্যটন উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। একটি রিসোর্টে যেসব সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন সবই আছে এ পাকশী রিসোর্টে। শান বাঁধানো পুকুর ঘাট, লেকে টলটলে স্বচ্ছ জলের নিখাদ সৌন্দর্য। সেই পুকুরে মাছ শিকারের আয়োজনও আছে। আরো রয়েছে সুইমিংপুল, প্রশস্ত খেলার মাঠ। ফুটবল, হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল খেলার সুব্যবস্থা রয়েছে এ মাঠে। এখানে ইনডোর গেমস খেলার সুবিধা রয়েছে। রিসোর্টের অতিথিরা এসব সুযোগ-সুবিধা ব্যবহারের সুযোগ পান।

পাকশী রিসোর্টে কৃত্রিম উপায়ে স্থাপিত হয়েছে টিলা টংকরের উঁচু ঢিবি। মাটির সোঁদা গন্ধে গ্রামীণ অকৃত্রিম পরিবেশে গড়ে তোলা এ রিসোর্টের পরতে পরতে ছড়িয়ে আছে আধুনিকতা ও নান্দনিকতা শিল্প সৌন্দর্য।

এখান থাকার জন্য আছে রিসোর্ট কটেজ। এসি ও নন এসি রুম গুলো সুসজ্জিত এবং আরামদায়ক। অবকাশ যাপনের যাবতীয় আয়োজন রয়েছে এখানে। নিরাপত্তার ক্ষেত্রেও পাকশী রিসোর্টে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। দেশি-বিদেশি নানান সুস্বাস্থ্য, মানসম্মত খাবার পাওয়া যায় রিসোর্টের রেস্টুরেন্টে। বুফে পদ্ধতির খাবারের পাশাপাশি রয়েছে বারবিকিউর সুবিধা। জ্যোৎস্না কিংবা অমাবস্যার রাতে ক্যাম্প ফায়ারের সঙ্গে বার বি কিউর ব্যবস্থা আছে এখানে।

কর্পোরেট মিটিং এবং কনফারেন্স আয়োজনের জন্য পাকশী রিসোর্টে আছে অত্যাধুনিক কনফারেন্স হল। প্রীতি সম্মেলন কিংবা যে কোন আনন্দ উৎসব আয়োজনের জন্য রয়েছে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা। রিসোর্টে অবস্থানকালে ঘুরে আসা যাবে কাছাকাছি থাকা কিছু দর্শনীয় স্পট। ৩৩ একর জমির উপর প্রতিষ্ঠিত এর আশেপাশে রয়েছে হার্ডিঞ্জ ব্রিজ, রেলওয়ে বিভাগীয় সদর দপ্তর, রবীন্দ্র কুঠিবাড়ি, হোসেন বসতবাড়ি, ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্র, লালন ফকিরের চেউরিয়ার মাজার।

সম্প্রতি পাকশী রিসোর্টে একটি রেইন ফরেস্ট জন করার পরিকল্পনা চলছে। শিশুদের জন্য রয়েছে একটি অ্যামিউজমেন্ট পার্ক করার পরিকল্পনাও। এ দু প্রকল্প বাস্তবায়িত হলে পাকশী রিসোর্ট এবং উত্তরবঙ্গের পর্যটন এ যোগ হবে নতুন মাত্রা।

 

 

 

 

Surrounded by lush greenery and flower gardens, Pakshi Resort is playing a significant role in the development of tourism in North Bengal. Pakshi Resort has all the facilities that a resort needs to have. The ghat of the paved pond, the pure beauty of the crystal clear water of the lake. There is also fishing in that pond. There is also a swimming pool, a spacious playground. Football, hockey, cricket, badminton and basketball are played in this field. There are facilities to play indoor games here. Resort guests have the opportunity to use these facilities.

The high mound of Tila Tankar has been artificially set up at Pakshi Resort. Modernity and aesthetics are the beauty of this resort, which is built in a rural unadulterated environment with the sweet smell of soil.

There are resort cottages to stay here. AC and non-AC rooms are well-appointed and comfortable. There are all kinds of holiday arrangements here. Special importance has also been given to security at Pakshi Resort. Healthy, quality food from home and abroad is available at the resorts restaurants. In addition to buffet style meals, there are barbecue facilities. There is a bar BQ arrangement with campfire on moonlit or new moon nights.

Pakshi Resort has a state-of-the-art conference hall for corporate meetings and conferences. There are ancillary facilities for organizing a friendship conference or any joyous festival. While staying at the resort, you can visit some of the nearby scenic spots. Established on 33 acres of land, it is surrounded by Hardinges Bridge, Railway Divisional Headquarters, Rabindra Kuthibari, Hossain Bastabari, Ishwardi Sugarcane Research Center, Lalon Fakirs Cheuriar Mazar.

There are plans to set up a rain forest at Pakshi Resort recently. There are also plans to have an amusement park for children. If these two projects are implemented, it will add a new dimension to Pakshi Resort and tourism in North Bengal.

 

 


Address :
Dhaka :

 

 

Mobile : 01730706251-61

Email : pakshiresort.jsc@gmail.com

www.pakshiresort.com

Park :

Information Provided By :

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd