Welcome Guest | Login | Signup


Nawab Ali Hasan Ali Royal Resort | Tangail
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Nawab Ali Hasan Ali Royal Resort
.

বাংলাদেশের একমাত্র ঐতিহ্য কেন্দ্রিক রির্সোট-রয়েল রির্সোট। এটি লাইট হাউজ গ্রুপের একটি প্রতিষ্ঠান। অবস্থান টাঙ্গাইল জেলার ধনবাড়ি পৌরসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, রাষ্ট্রভাষা বাংলার  প্রথম প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলমান মন্ত্রী নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর বাড়িটিই বর্তমানে রয়েল রির্সোট নামে সুপরিচিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এ পর্যটন কেন্দ্রটি ঢাকা থেকে মাত্র ১৫০ কি.মি. দূরে ঢাকা- জামালপুর হাইওয়ের পাশে গড়ে ওঠেছে।

প্রায় ৩০০ বছর  পুরনো এ নওয়াব বাড়ির দৃষ্টি নন্দন স্থাপনায় মধ্যে রয়েছে নওয়াব মঞ্জিল নওয়াব প্যালেস, নওয়াব শাহী মসজিদ, ভিলা ইত্যাদি। আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং কৃষ্টি কালচারে নবাবদের আভিজাত্য, তাদের সংস্কৃতি বিশেষ স্থান করে নিয়েছে। সেই নবাবী আমল এখন ইতিহাস। টাঙ্গাইলে ধনবাড়ি প্যালেস রয়েল  রির্সোটে গেলে নবাবদের সামাজিকতা, সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুবর্ণ সু্যোগ রয়েছে। নওয়াব মঞ্জিলের সব ক্ষেত্রেই রয়েছে নবাবী অভিজাত্য।

নবাবী কায়দায় রাত্রি যাপন, সেই সাথে রয়েল রির্সোটে রয়েছে মোগলদের পছন্দের খাবার এবং তৈজসপত্র ব্যবহারের সু্যোগ। পর্যটকদের জন্য এ এক বাড়তি পাওনা। প্যালেস জুড়ে রয়েছে বর্ণালি ফুলের বাগান। বিশাল দিঘিতে মাছ শিকার এবং নৌকা ভ্রমণ করতে পারেন পর্যটক। রির্সোটে থাকার জন্য রয়েছেন ওয়াব প্যালেস, ভিলা, কটেজ, বাংলো নামে আবাসন ব্যবস্থা।

বিভিন্ন ক্যাটাগরির এসি,  নন এসি রুমগুলোতে নবাবদের আভিজাত্য ধরে রাখলে ও নিশ্চিত করা হয়েছে যাবতীয় আধুনিক সুযোগ-সুবিধা। শুধু স্বাচ্ছন্দ্যময় থাকা নয়, রির্সোটে রয়েছে দেশি-বিদেশি খাবার সহ রেস্টুরেন্ট। নওয়াব প্যালেসের কনফারেন্স হল- এ কর্পোরেট কোম্পানিগুলো কিংবা যে কোনা প্রতিষ্ঠান মিটিং, কনফারেন্স,  সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে পারে। হলে রয়েছে যাবতীয় আধুনিক সু্যোগ-সুবিধা।

রয়েল রির্সোটে আনন্দময় পিকনিকের জন্য রয়েছে ৪ টি পিকনিক স্পট। বিভিন্ন ক্যাটাগরির এসব পিকনিক স্পট সাজানো হয়েছে নান্দনিকভাবে। এছাড়া রিসোর্টে রয়েছেন ওয়াব মিউজিয়াম, লাইব্রেরি, ৭০০ বছরের পুরনো নওয়াব মসজিদ। ঐতিহ্যবাহি এ মসজিদের স্থাপত্য শৈলী । রয়েল রির্সোটের ব্যতিক্রমী বৈশিষ্ট্য হচ্ছে এখানে ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠান যেমন, লাঠিখেলা, উপজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘোড়ার গাড়ি ভ্রমণের আয়োজন করা হয়। 

 

The only heritage-centric resort in Bangladesh - Royal Resort. It is an organization of Light House Group. Location The house of Nawab Bahadur Syed Nawab Ali Chowdhury, one of the founders of Dhaka University, the first proponent of the state language Bengali and the first Muslim minister of the British government, is now well known as the Royal Resort in Dhanbari Municipality of Tangail District. Established on private initiative, this tourist center is only 150 km from Dhaka. Far away on the Dhaka-Jamalpur highway.

Nawab Manzil Nawab Palace, Nawab Shahi Mosque, Villa etc. are among the beautiful structures of this Nawabs house which is about 300 years old. The aristocracy of the Nawabs, their culture has a special place in our history, tradition and culture. That Nawabi period is now history. Visiting Dhanbari Palace Royal Resort in Tangail is a golden opportunity to get acquainted with the sociality and culture of the Nawabs. In all cases of Nawab Manzil there is Nawabi aristocracy.

Spending the night in a Nawabi style, the Royal Resort has the opportunity to use the Mughals favorite food and utensils. This is an additional debt for tourists. There are colorful flower gardens all over the palace. Tourists can go fishing and boating in the huge lake. Accommodation at Wab Palace, Villas, Cottages, Bungalows is available at the resort.

All the modern facilities have been ensured by maintaining the aristocracy of the Nawabs in different categories of AC and non-AC rooms. Not only comfortable, the resort has restaurants with local and foreign food. Corporate companies or any other organization can organize various events including meetings, conferences, seminars in the conference hall of Nawab Palace. The hall has all the modern facilities.

The Royal Resort has 4 picnic spots for a colorful picnic. These picnic spots of different categories are arranged aesthetically. The resort also has a Wab Museum, a library and a 600-year-old Nawab Mosque. The architectural style of this traditional mosque. The exceptional feature of the Royal Resort is that it hosts a variety of traditional events such as stick games, tribal cultural events, horse carriage trips.

 

Address :

Dhaka :

Light House Group, BDBL Bhaban, 6th Floor, 12, Kawran Bazar,Dhaka-1215

Mobile : 01917857398

Email : marketing@lighthousebd.com

www.
Park :

 

 

Information Provided By :

 


Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd