Welcome Guest | Login | Signup


Fathama Akther Milee
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম

 

 

.

Our beautiful Bangladesh is a wonderful playground of natural beauty. You must be caught in the trap of this beautiful country. Since ancient times, our Bangladesh has been full of visitors coming to enjoy the beauty of our motherland . Even in the current context, Bangladesh is very popular as an attractive tourist destination for tourists. The UNESCO World Heritage Site also includes three traditional sites in Bangladesh, including the Sundarbans, the worlds largest mangrove forest. Along with the Royal Bengal Tiger, the forest is rich in biodiversity of about 260 species and now occupies a huge place in the tourism sector.

Bangladesh is a small green country in the south of Asia. To its south, besides the vast Bay of Bengal, it is surrounded by the Indian border. With its mountains, waterfalls, rivers, forests and islands, Bangladesh has become an attractive place for tourists. Apart from being the longest seaport in the world, it is also the birthplace of various ancient sites.

Chandpur: Meghna, Dakatiya, Dhanagoda river basin about 1,740.6 sq km of land on a piece of green land Chandpur. It is well known as the House of Hilsa. Of the five species of Hilsa in the world, only three species are found in Chandpur. It is believed that Chandpur got its name from the name of Chand Saudagar in Mangalkavya. Among the 7 places of interest in the upazila are Nunia Dutts Bari Puja Mandir, Hazrat Rasti Shahs (R) shrine and dighi, Hilsa Chattar and Chandpur Stadium.

Prominent personalities include Education Minister and former Foreign Minister Dr. Dipu Moni, Bir Uttam Major Ab. Rafiqul Islam, Bir Bikram Mofazzal Hossain Chowdhury Maya, Nasir Uddin Saugat Editor, Nurjahan Begum Monthly Editor, Painter Hashem Khan, National Professor Dr. Rafiqul and many more. Chandpur district has a special status and honor as the birthplace of famous people.

Chandpur can be a different kind of pilgrimage for people who love to travel. In addition to tasting Hilsa, tourists can also enjoy the serenity of Nau Bihar and Jyotsna. The beauty of the Dakatiya River, known as the River Thames in the East, is truly astounding. In addition, the historical sites and artwork have made the district more aesthetic and attractive.

Noakhali: Noakhali is the land of betel, coconut, watermelon, wide char, nakshi pitha and the golden island of Nijhum Island. The ancient name of this district is Sudharampur. Its area is 3601 sq km. Hatia is one of the 9 upazilas of  Noakhali. Which is connected to a delta and the Meghna Channel. Being in the Bay of Bengal in the south of the district, the district has become a unique blend of biodiversity. Noakhali district is a part of ancient Samatat district. So in a very natural way a clean impression of folk-culture can be found in its district. Noakhali region is most admired for their own language and son-in-law affection. This region full of history and tradition is well known for pottery. Historical installations with renowned archeology have made the district attractive to travel lovers. Besides, this Noakhali district is glowing with the glorious memory of the liberation war. Bir Shrestha Mohammad Ruhul Amin, Sergeant Zahurul Haque, Fakhruddin Mubarak Shah, Bangabir Shamser Ali, Abdul Bari Kabiratna, Maulana Imam Uddin Bangala (RA) are the children of this district. Among the famous landmarks, the Birshreshtha Ruhul Amin Memorial Museum, the Gandhi Ashram to commemorate the travels of the undisputed leader Mahatma Gandhi, the Bajra Shahi Mosque and the betel trees lined up in Nijhum Island have given a different dimension to the district. So you have to visit Noakhali district, the land of Nijhum Island, to enjoy nature from afar by hiding your face in the green paradise and soaking your feet in the calm water.


Fathama Akther Milee
Digital Marketing Specialilst and Content Writer


 

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর! -জীবনানন্দ দাস-  

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাক্ষেত্র আমাদের রূপসী বাংলা। অপরূপ এই বাংলার রূপ-সৌন্দর্যের জালে অবশ্যই আপনাকে ধরা দিতে হবে। প্রাচীনকাল থেকেই এই বাংলার রূপ-রস উপভোগ করার জন্য বিভিন্ন পরিব্রাজকদের আগমনে ভরপুর ছিলো আমাদের এই বাংলা। বর্তমান সময়ের প্রেক্ষাপটেও বাংলাদেশ পর্যটকদের কাছে আকর্ষণীয় ভ্রমন স্থান হিসেবে বেশ জনপ্রিয়। ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি ঐতিহ্যবাহী স্থান, যার মধ্যে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। রয়েল বেঙল টাইগারের পাশাপাশি প্রায় ২৬০ প্রজাতির প্রাণিবৈচিত্র্যে ভরপুর এ বন বর্তমানে পর্যটন খাতের একটি বিশাল জায়গা দখল করে রেখেছে।    

এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত ছোট সবুজে ঘেরা একটি দেশ বাংলাদেশ। এর দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর ছাড়াও চারপাশে ঘিরে রয়েছে ভারতের সীমানা। পাহাড়, জলপ্রপাত, নদ-নদী, বনভূমি ও দ্বীপ নিয়ে বাংলাদেশ হয়ে উঠেছে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্রবন্দর ছাড়াও নানা রকম প্রাচীন স্থাপনার পূণ্যভূমি আমাদের এই জন্মভূমি।

চাঁদপুরঃ মেঘনা, ডাকাতিয়া, ধনাগোদা নদীর কোল জুড়ে প্রায় ১,৭৪০.৬ বর্গ কিমি বর্গাকার জমির উপর এক টুকরো সবুজ ভূখণ্ড চাঁদপুর। ইলিশের বাড়ি হিসেবে এটি সুপরিচিত। বিশ্বের পাঁচ প্রজাতির মধ্যে তিন প্রজাতির ইলিশই চাঁদপুর এ পাওয়া যায়। ধারনা করা হয়, মঙ্গলকাব্যের চাঁদ সওদাগর এর নাম থেকেই এর নাম চাঁদপুর হয়েছে। এর উপজেলা ৮টি দর্শনীয় স্থানের মধ্যে নুনিয়া দত্তের বাড়ি পূজা মন্দির, হযরত রাস্তি শাহ(রঃ) এর মাজার ও দিঘি, ইলিশ চত্বর ও চাঁদপুর স্টেডিয়াম বিখ্যাত।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে শিক্ষামন্ত্রি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রি ডাঃ দীপু মনি, বীর উত্তম মেজর অবঃ রফিকুল ইসলাম, বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নাসির উদ্দীন সওগাত পত্রিকার সম্পাদক, নূরজাহান বেগম মাসিক পত্রিকার সম্পাদক, চিত্রশিল্পী হাশেম খান, জাতীয় অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম এর মত আরো অনেক বিখ্যাত লোকদের জন্মভূমি হিসেবে চাঁদপুর জেলার রয়েছে আলাদা মর্যাদা ও সম্মান।

ভ্রমনপিপাসু মানুষদের জন্যে চাঁদপুর হতে পারে অন্যরকম তীর্থভূমি। ইলিশের স্বাদ গ্রহনের পাশাপাশি নৌ-বিহার ও জ্যোৎস্না আস্বাদন পর্যটকদের মনে এনে দিতে পারে নির্মল প্রশান্তি। প্রাচ্যের টেমস নদী খ্যাত ডাকাতিয়া নদীর সৌন্দর্য সত্যিই অপার্থিব। এছাড়াও ইতিহাস দর্শনীয় স্থাপনা ও কারুকার্য এই জেলাকে করে তুলেছে আরও নান্দনিক ও আকর্ষণীয়।

নোয়াখালীঃ সুপারি, নারিকেল, তরমুজ, বিস্তৃত চর, নকশি পিঠা আর সোনালি রোদের নিঝুম দ্বিপ এর দেশ নোয়াখালী। এই জেলার প্রাচীন নাম সুধারামপুর। এর আয়তন ৩৬০১ বর্গ কিমি। নোয়াখালীর ৯টি উপজেলার একটি হাতিয়া। যা একটি বদ্বীপ এবং মেঘনা চ্যানেলের সাথে সংযুক্ত। এর জেলার দক্ষিণ এ বঙ্গোপসাগর হওয়ায় জীব-বৈচিত্র্যর এক অপরূপ মিলন মেলায় পরিণত হয়েছে এর জেলাটি। নোয়াখালী জেলা প্রাচীন সমতট জনপদের একাংশ। তাই খুব স্বাভাবিক ভাবেই লোক-সংস্কৃতির এক পরিচ্ছন্ন ছাপ খুঁজে পাওয়া যায় এর জেলায়। নোয়াখালী অঞ্চল তাদের নিজস্ব ভাষা ও জামাই আদরের জন্যে সর্বাধিক সমাদৃত। ইতিহাস -ঐতিহ্যে পরিপূর্ণ এ  অঞ্চল মৃতশিল্পের জন্য সুপরিচিত। নামকরা প্রত্নতত্ত্বসহ ঐতিহাসিক স্থাপনা ভ্রমণ প্রেমিদের কাছে এ জেলাকে করে তুলেছে আকর্ষণীয়। এছাড়া মুক্তিযুদ্ধের গৌরবউজ্জ্বল স্মৃতিতে ভাস্বর এই নোয়াখালী জেলা।বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমীন,সার্জেন্ট জহুরুল হক,ফখরুদ্দীন মুবারক শাহ, বঙ্গবীর শমসের আলী, আবদুল বাড়ি কবিরত্ন, মাওলানা ইমাম উদ্দীন বাঙ্গালা (রা) প্রমুখ এ জেলার কৃতি সন্তান। বিখ্যাত নিদর্শনের মধ্যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর, অবিসাংবাদী নেতা মহাত্মা গান্ধীর ভ্রমণকে স্মরণ রাখার জন্যে গান্ধী আশ্রম, বজরা শাহী মসজিদ ও নিঝুম দ্বীপ সহ সারি সারি দাঁড়িয়ে থাকা সুপারি গাছ এ জেলাকে ভ্রমণপ্রেমি মানুষদের  দিয়েছে এক ভিন্ন মাত্রা। তাই সবুজের স্বর্গে মুখ লুকিয়ে শান্ত জলে পা ভিজিয়ে প্রকৃতিকে অনেক কাছ থেকে উপভোগ করার জন্য আপনাকে ঘুরে আসতে হবে নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী জেলা। 

ফেণীঃ বাংলাদেশের দক্ষিন-পূর্বে অবস্থিত সবুজে ঘেরা ছোট্ট জেলা শহর ফেণী।চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এই জেলার আয়তন ৯২৮.৩৪ বর্গ কি.মি। সুপরিচিত এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাসের অসংখ্য উপাদান, রয়েছে মুক্তিযুদ্ধের গৌরবজ্জ্বল বিজয়ের সাক্ষী। একসময়ে দীঘির উপর এ অঞ্চলের নির্ভরশীলতার জন্য এ অঞ্চল দীঘির জনপদ হিসেবে বেশ সুপরিচিত। রাজাঝির দীঘি,বিজয় সিংহ দীঘি,সমশের গাজী দীঘি,কৈয়ারা দীঘি প্রভৃতি এই জেলার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।এখানে আরও রয়েছে শত বছরের পুরোনো মসজিদ ও মন্দির, যেমনঃ শর্শদির ফখরুদ্দীন মসজিদ, ফুলগাজীর দোল মন্দির, ছাগলনাইয়ার সাত মন্দির প্রমুখ বিখ্যাত। ছুটির দিনে এসকল স্থানে ঘোরার পাশাপাশি সময় কাটানোর জন্যে ফেণী নদী, মুহুরী নদী, কহুয়া, সিলোনিয়া নদীর সৌন্দর্য উপভোগ করতে বেড়িয়ে পরা যায় নৌভ্রমণে। সোনাগাজী উপজেলার মুহুরী সেচ প্রজেক্ট নান্দনিক স্থাপনার অন্যতম নিদর্শন। ফেণী নদী থেকে এর নামের উৎপত্তি হলেও পূর্বে এর নাম ছিলো শমশের নগর। খণ্ডলের মিষ্টি, ছাগলের দুধ এখানকার বিখ্যাত খাবার।মোট ছয়টি উপজেলা নিয়ে গঠিত এই জেলার সর্বমোট জনসংখ্যা ১৪,৯৬,১৩৮ জন (২০১১ আদমশুমারি)। স্বাক্ষরতার হার ৫৯.৬% । যাতায়াতের জন্যে রয়েছে সড়ক ও রেল যোগাযোগ সুবিধা। এই জেলার বরেণ্য ব্যক্তিদের মধ্যে উল্ল্যেখযোগ্য –কবি নবীনচন্দ্র সেন,ভাষা সৈনিক আব্দুস সালাম, গাজীউল হক, শহীদ বুদ্ধিজীবী ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সায়, জহির রায়হান, সাংবাদিক সেলিনা পারভিন, নাট্যকার ও গবেষক সেলিম আল দীন প্রমুখ। অর্থাৎ ফেণী জেলা বহন করছে নানা ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা যা এই জেলাকে ভ্রমণ প্রেমিদের কাছে করে তুলেছে আরও জনপ্রিয়।

 

Main
.
 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd