Description of Bhola | Toursim or Parjatanbd
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম

Beautiful Bhola

 
ও আমার দেশের মাটি তোমার পরে....

ভোলা সম্পর্কে বর্ণনা
 

Description About Bhola

প্রায় ৩৪০৩ বর্গকিলোমিটার আয়তনের বরিশাল বিভাগের ভোলা জেলা হচ্ছে একটি দ্বীপ। জানা যায় ভোলাগাজী নামে এক বুজুর্গ ব্যক্তির নামে এ জেলার নামকরণ হয়েছে। ভোলার উত্তরে লক্ষীপুর ও বরিশাল জেলা, দক্ষিণে  বঙ্গোপসাগর, পূর্বে লক্ষীপুর ও নোয়াখালী জেলা ও পশ্চিমে পটুয়াখালী এবং বরিশাল জেলা ও তেঁতুলিয়া নদী।  মেঘনা  তেঁতুলিয়া বিধৌত বঙ্গোপসাগরের উপকূলে জেগে ওঠা এ দ্বীপ সর্বত্রই প্রাকৃতিক সৌন্দরযে ভরপুর। এ জেলার উপজেলাগুলো হল- ভোলা সদর, দৌলতখান, বোরহান উদ্দিন, তজমুদ্দিন, মনপুরা, লালমোহন ও চরফ্যাশন।

 

Bhola district of Barisal division with an area of ​​about 3403 sq km is an island. It is known that the district was named after an old man named Bholagazi. Bhola is bounded on the north by Laxmipur and Barisal districts, on the south by the Bay of Bengal, on the east by Laxmipur and Noakhali districts and on the west by Patuakhali and Barisal districts and the Tentulia river. Meghna Tentulia This island, awake on the shores of the Bay of Bengal, is full of natural beauty everywhere. The upazilas of the district are Bhola Sadar, Daulatkhan, Borhan Uddin, Tajmuddin, Monpura, Lalmohan and Char Fashion.

ভোলার পর্যটন অথবা ভ্রমন স্থান

 
Tourism or Parjatan Place of Bhola

ভোলা হচ্ছে বাংলাদেশের অন্যতম জেলার মধ্যে একটি, এ জেলাটির এতিহ্য অনেক। কেননা এখানে রয়েছে নামকরা প্রত্নতত্ত্বসহ ঐতিহাসিক অনেক স্থাপনা যা এ জেলাকে ভ্রমণ প্রেমিকদের কাছে অনেক আকর্ষণীয় করেছে।এ সাইটের প্রতিটি তথ্য এ জেলা্র ভ্রমণ কেন্দ্রীক ও অনেক গুরুত্বপূর্ণ যা ভ্রমণ পিপাসুদের কাজে আসবে । যেমন-ভ্রমণ স্থান, কিছু কিছু কৃতী সন্তানদের তালিকা, যাতায়াত, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, ডেকোরেটর, বিনোদন স্থাপনা, পরিবহন ও রেন্ট এ কার, ফুলের দোকানসহ আরও অনেক তথ্য।

 
Bhola is one of the districts of Bangladesh, this district has a lot of history. Because there are many historical sites including famous archeology which has made this district very attractive to the travel lovers. Every information of this site is travel centric and very important which will come in handy for the travel thirsty. Such as travel places, lists of some accomplished children, travel, residential hotels, restaurants, community centers, decorators, entertainment establishments, transportation and rent a car, flower shop and many more information.
ভোলা বিখ্যাত স্থান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি

 
Famous Place and Important Person of Bhola

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর,  চর কুকরী-মুকরী, মনপুরা, শাহবাজপুর গ্যাসফিল্ড  ।

বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল, কবি মোজাম্মেল হক, রাজনৈতিক ব্যক্তিত্ব নাজিউর রহমান, তোফায়েল আহমেদ এ জেলার সন্তান।

 

Museo Memorial Bir Shrestha Mostafa Kamal, Char Kukri-Mukri, Monpura, Shahbazpur Gasfield.

Bir Shrestha Mostafa Kamal, poeta Mozammel Haque, personalidad política Naziur Rahman, Tofail Ahmed son los niños de este distrito.

General Information

Year of Establishment

1984

Total Thana

 

Total Municipality

5

Total Union

62

Total Village

461

Population Density (Per Barga KM)

456

Geography Position

22.69°N 90.6525°E

Average Rainfall

2424 mm.

Average Temperature

25.8 °C.

Population According to 2001 Census

Total 1703117; Male 884028, Female 819089; 

Rivers

MeghnaTentulia and Ganeshpura river and Darogar Canal

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism | Information Written and Managed By : Shikha Reberio |  শিখা রিবেরু

All right reserved by : Web Information Services Ltd
Design & Developed by : www.IndexBangladesh.com