Dipali Picnic Shooting Spot | Gazipur
Untitled Document
 
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

 

Dipali Picnic Shooting Spot
.

গাজীপুরের হোতাপাড়া থেকে হাটখোলা বাজার হয়ে সামান্য দূরে এ অনন্য সুন্দর দিপালী পিকনিক স্পট। গ্রামীণ পরিবেশে এর অবস্থান। চারদিকে সবুজ শ্যামল ফসলের মাঠ। মাঠে কৃষকেরা কাজ ব্যস্ত। পাশে একটি ছোট নদী, নদীতে ব্রিজে দাঁড়িয়ে উপভোগ করা যায় বাইরের প্রকৃতির অপরূপ রূপ। আছে একটি বাঁশের সেতুও। ৬ একর জমির উপর প্রতিষ্ঠিত দীপালীর ভেতর‌ও বেশ সুন্দর।

বিভিন্ন ফুল এবং বৃক্ষশোভিত এ দীপাবলি অঙ্গন। বর্ণিলফুল ফুটে আছে রিসোর্ট জুড়ে।  স্পটের এক পাশে আছে স্বচ্ছ জলের সুমিংপুল। পিকনিকে আসা অতিথিরা সুইমিংপুলে মন খুলে সাঁতরে নিতে পারেন। ছোট কটেজটিতে আছে বিশ্রামের যাবতীয় আয়োজন। সামনেই অবারিত খোলা মাঠ ও মাঠে মেতে উঠতে পারেন নানান খেলায়। দোলনায় বাচ্চারা দোল খেতে পারে। খেলা শেষে খাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে। দিপালীর ডাইনিংয়ে একসঙ্গে ৩০ জন অতিথি খাবার খেতে পারবেন ও রয়েছে রান্নাবান্নার  যাবতীয় ব্যবস্থা।

দিপালী পিকনিক স্পটের এক কোনায়, বাউন্ডারির বাইরে রয়েছে চমৎকার একটি স্বচ্ছ জলের পুকুর। শান বাঁধানো ঘাটে বসে উপভোগ করা যায় পুকুর এবং বাইরের প্রকৃতির অপরূপ রূপ। সব মিলিয়ে ছোট গ্রুপের পিকনিকের জন্য দীপালি অনন্য একটি স্থান।

 

 

 

This unique beautiful Dipali picnic spot is a short distance from Hotapara in Gazipur via Hatkhola Bazar. Its location in rural environment. Green crop fields all around. Farmers are busy in the field. Next to it is a small river, standing on a bridge over the river and enjoying the magnificent nature of the outside world. There is also a bamboo bridge. Deepali, built on an acre of land, is also quite beautiful.

Deepavali courtyard adorned with various flowers and trees. There are colorful flowers all over the resort. On one side of the spot there is a swimming pool of clear water. Picnic guests can take a leisurely swim in the swimming pool. The small cottage has all the rest arrangements. In front of the open field and on the field you can play in various games. Children can swing on the cradle. There is also a meal at the end of the game. The Dipali dining can accommodate up to 30 guests at a time and has all the cooking facilities.

In one corner of the Dipali picnic spot, there is a nice clear water pond outside the boundary. You can sit on the paved ghat and enjoy the wonderful nature of the pond and the nature outside. All in all, Deepali is a unique place for small group picnics.

 


Address :
Dhaka :

 

Mobile : 01759990088, 01799774006

Email : deepali3151@gmail.com

www.

Park :

 

 

Information Provided By :

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

All right reserved by : Web Information Services Ltd
Design & Developed by : www.IndexBangladesh.com