G M Palli | Gazipur
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

G M Palli
.

জি এম পল্লী ছোট, তবে সাজানো গোছানো ছিমচছাম একটি পিকনিক স্পট । অবস্থান গাজীপুরের চাবাগান । মৌচাক থেকে দূরত্ব ১১ কিলোমিটার । জি এম পল্লীর কাছাকাছি যেতেই তার সৌন্দর্য আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। শুরুতেই ছোট একটি পুকুর  দৃষ্টি আকর্ষণ করবে। পুকুরে ফুটে আছে বাহারি লাল শাপলার দল। যেন নীলের বুকে লাল ফোঁটা। অনন্য, অসাধারণ । বিশেষ করে শহুরে নাগরিকের জন্য শাপলা পুকুর চমৎকার এক অভিঞ্জতা হতে পারে।

মায়াবি সন্ধ্যার অস্তমিত সূর্য যখন লালিমা ছড়াতে ছড়াতে দিগন্তের ওপারে পাড়ি জমায় তখন পুকুরের পানি যেন রঙিন হয়ে ওঠে । লাল শাপলা এবং সন্ধ্যার লালিমা মিলেমিশে একাকার হয়ে যায়। আক্ষরিক অর্থেই এ এক অনবদ্য দৃশ্য। জি এম পল্লীতে পুকুর আছে আরেকটি । সেই পুকুরেই  ভেসে বেড়ায় ময়ূরপঙ্খী নাও ।

নাও -এ চড়ে জলে ভেসে ভেসে কাটিয়ে দেয়া যায় একটি স্নিগদ্ধ বিকেল কিংবা মায়াবি সন্ধ্যা । অন্ধকার গাঢ় হলে শান বাঁধানো ঘাটে বসে জোছনার ফুল ফোটা দেখে বিমুগদ্ধ হতে পারেন। চাঁদনী রাত হয়ে উঠবে আরো মোহময় । পুকুরের পাড়ে বসার জন্য রয়েছে সিমেন্টের বেঞ্চ । একটি চমৎকার কাঠের ব্রিজও মুগদ্ধ করবে। আর ভেসে আসবে রকমারি ফুলের ঘ্রাণ। দেশি – বিদেশি বর্ণিল সব ফুল , পাতাবাহার গাছের সমারোহ। নান্দনিক এক আয়োজন। জি এম পল্লীতে আছে ছোট্ট একটি বনজ গাছের বাগান। বনের আদলে তৈরি। গাছে গাছে দেশীয় পাখ – পাখালির কিচিরমিচির। ভেতরে বাঘ ,সিংহের আনাগোনাও আছে। না না , আসল নয় ,কৃত্রিম। নানা প্রাণীর ভাষ্কর্য দেখে বাচ্চারা বেশ মজা পাবে।

বাচ্চাদের জন্য আছে কিছু রাইড ও দোলনা , স্লিপার। আছে অনুষ্ঠান করার জন্য চমৎকার স্টেজ। যেকোনো অনুষ্ঠান  অনায়াসে করা যায়। রান্না – বান্নার যাবতীয় সুব্যবস্থা র‌য়েছে। জি এম পল্লীর ছোট্ট কটেজটি রুচিশীল আসবাবপত্রে সুসজ্জিত। আছে ফ্রেশ রুম। জি এম পল্লীর সীমানা ছাড়িয়ে হাওড় সদৃশ একটি বিশাল পুকুর নজর কাড়বে। পানির এ আবারিত সৌন্দর্য আকৃষ্ট করবে নিঃসন্দেহে। সব মিলিয়ে পারিবারিক ,কর্পোরেট কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের পিকনিক করা যায় অনায়াসে। নিরাপদে বেড়ানো ও বনভোজনের জন্য জি এম পল্লী একটি আদর্শ  স্থান।

যেভাবে যাবেনঃ ঢাকা টাঙ্গাইল রোডের মৌচাক থেকে উত্তর দিকে ফুল্বাড়িয়া রস্তায় চাবাগান বাজার হয়ে ১ কিলোমিটার উত্তরে জি এম পল্লী ও শিশু স্বর্গ ।

 

 

 

 

 

 

 

 

GM Palli is a small, but neatly arranged picnic spot. Location Chabagan in Gazipur. Distance from Mouchak is 11 kilometers. As you approach GM Palli, its beauty will call you by the hand. A small pond will attract attention at the beginning. There is a group of red shufflers in the pond. Like a red drop on a blue chest. Unique, extraordinary. Shapla pond can be an excellent experience especially for urban citizens.

The water of the pond becomes colorful as the setting sun of the magical evening sets across the horizon scattering redness. The red water lily and the redness of the evening merge into one. This is literally an impeccable scene. There is another pond in GM village. Take the peacock floating in that pond.

A soothing afternoon or a magical evening can be spent floating in the water. When it is dark, you can be amazed to see the flowers of Jochna sitting on the paved ghat. The moonlit night will become more enchanting. There are cement benches for sitting on the bank of the pond. A nice wooden bridge will also fascinate. And the scent of various flowers will come out. Domestic and foreign colorful flowers, leafy tree ceremony. Organizing an aesthetic one. There is a small forest tree garden in GM village. Made in the shape of a forest. Indigenous wings on the trees - the chirping of the wings. There are tigers and lions inside. No no, not real, artificial. The children will have a lot of fun seeing the sculptures of various animals.

There are some rides and swings, slippers for the kids. There are excellent stages to perform. Any event can be done effortlessly. Cooking - Banna has all the facilities. The small cottage at GM Palli is furnished with tasteful furniture. There are fresh rooms. Across the GM village boundary, a huge pond resembling a haor will catch the eye. Undoubtedly, this recurring beauty of water will attract. All in all, family, corporate or educational institutions can easily have a picnic. GM Palli is an ideal place for safe hiking and picnicking.

How to get there: 1 km north of Mouchak on Dhaka Tangail Road via Fulbaria Road via Chabagan Bazar.

 

 


Address :

 

 

Information Provided By :

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

All right reserved by : Web Information Services Ltd
Design & Developed by : www.IndexBangladesh.com