Grand Sultan Tea Resort, Sreemangal
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Grand Sultan Tea Resort
.

দেশের পর্যটন শিল্প বিকাশে বিশ্ববাসীকে আকৃষ্ট করা এবং স্বদেশী ভ্রমণ পিয়াসীদের  জন্য সম্পূর্ণ দেশীয় বিনিয়োগে নির্মিত হয়েছে পাঁচতারকা মানের অবকাশ যাপন কেন্দ্র গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। অত্যাধুনিক সকল সুবিধাসহ ২ লাখ বর্গফুট জায়গায় ওপর গড়ে তোলা ৯ তলা ভবনে ১৩৭ টি কক্ষ, এর মধ্যে  ৪৫ টি কিং সাইজ  আর ৪৭ টি কুইন সাইজ কক্ষ। একটি অসাধারণ নাইন হোল গলফ কোর্স  ছাড়াও এখানে রয়েছে লন টেনিস, ব্যাডমিন্টন, বাস্কেট বল,বিলিয়ার্ড ও টেবিল টেনিস খেলার আয়োজন। শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার জোন। 

রিসোর্ট অ্যামিবা আকৃতির বিশাল সুইমিংপুল আছে। এখানে আছে থ্রি -ডি মুভি থিয়েটার ; যেখানে ৪৪ জন একসঙ্গে বসে সিনেমা উপভোগ করতে পারবেন। দেশের কোনো আনন্দ নিবাসে এই প্রথমবারের মতো সংযোজিত হয়েছে সুবিশাল পাঠাগার। অবকাশ যাপনের সেরা সঙ্গী বইয়ের এক সমৃদ্ধ সমাহার ঘটেছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট। কিং ডিলাক্স, কুইন ডিলাক্স, ট্রিপল ডিলাক্স, এক্সিকিউটিভ স্যুটস, রয়েল স্যুট সুপিরিয়র এবং প্রেসিডেন্সিয়াল স্যুটস এই ৩ ক্যাটাগরিতে গ্র্যান্ড সুলতানে রয়েছে ১৩৭ টি রুম অ্যান্ড  সুইট, কিং, কুইন অ্যান্ড ট্রিপল ডিলাক্স এই ৩ ক্যাটাগরির ডিলাক্স রুম আছে গ্র্যান্ড সুলতানে।

এছাড়া এক্সিকিউটিভ স্যুট  যুক্ত আছে ১ টি লিভিং রুম এবং  ১ টি বেড রুম, চাহিদা অনুযায়ী এক্সিকিউটিভ স্যুটে ১ টি কিং বেড কিংবা ২টি কুইন বেডের ব্যবস্থা রয়েছে। পরিবার পরিজন নিয়ে কাটানোর জন্য গ্র্যান্ড সুলতানে আছে  রয়েল স্যুট ডিলাক্স  এবং রয়েল স্যুট সুপিরিয়র।  এতে যুক্ত আছে ১টি লিভিং রুম, ১টি কিং বেড রুম এবং ১ টি কুইন বেড রুম। রয়েল স্যুট ডিলাক্সের চেয়ে রয়েল স্যুট সুপিরিয়র আরো আকর্ষণীয়  ও অধিক সুবিধা সংবলিত।  আর গ্র্যান্ড সুলতানে প্রেসিডেন্সিয়াল  স্যুটকে ( রাজ প্রসাদ)  এক কথায় বলা যেতে পারে সিম্পল  অব আলটিমেট লাক্সারি অ্যান্ড  এলিগেন্স।

এতে আছে ১ টি লিভিং রুম, ১ টি কিং বেড রুম এবং ১টি কুইন  বেড রুম।  গ্র্যান্ড সুলতানটি রিসোর্ট আছে ৬০০ জনের সংকুলান সমৃদ্ধ রোশনিমহল এবং ২৫০ জনের স্থান সংকুলান সুবিধা সমৃদ্ধ নওমি মঞ্জিল নামে দুটি ব্যাংকুয়েট হল। এছাড়াও রয়েছে  ফোয়ারা ডাইন, শাহী ডাইন ও অরণ্য বিলাস নামে পাঁচতারকা মানের রেস্টুরেন্ট। দিনব্যাপী খাবারের আয়োজন আছে ফোয়ার ডাইনে ; ফাইন ডাইনিংযের জন্য শাহী ডাইন  এবং পাহাড়ের উঁচুতে ওপেন রেস্টুরেন্ট অরণ্য বিলাস  - এমিলবে প্রশান্তিময় প্রকৃতির মাঝে ভোজনের আস্বাদ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে  পুল ডেক  ও ক্যাফে মঙ্গল নামে দুটি দুর্দান্ত ক্যাফে। কর্পোরেট অতিথিদের জন্য আছে ভিন্ন মাত্রা সুবিধা। রিসোর্ট তিনটি সুবিধা সম্পন্ন মিটিং কক্ষ ছাড়াও সুসজ্জিত জিমনেসিয়ামসহ রয়েছে স্পা, সনা, জ্যাকুজি ও ম্যাসেজ পার্লার।

সবুজ প্রকৃতির মাঝে তাপ নিয়ন্ত্রিত অ্যামিবা আকৃতির দেশের সবচেয়ে বড় সুইমিংপুল রয়েছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে।খেলাধুলা চিত্ত- বিনোদন আর অবসর যাপনের আদর্শ স্থান গ্র্যান্ড সুলতান টি - রিসোর্টের খেলাধুলার সুব্যবস্থা। একটি অসাধারণ নাইনহোল গলফ কোর্স  ছাড়াও এখানে রয়েছে লন টেনিস, ব্যাডমিন্টন, বিলিয়ার্ড ও টেবিল টেনিস খেলার আয়োজন, শিশুদের জন্য রয়েছে স্বতন্ত্র স্পোর্টস জোন।

 

 

 

 

 

 

 

Grand Sultan Tea Resort and Golf is a five-star quality leisure center built to attract the world in the development of the countrys tourism industry and for domestic travel enthusiasts with full domestic investment. The 9-storey building, built on 2 lakh square feet with all the latest facilities, has 136 rooms, of which 45 are king size and 48 are queen size rooms. In addition to a great nine-hole golf course, lawn tennis, badminton, basketball, billiards and table tennis are organized here. There are separate play zones for children.

The resort has a huge amoeba-shaped swimming pool. There are three-dimensional movie theaters; Where 44 people can sit together and enjoy the movie. This is the first time that a huge library has been added to any pleasure house in the country. The Grand Sultan Tea Resort has a rich collection of best holiday travel companions. The Grand Sultan has 136 rooms and suites in the 3 categories of King Deluxe, Queen Deluxe, Triple Deluxe, Executive Suites, Royal Suite Superior and Presidential Suites.

In addition to the executive suite there is 1 living room and 1 bed room, the executive suite has 1 king bed or 2 queen beds as per the demand. The Grand Sultan has Royal Suite Deluxe and Royal Suite Superior to spend with family. It has 1 living room, 1 king bed room and 1 queen bed room. The Royal Suite Superior is more attractive and has more advantages than the Royal Suite Deluxe. And the presidential suite (Raj Prasad) in the Grand Sultan can be called in one word Simple of Ultimate Luxury and Elegance.

It has 1 living room, 1 king bed room and 1 queen bed room. The Grand Sultan Resort has a lighthouse with a seating capacity of 600 people and two banquet halls called Naomi Manzil with a seating capacity of 250 people. There are also five-star restaurants called Fountain Dine, Shahi Dine and Aranya Bilas. There are day-long meals at Foyer Dine; Shahi Dine for fine dining and the open restaurant Aranya Bilas at the top of the hill - a taste of dining in the peaceful nature of Emilbe. There are two great cafes called Pool Deck and Cafe Mars as special attractions. There are different levels of facilities for corporate guests. The resort has three well-equipped meeting rooms as well as a well-equipped gymnasium with spa, sauna, jacuzzi and massage parlor.

The Grand Sultan Tea Resort has the countrys largest heat-controlled amoeba-shaped swimming pool in the midst of lush green nature. The Grand Sultan Tea Resort is an ideal place for sports and leisure. In addition to an awesome ninehole golf course, lawn tennis, badminton, billiards and table tennis are organized, and there is a separate sports zone for children.

 

Address :

 

 

Information Provided By :

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

All right reserved by : Web Information Services Ltd
Design & Developed by : www.IndexBangladesh.com