Green View Resort | Mawna
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Green View Resort
.

গাজীপুরের শ্রীপুরের মাওনা মধ্য ভাংনাহাটিতে। একটি আদর্শ রিসোর্টের যাবতীয় বৈশিষ্ট্য ধারণ করে আছে সবুজ এবং অভিজাত এক সাম্রাজ্য গ্রিনভিউ রিসোর্ট। রিসোর্টের প্রধান উপকরণ প্রকৃতির নান্দনিকতা। গ্রিনভিউ রিসোর্টে প্রকৃতির সৌন্দর্যকে সযত্নে আরও সুবিন্যস্ত করা হয়েছে। পুরো রিসোর্টই সবুজ গাছ দিয়ে মোড়া। পায়ে চলার পথটুকু ছাড়া সবটা জুড়েই রয়েছে সবুজের আচ্ছাদন। দেশি-বিদেশি নাম জানা, নাম অজানা রকমারি বৃক্ষশোভিত ছায়া সুনিবিড়  যা পরতে পরতে সবুজ প্রশান্তির প্রলেপ।

রিসোর্টের সবুজে মন জুড়াবেই। এই নির্মল সবুজের রাজ্য তাই পাখ-পাখালির অনুপম আশ্রয় হয়ে উঠেছে। ফুল এবং প্রজাপতির মিছিলে বাধ ভাঙা উচ্ছাস। মৌসুমে এখানে এসে স্বাদ নিতে পারেন মুখরোচক ফলের, যেমন- আম, পেয়ারা, মাল্টা, কুল, নান্দনিক জুস বার-এ তাজা ফলের স্বাদ নিশ্চয়ই অন্যরকম অভিজ্ঞতা হবে। গ্রিনভিউ রিসোর্ট আক্ষরিক অর্থেই যেন প্রকৃতি ও আধুনিকতার এক অপূর্ব সমন্বয়।

রিসোর্টের প্রত্যেকটি অধ্যায় অসম্ভব সুন্দর করে সাজানো-গোছানো। পরিপাটি কটেজ নিখাদ বিস্ময় উপহার । সবুজ ক্যানভাসে এ যেন ইট-কাঠের শৈল্পিক আঁচড়। পুল কেটেজের অপূর্ব স্থাপনার সবকিছুতেই আভিজাত্যের নিপুন ছোঁয়া। রুচিশীল আসবাবপত্রে সুসজ্জিত কটেজের প্রশস্ত ব্যালকনিতে বসে প্রকৃতিতে দৃষ্টি বোলাতে বোলাতে আনন্দ উপভোগ করতে পারেন চা কিংবা কফিতে চুমুক দিতে দিতে।

গ্রিনভিউ রিসোর্টের সুইমিংপুলের নীল জল উপেক্ষা করার সাধ্য নেই। পাশের কিডস কর্ণার শিশুদের জন্য উপযুক্ত স্থান। মজাদার কিছু রাইডসও আছে এখানে। যা শিশুর সময়গুলোকে করে তুলবে দারুণ উপভোগ্য, উচ্ছসিত। প্রচুর আনন্দের খোরাক জোগাবে মিনি জু,। নীল জোছনায় ভিজতে ভিজতে বারবিকিউ আড্ডাটাও জমে উঠবে। সবুজ ঘাসের মাঠে ফুটবল, ক্রিকেট, হকি খেলায় দুরন্ত সময় কখন যে পার হয়ে যাবে টেরই পাবেন না। পুরো রিসোর্টে ঘোরার জন্য ব্যবহার করতে পারেন গলফ কার্ট।

ইতোমধ্যে নির্মিত হয়েছে হ্যালিপ্যাড, ৫০০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। কফি শপ, গ্রিন রুমস, রেস্টুরেন্ট, ক্যাটারিং সুবিধাতো রয়েছেই। এখানে নিতে পারেন দেশি-বিদেশি মুখরোচক খাবারের স্বাদ। গ্রিনভিউ রিসোর্টে আছে বিশাল কার পার্কিং এরিয়া। ডে লং প্রোগ্রামের জন্য শেড। ডেইরি ফার্ম, পোল্ট্রি ফার্ম, ফিশিং, শাক-সবজির বাগান। এ যেন স্বয়ংসম্পূর্ণ এক ভুবন। অতিথিদের জন্য রয়েছে রিসোর্ট থেকে উৎপন্ন ফ্রেশ খাবারের আতিথেয়তা।

ফকির গ্রুপের ফকির মনিরুজ্জামান একটু একটু করে গড়ে তুলেছেন সবুজের এ অনুপম সাম্রাজ্য। সঙ্গী হিসেবে পেয়েছেন প্রতিশ্রুতিশীল আরেকজন ব্যক্তিত্ব কাজী জহিরুল ইসলামকে। অক্লান্ত পরিশ্রমে তিনি মনিরুজ্জামানের স্বপ্নীল চিন্তাকে যেন তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন ।

 

 

 

 

 

 

 

Mauna Madhya Bhannahati in Sreepur, Gazipur. An ideal resort has all the features of a green and elite one empire Greenview Resort. The main ingredients of the resort are the aesthetics of nature. The beauty of nature at Greenview Resort has been carefully streamlined. The whole resort is covered with green trees. There is a green cover all over the place except the footpath. Domestic and foreign names are known, the name is unknown.

The green of the resort will add to the mind. This state of pure green has therefore become a unique refuge for birds. The procession of flowers and butterflies broke the barrier. You can come here during the season and taste the delicious fruits, such as mango, guava, malt, cool, fresh fruit at the aesthetic juice bar. The taste of fresh fruit will surely be different. Greenview Resort is literally a wonderful combination of nature and modernity.

Each chapter of the resort is impossibly beautifully arranged. The tidy cottage is a gift of pure wonder. Its like an artistic scratch of brick-wood on a green canvas. The exquisite touch of nobility in everything from the magnificent installation of the pool cottage. You can sit on the spacious balcony of the cottage furnished with tasteful furniture and enjoy a view of nature while sipping tea or coffee.

The blue water of the swimming pool at Greenview Resort cannot be ignored. The Kids Corner next door is a perfect place for children. There are also some fun rides here. Which, of course, made the video an overnight sensation. Mini Zoo, will provide plenty of fun food. The barbecue chat will also freeze while soaking in the blue joss. You never know when the hard times of football, cricket and hockey will pass. You can use a golf cart to get around the resort.

A helipad has already been built, an auditorium with a capacity of 500 people. There are coffee shops, green rooms, restaurants, catering facilities. Here you can taste delicious local and foreign food. Greenview Resort has a huge car parking area. Shed for Day Long Program. Dairy farms, poultry farms, fishing, vegetable gardens. It is like a self-sufficient world. Guests are treated to fresh food from the resort.

Fakir Moniruzzaman of Fakir Group has built this unique empire of green little by little. Kazi Zahirul Islam has got another promising personality as his partner. In his tireless work, he has painted Moniruzzamans dreamy thoughts with a brush.

 

Address :

 

 

Information Provided By :

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

All right reserved by : Web Information Services Ltd
Design & Developed by : www.IndexBangladesh.com