Nandan Park | Ashulia
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Nandan Park
.

যুক্তরাজ্যের ব্ল্যাকপুল থেকে প্রযুক্তি ও ডিজাইন নিয়ে ভারতের নিকো পার্কের সহায়তায় নির্মিত অভিনব এ পার্কটির অবস্থান রাজধানীর ঢাকা থেকে অনতিদূরে আশুলিয়া নবীনগরের চন্দ্রা মহাসড়কের পাশে বাড়‌ইপাড়ায়। প্রায় ১২০ বিঘা জায়গা নিয়ে জুড়ে গড়ে উঠেছে মনোরম বিনোদন এ পার্ক।

পার্কের ভেতরে রয়েছে মুখরোচক সব খাবার- দাবারের আয়োজন। হালকা নাস্তা থেকে শুরু করে ফুল মেনু ছাড়াও নানা রকম মজাদার খাবার‌ এখানে পাওয়া যায় তুলনামূলকভাবে কম দামে। আবার একসাথে ৫৫০ টি গাড়ি পার্কিংয়ের রয়েছে সুব্যবস্থা। আছে নিরাপত্তার কাঙ্ক্ষিত আয়োজন।

শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। আর শুক্রবারে খোলা থাকে সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। এখানে রয়েছে গ্রুপ প্যাকেজ আর বিনোদনের আয়োজন। স্বাভাবিক আয়োজন  তো আছেই।

রয়েছে কর্পোরেট ইভিনিং প্যাকেজ। পার্কটিতে ফ্যামিলি রয়েছে ক্যাবল কার, প্যাডেল বোড, টিল্ট-এ-হুয়িল, ক্যাটারপিলার আইসল্যান্ড, টাইটানিক, ওয়াটার কোস্টার, বাম্পার কার, ফান গেমস, নেট-এ-বল, ক্রেজি সাইকেল, মুন রেকার। অ্যাডভেঞ্চার রাইডস-এ রয়েছে সফটবল ক্যানন, রেপলিং, রক ক্লাইম্বিং, জিপস্লাইড অবসটাকল কোর্স, চ্যালেঞ্জ কোর্স, শুট-এন উয়িন। আর মহাসাগরের ঢেউ দেখার রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টিকারী নন্দন ওয়াটার ওয়ার্ল্ডে রয়েছে ওয়েভ পুল, ডোম স্লাইড, শুট স্লাইড, ওয়েভ রানার, ফ্যামিলি স্লাইড, মালটি-প্লেজোন, ওয়াটার ফল এন্ড মিস্ট, পপ-আপ ফাউন্টেন। এছাড়া পার্কটিতে বিনা পয়সায় বিনোদন আইটেমগুলোর মধ্যে রয়েছে স্পিয়ার ফাউন্টেন জেনেভা, একুরিয়ামপন্ড, ক্রেজি মিরর, মিউজিক্যাল ফাউন্টেন, কিডস প্লে জোন ও মিনি জু।
ঢাকা মহানগরীর যেকোনো জায়গা থেকে সহজে যাবার জন্য রয়েছে বাসের সুব্যবস্থা। সুযোগ পেলে আপনিও বেরিয়ে আসতে পারেন।

 

 

Built with the help of technology and design from Blackpool, UK with the help of Nico Park of India, this fancy park is located at Barahipara on the Chandra Highway in Ashulia Nabinagar, not far from the capital Dhaka. The park is a beautiful recreation park with an area of ​​about 120 bighas.

Inside the park there are all kinds of delicious food and chess. From light snacks to a full menu, there are a variety of fun foods available here at relatively low prices. There are 550 car parking facilities at a time. There is the desired arrangement of security.

The park is open from 11 a.m. to 8 p.m., Saturday through Thursday. And it is open on Fridays from 10 am to 9 pm. There are also group packages and entertainment arrangements. There is normal arrangement.

There is a corporate evening package. The park includes family cable cars, paddle boats, tilt-a-wheels, Caterpillar Iceland, Titanic, water coasters, bumper cars, fun games, net-a-ball, crazy bicycles, moon rakers. Adventure Rides includes Softball Cannon, Rappelling, Rock Climbing, Gypslide Obstacle Course, Challenge Course, Shoot-N Win. And Paradise Water World, which creates the thrill of watching the ocean waves, has a wave pool, dome slide, shoot slide, wave runner, family slide, multi-playzone, waterfall and mist, pop-up fountain. Free entertainment items at the park include Spear Fountain Geneva, Aquarium Pond, Crazy Mirror, Musical Fountain, Kids Play Zone and Mini Zoo.

There are bus facilities to easily reach from anywhere in Dhaka metropolis. You too can come out if you get a chance.

 


Address :
Dhaka :

 

Mobile : 01755646811

Email : khairulnandanparkbd@gmail.com

www.

Park :

 

 

Information Provided By :

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

All right reserved by : Web Information Services Ltd
Design & Developed by : www.IndexBangladesh.com