Turu Bithi | Gazipur
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Toru Bithi
.

ভাওয়ালের গড় রাথুনার বিস্তির্ণ সবুজ শ্যামলিমায় শালবন ঘেরা এ তরুবীথি বিখ্যাত প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের নুহাশ পল্লীর পাশেই নয়নাভিরাম তরুবীথির অবস্থান। এর সুবিশাল চত্বর জুড়ে রয়েছে সারি সারি বনজ এবং ফলদ বৃক্ষের নান্দনিক অপরূপ দৃশ্য

সবুজ শ্যামলিমায় আপনাকে দেবে রংধনু কিছু মুহুর্ত । সুবিশাল এ শালবনে প্রায়ই দেখা মেলে বানর, হনুমান, শৃগাল, নানা রঙের পাখি, চঞ্চল শশকের চকিত চাহনি আর ময়ূরের পেখম । যেথায় কাঠ বেড়ালির চমক লাগে বন শালিকের ডাকে । অদূরেই রয়েছে  এ দেশের গৌরব আদিবাসীদের আবাস। খুব কাছ থেকে দেখতে পারেন তাদের জীবনধারা । তরুবীথির ধারে খাল বিলের দেখাও মিলে, সন্নিকটেই রয়েছে বাংলাদেশ নতুন চমক বঙ্গবন্ধু সাফারি পার্ক

রাজধানী থেকে মাত্র ৫০ কিলোমিটার, জয়দেবপুর চৌরাস্তা থেকে ২০ কিলোমিটার দূরে জাতীয় ফল কাঁঠালের জন্য প্রসিদ্ধ গ্রাম পিরুজালীর উত্তর প্রান্তেই প্রায় ১০০ বিঘা জমির উপর নান্দনিক তরুবীথির অবস্থান । তরুবীথি সম্পন্ন করে রেখেছে নির্মল অবকাশযাপনের কিংবা প্রাতিষ্ঠানিক, কর্পোরেট পিকনিকের যাবতীয় সব আয়োজন । রয়েছে একাধিক পিকনিক স্পট। রুচিশীল আসবাবপত্রে সুসজ্জিত বাংলো। শিশুদের পৃথক খেলার ব্যবস্থা, বেশ কিছু রাইড, পৃথক রন্ধনশালার ব্যবস্থা। শীঘ্রই যোগ হতে যাচ্ছে দৃষ্টি নন্দন লেক এবং সুইমিংপুল । তরুবীথির স্বপ্নিল স্মৃতি আপনার মানসপটে চির ভাস্বর হয়ে থাকবে। তাই আপনার পদধ্বনিতে তরুবীথির স্বপ্নিল স্মৃতি আপনার মানসপটে চির ভাস্বর হয়ে থাকবে । তাই আপনার পদধ্বনিতে তরুবীথির সবুজ প্রাঙ্গণ হয়ে উঠুক মুখরিত। ফুল বৃক্ষ এবং অপার নির্জনতার রাজ্যে আপনাকে স্বাগতম

 

 

 

 

 

 

 

Surrounded by Shalban in the vast greenery of Bhawals Garh Rathuna, this Tarubithi is a beautiful Tarubithi located next to the famous writer Humayun Ahmeds Nuhash Palli. Its vast courtyard is lined with rows of forests and fruit trees.

The rainbow will give you some moments in greenery. Monkeys, Hanuman, jackals, birds of different colors, the startled gaze of fickle rabbits and peacock feathers are often seen in this vast Shalban. Where the wood cat catches the call of the forest shalik. Not far away is the abode of the glorious tribals of this country. You can see their lifestyle from very close. Along with the canal bill on the banks of Tarubithi, Bangladeshs new surprise Bangabandhu Safari Park is nearby.

Just 50 km from the capital, 20 km from Joydebpur crossroads, on the northern edge of Pirujali, a village famous for its national fruit jackfruit, is the location of the aesthetic Tarubithi on about 100 bighas of land. Tarubithi has completed all the arrangements for a clean vacation or an institutional, corporate picnic. There are multiple picnic spots. Bungalow furnished with tasteful furniture. Separate play area for children, several rides, separate kitchen arrangement. Drishti Nandan Lake and swimming pool are going to be added soon. The dreamy memories of Tarubithi will forever shine in your mind. So the dreamy memory of Tarubithi will forever shine in your mind in your footsteps. So let your footsteps become the green courtyard of Tarubithi. Welcome to the realm of flowering trees and endless solitude

 

 


Address :

 

 

Information Provided By :

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

All right reserved by : Web Information Services Ltd
Design & Developed by : www.IndexBangladesh.com