Gulbagicha Picnic and Shooting Spot | Gazipur
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Gulbagicha Picnic and Shooting Spot
.

ঢাকা থেকে টঙ্গী হয়ে সফিপুর আনসার একাডেমী পৌঁছার আগে মৌচাক জাম্বুরী মাঠ থেকে ফুলবাড়িয়া সড়কে বসুন্ধরার মৌচাক প্রকল্পের পর পরই গুলবাগিচা পিকনিক ও শ্যুটিং স্পট, একটি অভিজাত বিনোদন কেন্দ্র। সবুজের সমারোহ, খোলা আকাশ, আর তাতে নির্মল অবকাশ।

গুলবাগিচা মনোরম স্পটটি প্রায় ১৫ বিঘা জমির উপর বিস্তৃত একটি অত্যাধুনিক অবকাশ  কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। বিদ্যুৎ, পানি, টেলিভিশন, এয়ারকন্ডিশন সম্বলিত রাত্রিযাপনের জন্য তৈরী হয়েছে চারটি ফার্নিশড রুম ও ক্যান্টিন ব্যবস্থা, সাথে রয়েছে  আকর্ষণীয় কনসার্ট  স্টেজ ও সম্মুখে ৫০০০ লোক ধারণের ওপেন স্পেস। রয়েছে একটি আর্টিফিশিয়াল লেক। লেকের পাড়ে রয়েছে বিভিন্ন রং এর পাঁচটি সিটিং কটেজ। এখানে বসে সবান্ধব  কাটিয়ে দিতে পারেন একটি নির্মল সন্ধ্যা। আকর্ষণীয় পাখ-পাখালির পক্ষী শালা। রং বেরংয়ের দেশি বিদেশি পাখি বাচ্চাদের তো বটেই মুগ্ধ করবে বড়দেরও।

পুরো জুড়ে প্রকল্প জুড়ে খরগোশ ও অন্যান্য প্রজাতির প্রাণী অবলোকন চিত্ত বিনোদিত করবে। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রয়েছে বেশ কিছু রাইড। গুলবাগিচাকে আরও আকর্ষণীয় করে তুলেছে থ্রি হোল গলফ কোর্স এবং লেকপাড়ের ওয়াক ওয়ে। রয়েছে নামাজের সুব্যবস্থা।

গুলবাগিচায় যোগ করা হয়েছে চিত্ত বিনোদনের বিভিন্ন আয়োজন। উল্লেখযোগ্য কয়েকটি আকর্ষণের মধ্যে রয়েছে লেকের পানিতে পেডেল বোট, গলফ প্র্যাক্টিস, ভলিবল, ব্যাডমিন্টন ইত্যাদি খেলার ব্যবস্থা। কনসার্ট স্টেজে যে কোন মানের স্টেজ ফাংশন অনুষ্ঠানের ব্যবস্থা।

ছায়া সুনিবিড় শান্তির নীড় হিসেবে রাত্রি যাপনের জন্য রয়েছে আধুনিক কটেজ। প্রত্যেকটি রুচিশীল আসবারপত্রে সুসজ্জিত।  পারিবারের অবকাশ যাপনের জন্য সব ধরণের আয়োজন সু-সম্পন্ন করে রেখেছে গুলবাগিচা। রয়েছে রান্না-বান্নার যাবতীয় সুব্যবস্থা। গুলবাগিচা রেস্টুরেন্ট এ পাওয়া যাবে দক্ষ শেফ দ্বারা প্রস্তুত দেশ বিদেশি মুখরোচক খাবার। সব মিলিয়ে এক  স্বপ্ন পূরীর মতো গুলবাগিচা আপনাকে দেবে এক অনাবিল আনন্দ ও অচিন্তনীয় সুখের পরশ। নির্মল লেকের পানিতে নৌকায় করে ভেসে বেড়িয়ে, লেক পাড়ের সিটিং কটেজে গল্প করে সময় কাটিয়ে অসাধারণ।

গাজীপুর জেলাধীন কালিয়াকৈর থানায় মৌচাক আন্তর্জাতিক জাম্বুরী মাঠ। এই মাঠের অন্য পাশে মৌচাক পুলিশ ফাঁড়ি থেকে চা-বাগান সড়ক ঘেঁষে কুয়ার চালায় অবস্থিত মনোরম লোকেশন কোলাহল মুক্ত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গুলবাগিচা একটি পিকনিক স্পট ও অবকাশ কেন্দ্র।  মৌচাক-ফুলবাড়িয়া  রোডে মাত্র ৮ কি.মি. দূরত্বে  মূল সড়কে অবস্থিত গুলবাগিচা বিনোদন কেন্দ্রটি ঢাকা থেকে দেড় ঘণ্টা ড্রাইভ এর পথ। 

ব্যক্তিগত গাড়ী কিংবা ভাড়া বাস / মাইক্রোবাসে করে টঙ্গী পার হয়ে ঢাকা বাইপাস রোড দিয়ে বাঁয়ে ঘুরে কোনাবাড়ী এলাকার পর মৌচাক পুলিশফাঁড়ির সামনে দিয়ে ডানে মোড় নিলেই মৌচাক ফুলবাড়িয়া রোড। এরোড ধরে সাত কি.মি.যাওয়ার পর বসুন্ধরা মৌচাক প্রকল্পের পরবর্তী  ১ কি.মি. এর মাথায় মেইন রোডেই গুলবাগিচা। এছাড়া পাবলিক ট্রান্সপোর্টে যেতে হলে ঢাকা-টাঙ্গাইল রুটের বাসে মৌচাক পৌঁছে আধাঘণ্টার মধ্যে গুলবাগিচায় পৌঁছানোযায়।

 

Before reaching Safipur Ansar Academy via Tongi from Dhaka, Gulbagicha Picnic and Shooting Spot, an elite entertainment center, just after the Bashundhara Mouchak Project on the Fulbaria Road from Mouchak Jamburi Field. Greenery, open skies, and clear vacations.

The scenic Gulbagicha spot has been developed as a state-of-the-art leisure center spread over about 15 bighas of land. There are four furnished rooms and canteen arrangements for overnight stays with electricity, water, television, air conditioning, along with an attractive concert stage and an open space for 5,000 people in front. There is also an artificial lake.

There are five seating cottages of different colors on the shores of the lake. Sitting here, friends can spend a clean evening. Attractive winged bird nest. Colorful domestic and foreign birds will fascinate children as well as adults

Observing rabbits and other species of animals throughout the project will entertain. There are several rides to entertain the kids. What makes Gulbagicha even more interesting is the three hole golf course and the walkway on the lake. There are facilities for prayers.

Gulbagicha has been added to the various entertainment arrangements. Some of the notable attractions include paddle boats, golf practice, volleyball, badminton etc. in the lake water. Arrangement of any standard stage function on the concert stage.

There are modern cottages for spending the night as a nest of shade and peace. Each is furnished with tasteful furniture. Gulbagicha has made all kinds of arrangements for the familys holiday.

There are all the facilities for cooking. At Gulbagicha Restaurant you can find delicious foreign dishes prepared by skilled chefs. All in all, like a dream come true, the rose garden will give you an indescribable joy and unimaginable happiness. Floating in the water of Nirmal Lake in a boat, spending time talking in the seating cottage on the shores of the lake is amazing.

Mouchak International Jamburi Field in Kaliakair Police Station under Gazipur District. On the other side of the field, from the Mouchak police outpost to the well run along the tea-garden road, is a beautiful location, a noise-free natural beauty, a picnic spot and a leisure center. Mouchak-Fulbaria road is only 6 km. The Gulbagicha Recreation Center, located on the main road in the distance, is a one and a half hour drive from Dhaka.

Mouchak Phulbaria Road is a private car or hired bus / microbus. After going 7 km along Erode, the next 1 km of Bashundhara Mouchak project. Gulbagicha on the main road at the head of it. Besides, if you want to go by public transport, you can reach Mouchak by bus from Dhaka-Tangail route and reach Gulbagicha in half an hour.

 

Address :
Dhaka :

 

 

Mobilr : 01733167413
Email : mzilani69@hotmail.com
www.galabagicha.com

Park :

 

Information Provided By :

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

All right reserved by : Web Information Services Ltd
Design & Developed by : www.IndexBangladesh.com