এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি ………। কবির এ উক্তিটি সাথে আমিও একমত। এদেশের আথিতীয়তা, এদেশের মানুষের সরলতা ও উদারতা, দেশপ্রেম সত্যিই মুগ্ধ করার মত। জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা অল্প সময়ে এ দেশকে স্বাধীন করতে পেরেছি এ একটি কারনে, আমাদের দেশকে যে আমরা অত্যন্ত ভালবাসী। দেশ প্রেমের প্রভাব ট্যুরিজম শিল্পের মধ্যেও দেখা যায়।
এ পৃষ্ঠা থেকে ভ্রমণকারীরা তাদের প্রয়োজনীয় ওয়েব লিংক পাবেন যা তাদের অত্যন্ত কাজে আসবে।
|
You will not find such a country anywhere, she is the queen of all countries, she is my homeland, she is my homeland. I also agree with this statement of the poet. The hospitality of this country, the simplicity and generosity of the people of this country are really fascinating. We have been able to liberate this country in a short time at the call of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman for one of the reasons that we love our country so much. The influence of patriotism can also be seen in the tourism industry.
From this page travelers will get the web link they need which will be of great use to them.
|