এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সে যে আমার জন্মভূমি��, সত্যিই আমাদের দেশটি খুবই সুন্দর, যা দেখে মুগ্ধ হতে হয়, এ যেন পুরো বাংলদেশটি পর্যটন বা ভ্রমণ স্থান ।
এ ওয়েবসাইট হতে ভ্রমণকারী ও পর্যটক বাংলাদেশের ৬৪টি জেলার ভ্রমণস্থান সম্পর্কে তথ্য ভিডিওসহ জানতে পারবে। এমনকি স্থানগুলোতে কিভাবে যেতে হবে তা জানতে পারবে বিভিন্ন যোগাযোগের মাধ্যম, সরাসরি হোটেল বুকিং, বিভিন্ন জেলার প্রসিদ্ধ খাবার, রেষ্টুরেন্ট, ফাষ্টফুড, বাংলাদেশের বিভিন্ন ইউনিয়নের সাথে যোগাযোগসহ আরও অনেক যা একজন ভ্রমণকারী বা পর্যটকের কাছে ভ্রমণের সময় অত্যন্ত সহায়ক হবে ।
You will not find such a country anywhere, that is my homeland ��, our country is really very beautiful, which is to be fascinated to see, it is as if the whole of Bangladesh is a field of perjury.
From this website, travelers and visitors will be able to know information about travel destinations in 64 districts of Bangladesh along with videos. You will even learn how to get to places and means of communication, including direct hotel bookings, popular food from different districts, restaurants, fast food, contact with different unions in Bangladesh and many more which are very useful when traveling to a traveler or visitor.
সময়টি ছিল ডিসেম্বর-২০০3 এর শেষ দিকে। শীতের মাসে হঠাৎ মনে খেয়াল চাপল কক্সবাজার বেড়াতে যাব, যে চিন্তা সেই কাজ ও বাসা থেকে বেরিয়ে পরলাম হোটেল বুকিং দেয়ার জন্য। প্রথমে আসলাম ঢাকার বিজয় সরণীর পর্যটন বুকিং অফিসে বুকি দিতে, বুকিং অফিসার জানালেন ১৫ জানুয়ারী ২০০৩ পর্যন্ত কোন রুম খালি নেই। আপনাদের রুম খালি নেই তো কি হয়েছে অন্য কোন হোটেলে যোগাযোগের ফোন নম্বর দিন, অফিসার অপারগতা স্বীকার করে দুঃখিত বলে জানিয়ে দিল। সারাদিন এদিক সেদিক ঘুরলাম কেউ কোন হোটেলের তথ্য দিয়ে সহায়তা করতে পারলনা ও হতাশ হয়ে বাসায় ফিরলাম। অনেক চেষ্টার পর একজনের কাছ থেকে জেনে পরদিন মগবাজার মোড়ে হোটেল আবকাশের একটি বুকিং অফিসের সন্ধান পেলাম ও টাকা এডভান্স করে রুম বুকিং দিলাম।
শেষ পর্যন্ত কয়েকদিনের মধ্যে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছালাম। অবকাশ হোটেলে এসে দেখি রুমের অবস্থা খাবুই খারাপ। এতবড় একটি জার্নী করে অবশেষে মনটাই খারাপ হয়ে গেল। ডিসেম্বরের শেষ বলে কক্সবাজারে প্রচুর পর্যটক সমাগম ছিল। প্রায় ঘন্টা খানেক অনেক হোটেলে রুম খোজাখুঁজির পর এখানকার সমুদ্র তীরের কাছে মিডিয়া ইন্টারন্যাশনাল হোটেলে একটি ডিলাক্স রুম পেয়ে গেলাম ও স্বস্তি পেলাম। সে সময় হোটেলটি নতুন চালু হয়েছিল বলে কিছু রুম বিক্রির বাকি ছিল, সেজন্যই হয়ত রুম পেয়েছিলাম। মনে মনে ভাবলাম তথ্যই হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেয়ার মূল ও কষ্ট লাঘবের সহায়ক। তথ্যের মাধ্যমে ভ্রমণ পিপাসু মানুষদের সেবা দেয়ার লক্ষ্যে আমরা কজন একটি পোর্টাল বানানোর উদ্যেগ নিলাম এবং সে থেকে পরযটনবিডি.কম-এর যাত্র শুরু ও এখন পরযন্ত চলছে। -আরও জানতে-
The time was late December 2004. In the winter months, I suddenly thought I was going to visit Coxs Bazar, so I left my job and home to book a hotel. First I went to the tourist booking office at Vijay Sarani in Dhaka to book, the booking officer said no room was vacant till 15, January. If your room is not empty, what happened? Give the contact phone number of any other hotel. The officer admitted his inability and said that he was sorry. I wandered around all day and no one could help me with the information of any hotel and I returned home disappointed. After many attempts, I found out from someone and the next day I found a booking office for hotel vacation at the corner of Maghbazar and booked the room with advance money.
I finally reached Coxs Bazar in a few days. When I came to the holiday hotel, I saw that the condition of the room was very bad. After such a long journey, my mind finally went bad. Coxs Bazar had a lot of tourists at the end of December, 2003. After searching for rooms in many hotels for about an hour, I found a deluxe room at Media International Hotel near the beach here and was relieved. At that time the hotel was newly opened and some rooms were left for sale, thats why I got a room. I thought to myself that information is the key to making the right decision and helping to alleviate the problem. We have taken the initiative to create a portal to serve the people of Travel Pipisu through information and from that the journey of parjatanbd.com has started and continues till now. - More details-