Mawa Resort | Mawa
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Mawa Resort
.

ঢাকা থেকে ঘণ্টা খানেকের দূরত্ব মাওয়া । স্রোতস্বিনী পদ্মার  পাড়ে গড়ে ওঠেছে মাওয়া ফেরি এবং লঞ্চঘাট । প্রতিদিন এ ঘাট দিয়ে শত শত গাড়ি ,হাজার হাজার মানুষ পদ্মা পাড়ি দেয় । সব মিলিয়ে দিনরাতই মাওয়া বেশ জমজমাট । এই মাওয়াকে আরও আকর্ষণীয় করে তুলতে গড়ে ওঠেছে একটি ইকো রিসোর্ট । মাওয়ার নামেই রিসোর্টির নামকরণ করা হয়েছে মাওয়া রিসোর্ট ।

মাওয়া চৌরাস্তা থেকে প্রায় দেড় কিলোমিটার এগোলেই পুরনো ফেরিঘাটের পাশেই গড়ে ওঠেছে নান্দনিকতায় ভরপুর এ রিসোর্টি  । রিসোর্টের প্রতিষ্ঠাতা আবুল কাসেম হাওলাদার । ২০১২ সালে এটি উদ্বোধন হয় । ইতোমধ্যে রিসোর্টের অনেক কিছুরই নির্মাণ কাজ শেষ হয়েছে । পর্যায়ক্রমে রিসোর্টকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে । ৫৪ একর জমির উপর প্রতিষ্ঠিত মাওয়া রিসোর্টে প্রবেশ করলে সর্ব প্রথম পর্যটককে যে বিষয়টি মুগ্ধ করবে তা হচ্ছে বিশাল পুকুর । মাওয়া রিসোর্টের সবচেয়ে বড় পুকুরটির আয়তন 8বিঘা । আক্ষরিক অর্থেই পুকুরটি বিশাল ,ছোট একটি সাগরের মতো । পুকুরে কাক চক্ষু জল । পরিচ্ছন্ন , স্বচ্ছ । ইচ্ছে করলে পুকুরের সৌন্দর্য উপভোগ করে যে কেউ কাটিয়ে দিতে পারেন সুন্দর একটি বিকাল কিংবা মায়াবী সন্ধ্যা । পুকুরের শান বাঁধানো ঘাটে রয়েছে নানারকম ফুল গাছের টব । এসব গাছে ফুটে আছে বর্ণিল সব ফুল ।

এই ফুলের সমারোহ ঘটেছে পুরো রিসোর্ট জুড়েই । পুকুরে রয়েছে প্যাডেল বোটও । ইচ্ছে করলে পুকুরের টলমল জলে ভেসে বেড়াতে পারেন । পুকুরের পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে শত শত বৃক্ষ । আম , কাঁঠাল , নারিকেল , আরও কত কী ? নারিকেল গাছের ছায়া যখন পুকুরে পড়ে তখন অন্যরকম এক সৌন্দর্য উদ্ভাসিত হয় । চমৎকার এ পুকুরের পাড়েই গড়ে উঠেছে বিভিন্ন ক্যাটাগরির চমৎকার স্থাপত্য শৈলীর ৪ টি কটেজ । এসব কটেজের বাহ্যিক দিক যেমন নান্দনিক তেমনি এর ভেতরও মুগ্ধ করার মতো । অত্যাধুনিক এবং রুচিশীল সব আসবাবপত্রে সুসজ্জিত করা হয়েছে ।

সুইট রুম রয়েছে ১ টি , সুপার ডিলার ২ টি কটেজ । এসি/ননএসি এসব কটেজের নামও বেশ বাহারি-সন্ধ্যামালতি , মাধবীলতা , দোলনচাঁপা কটেজের পাশেই তৈরি করা হয়েছে বসার জন্য বেঞ্চ । কটেজের বারান্দায় কিংবা বেঞ্চে বসে উপভোগ করা যায় দূর সবুজ গ্রামের সৌন্দর্য । শুধু একটি পুকুর নয় , মাওয়া রিসোর্টের রয়েছে আরও ৪ টি পুকুর । এসব পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে কলা ,পেয়ারা এবং পেঁপে গাছের সারি । গাছে যখন ফল ধরে সেটাও দেখার মতো দৃশ্য । এসব পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগও রয়েছে । মাঝে-মধ্যে তাই আয়োজন করা হয় মাছ ধরা প্রতিযোগিতা । পিকনিক করার জন্য মাওয়া রিসোর্টে রয়েছে চমৎকার একটি পিকনিক স্পট ।

ফুটবল ,ক্রিকেটসহ এখানে নানাবিধ খেলায় মেতে উঠা যায় । শিগগিরি তৈরি হবে বেশ কিছু রাইড । মাওয়া রিসোর্টে আরেকটি বিষয় দারুণ আকর্ষণীয় তা হচ্ছে  কাঠের ব্রিজ । ব্রিজগুলো এতই চমৎকার মুগ্ধতা নিয়ে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হয় । মাওয়া রিসোর্টে আছে ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্ট । চমৎকারভাবে সাজানো গোছানো এ রেস্টুরেন্ট পাওয়া যাবে দেশি-বিদেশি মুখরোচর খাবার । পরিষ্কার –পরিচ্ছন্ন এ রেস্টুরেন্টের ফ্রেশ রুমও মুগ্ধ করবে নিঃসন্দেহে । আর খাবারের মানও প্রশংসনীয় । মাওয়া রিসোর্টে যেন প্রকৃতি এবং আধুনিকতার অপুর্ব এক সমন্বয় । আনন্দময় অবকাশ যাপন কিংবা পিকনিকের জন্য মাওয়া রিসোর্টে তাই বেছে নেয়া যায় নির্দ্বিধায় ।

 

 

 

 

 

 

 

Mawa is an hours drive from Dhaka. Mawa ferry and launch ghat have been built on the banks of the river Padma. Hundreds of vehicles and thousands of people cross the Padma through this ghat every day. All in all, Mawa is very busy day and night. An eco resort has been built to make this Mawa more attractive. The resort is named after Mawa.

About 1.5 km from Mawa crossroads, this resort is full of aesthetics next to the old ferry terminal. The founder of the resort is Abul Qasim Hawladar. It was inaugurated in 2012. Many resorts have already been completed. There are plans to make the resort more attractive in phases. The first thing that will fascinate a tourist when he enters the Mawa Resort, which is established on 54 acres of land, is the huge pond. The largest pond in Mawa Resort has an area of ​​8 bighas. The pond is literally huge, like a small sea. Crows eye water in the pond. Clean, transparent. If you wish, anyone can enjoy the beauty of the pond and spend a beautiful afternoon or magical evening. There are various flower tubs in the paved ghat of the pond. All the colorful flowers are blooming in these trees.

This flower ceremony took place all over the resort. There are also paddle boats in the pond. If you wish, you can float in the turbulent water of the pond. Hundreds of trees are standing near the edge of the pond. Mango, jackfruit, coconut, how much more. When the shade of the coconut tree falls on the pond, a different beauty is revealed. 4 cottages of different categories of excellent architectural style have been built on the banks of this wonderful pond. The exterior of these cottages is as aesthetically pleasing as the interior. Sophisticated and tasteful all furnished furniture.

There is 1 suite room, 2 super dealer cottages. The names of these AC / non-AC cottages are also quite Bahari-Sandhyamalati, Madhabilata, Dolanchampa cottages. The beauty of the distant green village can be enjoyed sitting on the veranda or bench of the cottage. Not just one pond, Mawa Resort has 4 more ponds. Rows of banana, guava and papaya trees stand on the banks of these ponds. It is also a sight to behold when a tree bears fruit. These ponds also have the opportunity to fish with fishing rods. Occasionally fishing competitions are organized. Mawa Resort has a nice picnic spot for picnics.

Football, cricket and other sports can be played here. Several rides will be made soon. Another interesting attraction at Mawa Resort is the wooden bridge. The bridges are meant to stand with such wonderful fascination. Mawa Resort has East West Restaurant. The well-arranged restaurant offers delicious local and foreign delicacies. The fresh room of this clean and tidy restaurant will undoubtedly impress you. And the quality of the food is also admirable. Mawa Resort is a wonderful combination of nature and modernity. Feel free to choose Mawa Resort for a fun vacation or picnic.

 

Address :
Dhaka :

 

Mobile : 01755592584
Resort : 01711057947, 0175557947
Email : mawaresort12@gmail.com
info@mawaresort.com www.mawaresort.com

Park :

 

 

Information Provided By :

 

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

All right reserved by : Web Information Services Ltd
Design & Developed by : www.IndexBangladesh.com