Welcome Guest | Login | Signup


Ananda Resort and Park, Gazipur

Gazipur, Bangladesh

Only for Local Residents (Bangladesh) and direct booking from our office.

(Call Now (880) 01776-467789 or 01987-674387)

Dhaka Booking Office and Location MAP


Distance
Communication
Facilities ঢাকার জিপিও থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরত্বে গ্রামীন ছায়া ঘেরা মনোরম পরিবেশে গড়ে উঠেছে আনন্দ রিসোর্ট এন্ড পার্ক । প্রায় ১০০ বিঘা জমির উপর নির্মিত এই রিসোর্টে পরিবার- পরিজন অথবা বন্ধু বান্ধবসহ পারিবারিক পিকনিক , কর্পোরেট পিকনিক, বাৎসরিক ডিলার সম্মেলন , শিক্ষা সফর, গেট টুগেদার ও হানিমুনসহ অবকাশ যাপনের জন্য রয়েছে অপূর্ব সুযোগ । আনন্দ রিসোর্ট এন্ড পার্কে রাত্রি যাপনের জন্য রয়েছে সুসজ্জিত কটেজ এবং পিকনিক পার্টির জন্য রয়েছে আলাদা আলাদা মাঠসহ বাথরুম ফ্যাসিলিটি । প্রতিটি মাঠের সাথে আলাদা করে দেয়া হয়েছে ছেলে মেয়েদের ও পৃথক বাথরুম সুবিধা । এত সব আয়োজনের মধ্যে আপনার সময় ফুরিয়ে গেলেও মন চাইবে থাকি না আরও কিছুক্ষণ এই নির্জন অরণ্যে । গেটের আনুষ্ঠানিকতা শেষ করে ভিতরে প্রবেশ করতেই আপনাকে অভ্যর্থনা জানাতে শির উঁচু করে দাঁড়িয়ে আছে উঠ পাখি ও ঘোড়া । না না রক্ত মাংসের নয় , বাহারি এ প্রাণী গুলো ইট সিমেন্টের তৈরি । তবে দেখতে কিন্তু দারুণ । আনন্দ রিসোর্টের একটি আলাদা বৈশিষ্ট্য হচ্ছে বর্ষায় বেড়ানোর উপযুক্ত একটি রিসোর্ট । ভরা বর্ষায় রিসোর্টে রাত্রি যাপন করে দেখতে পারেন জীবনানন্দের রপসী বাংলার মোহময় রূপ । আনন্দ রিসোর্টের যে কোনো একটি কটেজে আপনি থাকেন না কেন প্রত্যেকটিতেই রয়েছে স্বতন্ত্র বৈশিস্ট্য । শিতাতপ নিয়ন্ত্রিত রুমে মন না টিকলে চেয়ার নিয়ে কটেজের ব্যলকনিতে বসে পরুন ।বিশুদ্ধ নির্মল বাতাস মন প্রাণ জুড়িয়ে দিবে নিমেষেই । হয়তো চোখের সামনেই দেখতে পাবেন দিগন্তজোড়া সোনালি ধানের মাঠ ।অথবা বর্ষার অথৈই জল । প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে আছে জীবন । ঋতু ভেদে এ সৌন্দর্যে যোগ হয় নতুন মাত্রা । পুরো রিসোর্ট জুড়ে রয়েছে অসংখ্য বৃক্ষরাজি ।এ সবুজ আপনার মন মাতাবে , সুনিবিড় ছায়া দিবে । আনন্দ রিসোর্টে রয়েছে অসংখ্য কাঁঠাল গাছ । কাঁঠালের মৌসুমে প্রতিটি গাছে কাঁঠাল ঝুলে থাকে । যা দর্শনার্থীদের মুগ্ধ করে । ইচ্ছে করলে রিসোর্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আপনি গাজীপুর জেলার কাঁঠালের স্বাদও পেতে পারেন সহজেই । এখানে আরো আছে পেয়ারা বাগান ,লিচু বাগান । বাগানগুলোর সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে বসার স্থান । যেখানে বসে গল্প আড্ডায় মেতে কাটিয়ে দিতে পারেন সুন্দর একটি বিকেল । যখন মনে হবে আর বসে থাকতে ভালো লাগছে না । তখন চলে আসুন রিসোর্টের শান বাঁধানো ঘাটে । ভরা বর্ষায় নৌকা করে রিসোর্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বেড়িয়ে আসা যায় তুরাগের মোহনা থেকে । তরাগের বুকে নৌকা ভ্রমণ বেশ আনন্দ দিবে । দেখতে পাবেন নদীর পাড়ের মানুষের যাবিত জীবনের দৃশ্য । আনন্দ রিসোর্টে নতুন বিবাহিত দম্পতিদের জন্য স্পেশাল আয়োজন রয়েছে । তাই মধুচন্দ্রিমার জন্য নতুন দম্পতিরা আনন্দ রিসোর্ট বেছে নিতে পারেন নির্দ্বিধায় । অবকাশ যাপন ও মধুচন্দ্রিমার জন্য আনন্দ রিসোর্ট কে সাজানো হয়েছে চমৎকার ভাবে । প্রকৃতির নান্দনিকতা যেমন রয়েছে তেমনি ভাবে নিশ্চিত করা হয়েছে যাবতীয় সব আধুনিক সুযোগ �সুবিধা । আনন্দ রিসোর্টে রয়েছে রকমারি সব গাছ-গাছালি ও বর্ণিল ফুলের সমারোহ । যা সবার মনে এনে দেবে প্রশান্তির পরশ । রুচিশীল আসবাবপত্র দ্বারা সুসজ্জিত কটেজের রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও খোলামেলা । এতো কিছুর মধ্যেও কর্তৃপক্ষের নজরদারির কমতি নেই কোনো কিছুতেই । এখানে রয়েছে নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা । নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে । আনন্দ রিসোর্ট এন্ড পার্কে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট কাম কনফারেন্স সেন্টার । এজন্য নিশ্চিত করা হয়েছে সাঊন্ড সিস্টেমসহ আনুষঙ্গিক সুবিধা । এছাড়া রয়েছে বুফে খাবারের ব্যবস্থা । আগে অর্ডার দিলে পছন্দনীয় খাবারের মেন্যুও পেতে পারেন । আনন্দ রিসোর্ট এন্ড পার্কে রয়েছে তিনটি আলাদা পিকনিক স্পট । প্রতিটি স্পটকে সাজানো হয়েছে নান্দনিকভাবে । চারপাশে বাহারি ফুল আর মাঠে সবুজ ঘাস মুহুরতে মনে আনন্দের ঢেউ তুলবে । মাঠে মেতে উঠতে পারেন বিভিন্ন ধরনের খেলায় । আনন্দ রিসোর্ট এন্ড পার্কে বেড়াতে গিয়ে কোমলমতি শিশুরাও মেতে উঠে অনাবিল আনন্দে । এখানে শিশুদের জন্য রয়েছে সুইয়িং চেয়ার । যেখানে একসাথে ১৬ জন বসে উপভোগ করতে পারবে অন্য রকম রোমাঞ্চ । আনন্দ রিসোর্টে রয়েছে ৬ টি কটেজ । প্রতিটিই কটেজই শীততাপ নিয়ন্ত্রিত । একটি কটেজে রয়েছে দুটি করে মাস্টার বেড রুম । পরিবার- পরিজন ছেলেমেয়ে নিয়ে একটি পুরো কটেজ নিতে পারেন । কাপলরা যে কোনো কটেজের একটি রুম নিতে পারেন । রুমের ভারাও হাতের নাগালে । প্রতিটি রুমে রয়েছে স্যাটেলাইট কানেকশনসহ এলসিডি টিভি, আলমিরা, ড্রেসিং টেবিল, বাথরুমে গিজার, ডাবল সোফাসেট, টি-টেবিলসহ রাত্রিযাপনের আধুনিক সব সুযোগ- সুবিধা ।
Contact Address

Need Login for getting Contact / Mobile Number

Email/ID
Password
Vehicle facilities YES
Tour guide YES
Parking YES
Management
Remark Gazipur, Bangladesh, Mobile-88 01673118028, 88 0171231054

Hotel of Bangladesh
Details>>

Related Links