Welcome Guest | Login | Signup


Beautiful Bangladesh | Main 2

আমার সেনার বাংলা আমি তোমায় ভালবাসী......। সুজলা সুফলা শষ্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। অনেক সম্ভাবনা আছে আমাদের এই দেশের ও এতসব সম্ভাবনার মধ্যে একটি হচ্ছে পর্যটন বা ট্যুরিজম। কেননা এ দেশের প্রতিটি অঞ্চলই হচ্ছে মনোরম প্রাকৃতিক দৃশ্যে সমৃদ্ধ। সম্ভাবনাময় যে স্থাপনাগুলো রয়েছে তা হলো- পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার, সুন্দরবন হচ্ছে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, কুয়াকাটা হচ্ছে সূরযোদয় ও সূর্যাস্ত দেখার মত জায়গা, প্রবাল দ্বীপ হচ্ছে সেন্টমার্টিন, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি হচ্ছে সবুজ পাহাড় বেষ্টিত এলাকা যা পর্যটকদের আকর্ষীত করে, এছাড়াও রয়েছে অনেক ধরণের হাওড় ও বাউড় যা বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দরযের লিলাভূমিতে পরিনত হয়, পুরাতাত্ত্বিক স্থাপনা হচ্ছে-ষাট গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার, রাজশাহী আঞ্চলের প্রাচীন জনপদ গৌড়, বগুরার মহাস্থানগড়, দিনাপুরের কান্তনগর মন্দির, কুমিল্লার ময়নামতিসহ আরও অনেক পুরাতাত্ত্বিক স্থাপনা রয়েছে আমাদের এ দেশে।

বাংলদেশে ১টি রাজধানী, ৮টি বিভাগ, ৬৪টি জেলা, ৪৯১টি উপজেলা, ৪৫৬৫টি ইউনিয়ন,  ৬৮০৩৮টি (১৯৯১ সেনসাস) গ্রাম নিয়ে।এ দেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। পূর্ব-পশ্চিমে বিস্তৃত ৪৪০ কিলোমিটার ও উত্তর-উত্তর পশ্চিম থেকে দক্ষিণ-দক্ষিণপূর্ব প্রান্ত পর্যন্ত বিস্তৃতি ৭৬০ কিলোমিটার।
দেশের আয়তন হচ্ছে- ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।

দেশের শাখা ও প্রাধান নদী হচ্ছে প্রায় ৭০০টি। এ মধ্যে তিনটি প্রাধান নদী যা হচ্ছে পদ্মা নদীপ্রাণালী, ব্রক্ষপুত্র-যমুনা প্রাণালী ও সুরমা মেঘনা প্রাণালী। এ দেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমি ধরনের। সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় তাপমাত্রা শীতকালে যথাক্রমে ২৯ ডিগ্রি সে. গ্রে. ও ১১ ডিগ্রি সে. গ্রে.   এবং গ্রীস্মকালে ৩৪ ডিগ্রি সে. গ্রে. ও ২১ ডিগ্রি সে. গ্রে. । বার্ষিক বৃষ্টিপাত ১,১১৪ থেকে ৩,৪৫৪ মিলিমিটার।

নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ  থেকে বাংলাদেশের মানুষ দ্রাবিড়, প্রোটেআ-অস্ট্রলয়েড, মঙ্গোলীয় এবং আর্যদের সংকর। প্রধানত খাগড়াছড়ি, বান্দরবন, ও রাংগামাটিসহ চট্রগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, জয়পুরহাট, রাজশাহী, নওগাঁ, রংপুর, বগুড়া, নবাবগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলায় ১২ লক্ষের বেশি আদিবাশী আছে। আদিবাশী সম্প্রদায় হচ্ছে ৪৫ ধরনের। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- চাকমা, গারো, হাজং, খাসিয়া, মগ, সাঁওতাল, রাখাইন, মনিপুরি, মুরং, বম, ত্রিপুরা, খুমি, মুন্ডা, ওরাও, তঞ্চংগ্যা ইত্যাদি।

এদেশে ইসলাম ধর্ম হচ্ছে প্রধান ধর্ম ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষের বসবাস।

বাংলাদেশে রাষ্টীয় ও মাতৃভাষা হচ্ছে বাংলা যা আন্তজার্তিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। প্রাকৃতিক খনিজ হচ্ছে গ্যাস, কয়লা, পিট, চুনাপাথর, কঠিন শিলা, চীনামাটি, কাঁচাবালি, সৈকতবালি পণ্য।

শিল্প ও কারখানা হচ্ছে- তৈরি পোষাক, টেক্সটাইল, পাট, চা, সার, চামড়া ও চামড়াজাত পণ্য, সিমেন্ট, চিনি, মাছ প্রক্রিয়াজাতকরণ, ওষধ, রাসায়নিক দ্রব্য, সিরামিক ও ইলেক্ট্রনিক্স ইত্যাদি। মুদ্রা হচ্ছে-টাকা। পরিবহন ও যোগাযোগ হচ্ছে- সড়ক পথ, রেলপথ, বিমানপথ ও নৌপথ।

আভ্যন্তরীণ নৌবন্দর হচ্ছে- ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরিশাল, খুলনা, ভৈরব, আশুগঞ্জ, সিরাজগঞ্জ দেশের উল্লেখযোগ্য নদী বন্দর। সুমদ্র বন্দর হচ্ছে-চট্রগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর।

বিমান বন্দর হচ্ছে-হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমান বন্দর, ঢাকা, শাহ আমানত শাহ আন্তজার্তিক বিমান বন্দর, চট্রগ্রাম, ওসমানী আন্তজার্তিক বিমানবন্দর, সিলেট, কক্সবাজার বিমানবন্দর, যশোর বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর, রাজশাহী বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর।  

দেশের প্রধান খাদ্য হচ্ছে-ভাত, রুটি, সবজি, ডাল, মাছ, মাংশ ও প্রধান ফল হচ্ছে-কাঠাল (জাতীয় ফল), আম, জাম, আনারস, কলা, লিচু, লেবু, পেয়ারা, পেপে, তেতুল, তরমুজ, বাংগি, জামরুল, কুল, সফেদা, আমড়া, আনারস, আমলকী ইত্যাদি।

প্রধান মাছ হচ্ছে-ইলিশ (জাতীয় মাছ, সুস্বাদু ও লবণাক্ত দুই ধরনের পানিতেই পাওয়া যায়। এ ছাড়া রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, সরপুটি, বোয়াল, শোল, গজার, টাকি, পাবদা, আইড়, বিঠা, পাংগাশ, শিং, মাগুর, কৈ ইত্যাদি। এছাড়া হচ্ছে-রূপচাদা, ছুরি, ভেটকি, লইট্রা, পোয়া লোনা পানির মাছ।

বাংলাদেশের বন হচ্ছে-সুন্দরবন ও পার্বত্য বনভূমি।

জাতীয় দিবস হচ্ছে-২১ ফেব্রয়ারী (শহীদ দিবস) ও দিবসটি আন্তজার্তিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস।

বাংলাদেশের উসব হচ্ছে-পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ)। ধর্মীয় উসব হচ্ছে-শবেবরাত, শবেকদর, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদে মিলাদুনবী (স.), আশুরা ইত্যাদি। হিন্দুদের উসব হচ্ছে-দুর্গাপূজা। খ্রিস্টানদের হচ্ছে-বড়দিন, বৌদ্ধদের বুদ্ধপূর্ণিমা। এছাড়াও রয়েছে আদিবাসীদের বিভিন্ন উসব।

খেলাধূলা হচ্ছে-কাবাডি (জাতীয়), ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল, দাবা, কারাম। জাতীয় ফুল হচ্ছে-শাপলা, জাতীয় গাছ-আমগাছ, জাতীয় পাখি-দোয়েল, জাতীয় প্রাণী-রয়েল বেংগল টাইগার।
তথ্য সূত্র ও ধন্যবাদান্তে-গুগোল, বাংলাপিডিয়া।  

My army Bengali I love you ....... Sujla Sufla grain Shyamla is our Bangladesh. There are many possibilities in our country and one of the possibilities is tourism. Because every region of this country is rich in beautiful natural scenery. The potential sites are Coxs Bazar, the worlds longest beach, the Sundarbans is the largest mangrove forest, Kuakata is the place to watch the sunrise and sunset, Coral Island is St. Martins, Bandarban, Khagrachari and Rangamati are the green hills that attract tourists. There are many types of haors and baurs which turn into a land of natural beauty during the monsoons.

Bangladesh has 1 capital, 6 divisions, 64 districts, 491 upazilas, 4585 unions and 6037 (1991 census) villages. The country is located in South Asia. It extends 440 km from east to west and 60 km from north-northwest to south-southeast. The area of ​​the country is 1,46,570 sq km.

There are about 600 tributaries and major rivers of the country. The three main rivers are the Padma river system, the Brakshaputra-Jamuna system and the Surma Meghna system. The climate of this country is tropical. The maximum and minimum average temperature in winter is 29 degrees Celsius respectively. Gray. He is 11 degrees. Gray. And 34 degrees Celsius in summer. Gray. He is 21 degrees. Gray. Annual rainfall is 1,114 to 3,454 mm.

From an ethnographic point of view, the people of Bangladesh are a hybrid of Dravidians, Proteas-Australoids, Mongols and Aryans. Mainly Khagrachhari, Bandarban, and Rangamati including Chittagong, Coxs Bazar, Habiganj, Sylhet, Sunamganj, Moulvibazar, Dinajpur, Joypurhat, Rajshahi, Naogaon, Rangpur, Bogra, Nawabganj, Mymensingh, Netrokona, Barguna, Baruya. There are 45 types of indigenous communities. Notable among these are- Chakma, Garo, Hajong, Khasia, Magh, Santal, Rakhine, Manipuri, Murang, Bam, Tripura, Khumi, Munda, Orao, Thanchangya etc.

Islam is the main religion in this country and people of Hindu, Buddhist, Christian and other religions live there.

The state and mother tongue in Bangladesh is Bengali which is recognized as an international mother tongue. Natural minerals are gas, coal, peat, limestone, hard rock, porcelain, raw sand, beach sand products.

Industries and factories are ready-made garments, textiles, jute, tea, fertilizers, leather and leather products, cement, sugar, fish processing, medicine, chemicals, ceramics and electronics etc. The currency is money. Transport and communication are - roads, railways, airways and waterways.

Inland seaports are Dhaka, Narayanganj, Chandpur, Barisal, Khulna, Bhairab, Ashuganj, Sirajganj. The sea ports are Chittagong, Mongla and Payra.

The airports are: Hazrat Shahjalal International Airport, Dhaka, Shah Amanat Shah International Airport, Chittagong, Osmani International Airport, Sylhet, Coxs Bazar Airport, Jessore Airport, Barisal Airport, Rajshahi Airport, Syedpur Airport.

The main food of the country is rice, bread, vegetables, pulses, fish, meat and the main fruits are jackfruit (national fruit), mango, blackberry, pineapple, banana, litchi, lemon, guava, papaya, tamarind, watermelon, bungee, jamrul , Cool, White, Mango, Pineapple, Mango etc.

The main fish are: Hilsa (national fish, found in both tasty and salty waters). Rui, Katla, Mrigel, Kalbaush, Sarputi, Boal, Shoal, Gajar, Taki, Pabda, Ayr, Bitha, Pangash, Shing, Magur, Kai etc. Besides, there are Rupchada, Churi, Vhetki, Laitra, Poya salt water fish.

The forests of Bangladesh are the Sundarbans and the hill forests.

National Day is 21st February (Martyrs Day) and the day has been recognized as an international mother tongue, 26th March is Independence Day, 15th August is National Mourning Day, 16th December is Victory Day.

The festival of Bangladesh is Pahela Boishakh (Bengali New Year). Religious observances are Shabebarat, Shabekdar, Eid-ul-Fitr, Eid-ul-Azha, Eid-ul-Fitr, Ashura, etc. The worship of Hindus is Durga Puja. Christians have Christmas, Buddhists have Buddhapurnima. There are also various tribals.

Sports are - Kabaddi (National), Cricket, Football, Hockey, Tennis, Badminton, Volleyball, Chess, Karam. The national flowers are - water lily, national tree - mango tree, national bird - doel, national animal - Royal Bengal Tiger.


Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd