Welcome Guest | Login | Signup


Ananda Resort and Park | Gazipur
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

 

Ananda Resort and Park
.

ঢাকার জিপিও থেকে মাত্র  ৪৫ কিলোমিটার দূরত্বে গ্রামীন ছায়া ঘেরা মনোরম পরিবেশে গড়ে উঠেছে আনন্দ রিসোর্ট এন্ড পার্ক । প্রায়  ১০০ বিঘা জমির উপর নির্মিত এই রিসোর্টে পরিবার- পরিজন  অথবা বন্ধু  বান্ধবসহ পারিবারিক পিকনিক , কর্পোরেট  পিকনিক, বাৎসরিক ডিলার সম্মেলন , শিক্ষা সফর, গেট টুগেদার ও হানিমুনসহ অবকাশ যাপনের জন্য রয়েছে অপূর্ব সুযোগ । আনন্দ রিসোর্ট এন্ড পার্কে  রাত্রি যাপনের জন্য রয়েছে সুসজ্জিত কটেজ  এবং পিকনিক পার্টির জন্য রয়েছে আলাদা আলাদা মাঠসহ বাথরুম ফ্যাসিলিটি ।

প্রতিটি মাঠের সাথে  আলাদা করে দেয়া হয়েছে ছেলে –মেয়েদের ও পৃথক বাথরুম সুবিধা । এত সব আয়োজনের মধ্যে আপনার সময় ফুরিয়ে গেলেও মন চাইবে  থাকি না আরও কিছুক্ষণ এই নির্জন অরণ্যে । গেটের আনুষ্ঠানিকতা শেষ করে ভিতরে প্রবেশ করতেই আপনাকে অভ্যর্থনা জানাতে শির উঁচু করে দাঁড়িয়ে আছে উঠ পাখি ও ঘোড়া । না না  রক্ত মাংসের নয় , বাহারি এ প্রাণী গুলো ইট সিমেন্টের তৈরি । তবে দেখতে কিন্তু দারুণ । আনন্দ রিসোর্টের একটি  আলাদা বৈশিষ্ট্য হচ্ছে বর্ষায় বেড়ানোর উপযুক্ত একটি রিসোর্ট ।

ভরা বর্ষায় রিসোর্টে রাত্রি যাপন করে দেখতে পারেন জীবনানন্দের রপসী বাংলার মোহময় রূপ । আনন্দ রিসোর্টের যে কোনো একটি কটেজে আপনি থাকেন না কেন প্রত্যেকটিতেই  রয়েছে স্বতন্ত্র  বৈশিস্ট্য । শিতাতপ নিয়ন্ত্রিত রুমে মন না টিকলে চেয়ার নিয়ে কটেজের ব্যলকনিতে বসে পরুন ।বিশুদ্ধ নির্মল বাতাস মন প্রাণ  জুড়িয়ে দিবে  নিমেষেই । হয়তো চোখের সামনেই দেখতে পাবেন দিগন্তজোড়া সোনালি ধানের মাঠ ।অথবা বর্ষার অথৈই জল । প্রকৃতির সাথে মিলেমিশে  একাকার হয়ে আছে জীবন । ঋতু ভেদে এ সৌন্দর্যে  যোগ হয় নতুন মাত্রা ।

পুরো রিসোর্ট জুড়ে রয়েছে অসংখ্য বৃক্ষরাজি ।এ সবুজ আপনার মন মাতাবে , সুনিবিড় ছায়া দিবে । আনন্দ রিসোর্টে  রয়েছে অসংখ্য কাঁঠাল  গাছ । কাঁঠালের মৌসুমে প্রতিটি গাছে  কাঁঠাল ঝুলে থাকে । যা দর্শনার্থীদের  মুগ্ধ করে । ইচ্ছে করলে রিসোর্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে  আপনি গাজীপুর জেলার কাঁঠালের স্বাদও পেতে পারেন সহজেই । এখানে আরো  আছে পেয়ারা বাগান ,লিচু বাগান । বাগানগুলোর সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে বসার স্থান । যেখানে বসে  গল্প  আড্ডায়  মেতে কাটিয়ে দিতে পারেন সুন্দর একটি বিকেল । যখন মনে হবে আর বসে থাকতে ভালো লাগছে না ।

তখন চলে আসুন  রিসোর্টের শান বাঁধানো  ঘাটে । ভরা বর্ষায় নৌকা করে রিসোর্ট  কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বেড়িয়ে আসা যায় তুরাগের মোহনা থেকে । তরাগের বুকে নৌকা ভ্রমণ বেশ আনন্দ দিবে । দেখতে পাবেন নদীর পাড়ের মানুষের যাবিত  জীবনের দৃশ্য । আনন্দ রিসোর্টে  নতুন বিবাহিত দম্পতিদের জন্য স্পেশাল আয়োজন রয়েছে । তাই মধুচন্দ্রিমার জন্য নতুন দম্পতিরা আনন্দ রিসোর্ট  বেছে নিতে পারেন নির্দ্বিধায় । অবকাশ যাপন ও মধুচন্দ্রিমার জন্য আনন্দ রিসোর্ট কে সাজানো হয়েছে চমৎকার ভাবে । প্রকৃতির নান্দনিকতা যেমন রয়েছে তেমনি ভাবে নিশ্চিত করা হয়েছে যাবতীয় সব আধুনিক  সুযোগ –সুবিধা । আনন্দ রিসোর্টে রয়েছে রকমারি সব গাছ-গাছালি ও বর্ণিল ফুলের সমারোহ ।

যা সবার মনে এনে দেবে প্রশান্তির পরশ । রুচিশীল আসবাবপত্র দ্বারা সুসজ্জিত কটেজের রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও খোলামেলা । এতো কিছুর মধ্যেও কর্তৃপক্ষের নজরদারির কমতি নেই কোনো কিছুতেই । এখানে রয়েছে নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা । নিজস্ব  জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত  করা হয়েছে । আনন্দ রিসোর্ট এন্ড পার্কে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট কাম কনফারেন্স সেন্টার । এজন্য নিশ্চিত করা হয়েছে  সাঊন্ড সিস্টেমসহ আনুষঙ্গিক সুবিধা । এছাড়া রয়েছে বুফে খাবারের ব্যবস্থা । আগে অর্ডার দিলে পছন্দনীয় খাবারের মেন্যুও পেতে পারেন । আনন্দ রিসোর্ট এন্ড পার্কে রয়েছে তিনটি আলাদা পিকনিক স্পট । প্রতিটি স্পটকে সাজানো হয়েছে নান্দনিকভাবে ।

চারপাশে  বাহারি ফুল আর মাঠে সবুজ ঘাস  মুহুরতে মনে আনন্দের ঢেউ তুলবে । মাঠে মেতে উঠতে পারেন বিভিন্ন ধরনের  খেলায় । আনন্দ রিসোর্ট এন্ড পার্কে বেড়াতে গিয়ে  কোমলমতি  শিশুরাও মেতে উঠে অনাবিল আনন্দে । এখানে শিশুদের জন্য রয়েছে সুইয়িং চেয়ার । যেখানে একসাথে ১৬ জন বসে উপভোগ করতে পারবে অন্য রকম রোমাঞ্চ ।

আনন্দ রিসোর্টে রয়েছে ৬ টি কটেজ । প্রতিটিই কটেজই শীততাপ নিয়ন্ত্রিত । একটি কটেজে রয়েছে  দুটি করে মাস্টার বেড রুম । পরিবার- পরিজন ছেলেমেয়ে নিয়ে একটি পুরো কটেজ নিতে পারেন । কাপলরা যে কোনো কটেজের  একটি রুম নিতে পারেন । রুমের ভারাও হাতের নাগালে । প্রতিটি রুমে রয়েছে স্যাটেলাইট কানেকশনসহ এলসিডি টিভি, আলমিরা, ড্রেসিং টেবিল, বাথরুমে গিজার, ডাবল সোফাসেট, টি-টেবিলসহ রাত্রিযাপনের আধুনিক সব সুযোগ- সুবিধা ।

 

 

 

 

 

 

 

Ananda Resort and Park is located in a picturesque environment surrounded by rural shade, just 45 km from Dhakas GPO. Built on about 100 bighas of land, the resort offers wonderful opportunities for family or family picnics, corporate picnics, annual dealer conferences, educational tours, get-togethers and honeymoons. Ananda Resort & Park has well-equipped cottages for overnight stays and bathroom facilities with separate grounds for picnic parties.

Each field has a separate bathroom for boys and girls and separate bathroom facilities. Even if you run out of time in so many events, I dont want to stay in this secluded forest for a while. Birds and horses are standing with their heads held high to greet you as soon as you enter the gate after completing the formalities. No, the blood is not made of meat, the animals are made of bricks and cement. But great to see. A special feature of Ananda Resort is that it is a resort suitable for walking in the rainy season.

You can spend the night at the resort in the rainy season and see the enchanting form of Jibananandas Rapsi Bengal. Whether you live in a cottage at Ananda Resort or not, each one has its own unique features. If you dont feel like sitting in an air-conditioned room, sit on the balcony of the cottage with a chair. Pure fresh air will enliven your mind instantly. Maybe you can see the golden paddy field on the horizon right in front of your eyes. Or the heavy rain water. Life has become one with nature. Seasons add a new dimension to this beauty.

There are innumerable trees all over the resort. This green will soothe your mind and give you a shade. Ananda Resort has numerous jackfruit trees. Jackfruit hangs on each tree during the jackfruit season. Which fascinates the visitors. If you wish, you can easily get the taste of Gazipur district jackfruit subject to the permission of the resort authorities. There are also guava orchards and litchi orchards. There are seating areas to enjoy the beauty of the gardens. Where you can spend a beautiful afternoon sitting and chatting. It doesnt feel good to sit when you feel like it.

Then lets go to the paved dock of the resort. In the rainy season, you can reach the estuary of Turag by boat under the supervision of the resort authorities. Boat trips in the heart of Tarag will be quite a pleasure. You will see the life of the people on the banks of the river. Ananda Resort has special arrangements for newlyweds. So new couples can choose Ananda Resort for honeymoon without any hesitation. Ananda Resort is nicely decorated for leisure and honeymoon. All the modern conveniences have been ensured in the same way as the aesthetics of nature. Ananda Resort has a variety of plants and colorful flowers.

Which will bring peace to everyones mind. The rooms in the cottages are furnished with tasteful furniture, clean and open. Despite all this, there is no lack of surveillance by the authorities. There is uninterrupted security. Power system has been ensured through own generator. Ananda Resort & Park has a state-of-the-art air-conditioned restaurant cum conference center. For this, ancillary facilities including sound system have been ensured. There is also a buffet. If you order in advance, you can also get the menu of your favorite food. Ananda Resort & Park has three separate picnic spots. Each spot is arranged aesthetically.

The flowers around and the green grass in the field will bring a wave of joy to the mind at the moment. You can play on the field in different types of games. While visiting Ananda Resort and Park, the tender-hearted children also got excited. There are swing chairs for children. Where 18 people can sit together and enjoy a different kind of thrill.

Ananda Resort has 6 cottages. Each cottage is air conditioned. A cottage has two master bed rooms. Family- The family can take a whole cottage with children. Couples can take a room in any cottage. The scaffolding of the room is also within reach. Each room has satellite connection with LCD TV, cupboard, dressing table, bathroom geyser, double sofaset, tea table and all modern facilities for overnight stay.

 

Address :
Dhaka :

 

Mobile : 01673118028, 0171231054, Phone : 9125778 Email:anandapark@gmail.com ,
www.anandaresort.com.bd

Park :

 

 

Information Provided By :

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd