Welcome Guest | Login | Signup


Aurunima Resort | Narail
Untitled Document
 
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

 

Aurunima Resort Golf Club
.

ঐতিহ্যবাহী একটি জেলা নড়াইলে গড়ে উঠেছে দেশের একমাত্র এগ্রো-ইকো পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র অরুনিমা রিসোর্ট গলফ সেন্টার। বিশুদ্ধ খাবার, নির্মল বায়ু, সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামে ৬০ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে অরুনিমা রিসোর্ট সেন্টার। এগ্রো-ইকো ট্যুরিজমের একটি উৎকৃষ্ট উদাহরণ এ রিসোর্ট।

ফুল, পাখি এবং বৃক্ষ অরুনিমার অন্যতম আকর্ষণ। শীতকালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। অরুনিমা রিসোর্টে শুধু শীত মৌসুমে নয়, সারা বছর জুড়েই পাখির মেলা থাকে। সবুজ গাছের শাখায় কিংবাজল টলমল লেকেই সারাদিন চলে পাখির অবাধ উড়াউড়ি। সবুজ প্রকৃতি পাখিদের মুগ্ধ করে রেখেছে। এখানে আছে ১৪শ প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষের সমাহার। মেহগনির বাগান এবং ঝাউবন অরুনিমাকে দিয়েছে একখণ্ড সবুজ বনানীর সৌন্দর্য। রিসোর্ট জুড়ে আছে বর্ণিল ফুলের বাগান‌। বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি ফুলের গাছ অরুনিমার সৌন্দর্য যোগ করেছে।

অরুনিমায় অবকাশ যাপন মানে প্রকৃতির নির্মলকোলে আনন্দময় দিনযাপন। অরুনিমা ছায়া ঘেরা উদ্যান নান্দনিক প্রকৃতিই নয় ধারণ করে আছে বাঙালির ঐতিহ্য‌ও। এখানে রয়েছে বিভিন্ন গ্রামীন উপকরণ যেমন-ঢেঁকি, হুক্কা, কোচ,  পোলো, গরুর গাড়িসহ আরও অনেক কিছু। শহরের নতুন প্রজন্মের কাছে গ্রামীনের উপকরণ অচেনা একটি বিষয়। অরুনিমা তাদের গ্রামীণ ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যও  আয়োজন আছে।

প্রকৃতির এ আয়োজনে আরো যোগ হয়েছে আরামদায়ক, স্বাচ্ছন্দ্যময় থাকা, খাওয়ার সু-ব্যবস্থা। অরুণিমায় নির্মিত হয়েছে বিভিন্ন টাইপের ৩৫টি  কটেজ। কুঁড়ে ঘরের আদলে সম্পূর্ণ কাঠের তৈরি এসব কটেজে আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। রুচিশীল সব আসবাবপত্রে সজ্জিত এসি/ নন এসি প্রতিটি রুম‌ই চমৎকার। আছে ২ রুম বিশিষ্ট একটি ভাসমান কটেজ। দেশি-বিদেশি চমৎকার স্বাদের খাবার নিয়ে পরিচালিত হচ্ছে অরুনিমার দ্বীপ রেস্টুরেন্ট। অভিজ্ঞ শেফ দ্বারা প্রস্তুত এ রেস্টুরেন্টের খাবার সুস্বাদু এবং মানসম্মত। বারবিকিউর সুবিধাও রয়েছে অরুনিমায়। খেলাধুলায় অনেক আয়োজন রয়েছে এখানে। তবে অরুনিমা সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে গলফ কোর্স। নাইট হোল সিক্সপার গলফ কোর্সটি দেশি-বিদেশি খেলোয়াড়দের দারুণভাবে আকৃষ্ট করেছে। নৌকা ভ্রমণ এবং বড়শি দিয়ে মাছ নৌ-ভ্রমণ অনেক আনন্দদায়ক। নৌ ভ্রমণকারীদের জন্য আছে লাইফবোট, ডিনার বোটএবং প্যাডেল বোট।

এ পর্যটন কেন্দ্রে ৭০ জনের সেমিনার কনফারেন্স এর ব্যবস্থা আছে। ১০০ জনের আবাসিক সুবিধাসহ ট্রেনিং এর ব্যবস্থা। বর্তমানে অরুনিমা থেকে মাত্র ৫ মিনিট দূরত্বে ন্যাচার বেইসড পার্ক প্রতিষ্ঠার কাজ চলছে

 

Arunima Resort Golf Center, the only agro-eco-friendly tourist destination in the country, has sprung up in Narail, a traditional district. Arunima Resort Center has been established on 60 acres of land in Panipara village of Kalia upazila of Narail with the promise of clean food, clean air and good health. The resort is an excellent example of agro-eco-tourism.

Flowers, birds and trees are one of the attractions of Arunima. In winter, different parts of Bangladesh become famous for the chirping of guest birds. Arunima Resort hosts bird fairs not only during the winter season but throughout the year. Birds fly freely all day in Kingbajal Tolmol Lake on the branches of green trees. The green nature has fascinated the birds. There is a combination of 1400 species of fruit, forest and medicinal trees. The mahogany garden and Zhaoban have given Arunima the beauty of a piece of green forest. There are colorful flower gardens all over the resort. Different species of domestic and foreign flowering plants have added to the beauty of Arunima.

Vacation in Arunima means a happy day in the pure lap of nature. The garden surrounded by the shade of Arunima contains not only the aesthetic nature but also the Bengali tradition. There are various rural materials such as dhemki, hookah, coach, polo, bullock cart and many more. Grameens materials are unfamiliar to the new generation in the city. Arunima also has arrangements to introduce them to the rural heritage.

This arrangement of nature has added more comfort, ease, well-arranged food. Arunima has built 35 cottages of different types. All modern facilities have been ensured in these cottages made entirely of wood in the form of huts. Each room with AC/Non-AC furnished with tasteful furniture is excellent. There is a floating cottage with 2 rooms. Arunimas Island Restaurant is being run with excellent local and foreign delicacies. The food at this restaurant, prepared by experienced chefs, is delicious and quality. Arunima also has barbecue facilities. There are many sports events here. But the biggest attraction of Arunima is the golf course. The Night Hole Sixper Golf Course has attracted a large number of local and foreign players. Boat trips and fishing with fishing rods are very enjoyable. For boaters there are lifeboats, dinner boats and paddle boats.

The tourist center has a seminar conference for 60 people. Arrangement of training with residential facilities for 100 people. At present, work is underway to establish a nature based park just 5 minutes away from Arunima

 

Address :
Dhaka :

 

 

Park :
Panipara, Joynagar, Kania, Narail. Mobile:01922233311, 01958339132
Web: www.arunimaresort.com
arunimaresortgolfclub@gmail.com

 

Information Provided By :

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd