Welcome Guest | Login | Signup


Barsa Resort | Satkhira
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  

.

Barsa Resort
.

সুন্দরবন ভ্রমণে মূলত দুটি রুট ব্যবহার করা হয়।  খুলনা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা দিয়ে। আর সাতক্ষীরা রেঞ্জের মধ্যেই পশ্চিম সুন্দরবনের অবস্থান। পশ্চিম সুন্দরবনই হচ্ছে মূলত গভীর এ পথেই  সুন্দরবন ভ্রমণে বেশি আগ্রহী পর্যটকরা। সুন্দরবন ভ্রমণে  বেশি আগ্রহী পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে শ্যামনগর উপজেলার চুন করি নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ। বরসা রিসোর্ট। ২০১১ সালে ৩০ বিঘা জমির উপর নিমার্ণ করা হয়েছে রিসোর্টটি। চুনকুরি নদীর পাড়ে রবসা রিসোর্ট বসে ছুটে চলা নদী জোয়ার ভাটার সংমিশ্রণ দেখার এক অপূর্ব সুযোগ। জোয়ারের পানির কলকল আওয়াজ আর শীতের সন্ধ্যায় ঝিরিঝিরি বাতাসের আবেগময় আবেশে আপনি হারিয়ে যাবেন সুন্দরবনের গহীনে।


রাতের আকাশে রুপালী চাঁদ, বন থেকে ভেসে আসা মায়াবী পাখির  ডাক - বরসা রিসোর্ট অবকাশ যাপনে ভিন্ন মাত্রা যোগ করবে। ভ্রমণ পিয়াসী মানুষ ভ্রমণের ক্ষেত্রে দুটি জিনিসকে বেশি প্রধান্য দিয়ে থাকে। সেটা হচ্ছে প্রকৃতি পরিবেশ এবং আবাসন ব্যবস্থাকে। এ ক্ষেত্রে বরসা রিসোর্ট হতে পারে অবকাশ যাপনের জন্য চমৎকার একটি স্থান। সুন্দরবন ভ্রমণ ও সুন্দরবনের কোল ঘেঁষে বাংলাদেশের একমাত্র রিসোর্ট হচ্ছে বরসা রিসোর্ট। সুন্দরবন ভ্রমণ শেষে বরসা রিসোর্টের আতিথেয়তা গ্রহণ করে থাকেন।


বরসা রিসোর্টে অবকাশ যাপনের জন্য রয়েছে চমৎকার সব আয়োজন। এ রিসোর্টের তিন ভবনে মোট রুম রয়েছে ২০টি আছে এসি রুম ও নন এসি রুমের সুবিধা। প্রতিটি রুমই  সাজানো হয়েছে রুচিশীল ও নান্দনিক আসবারপত্র দ্বারা। রুমে রয়েছে ত্র্যাটাডে বাথরুম,ইন্টারকম,  সেফটি ডিপোজিট বেল, ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা, মাল্টিকালার টেলিভিশন,জরুরী প্রয়োজনে ডাক্তার কলিং সুবিধা রাখা হয়েছে। আর রিসোর্ট থেকে কাঠের ব্রিজ দিয়ে হেঁটে কাটতে পারেন একটি বিকাল।

ব্রিজের সাথে রয়েছে বসার জন্য ৮ টি উডেন কটেজ সেখানে বসে  সুন্দরবনের প্রকৃতি ও খোলা হওয়া উপভোগ করা যায়। বরসা রিসোর্ট কয়েক দিনের অবকাশ যাপনে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির অন্য কোন ভুবনের আর ভ্রমণের  সাথে সাথে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলো তাদের বাৎসারিক কনফারেন্স ও সেরে নিচ্ছে স্বাচ্ছন্দ্যে। বরসা রিসোর্টের বাউন্ডারির মধ্যে  খোলামাঠে বাৎসারিক কনফারেন্স সেমিনার, ডিলার  ইনসেনটিভ প্রোগ্রামসহ নানা ধরণের আয়োজন করা যায়।  এসব অনুষ্ঠান করার সব রকম সুবিধা রয়েছে বরসা রিসোর্ট। যেমন - আধুনিক মাল্টিমিডিয়া প্রোজেক্টর,বরসা রিসোর্ট অবকাশ যাপন করে চিন্তা নেই খাবার নিয়ে।এখানে রয়েছে নিজস্ব রেষ্টুরেন্ট।

 

 

 

 

 

 

 

There are basically two routes used in Sundarbans travel. With Shyamnagar upazila of Khulna and Satkhira districts. The western Sundarbans is located in the Satkhira range. The western Sundarbans is the main tourist destination for the Sundarbans. Considering the convenience of tourists who are more interested in visiting the Sundarbans, modern facilities have been developed along the banks of the Chun Kori river in Shyamnagar upazila. Bursa Resort. The resort was built on 30 bighas of land in 2011. Rabsa Resort on the banks of the Chunkuri River is a wonderful opportunity to see the confluence of the tidal river. You will be lost in the depths of the Sundarbans with the murmur of the tidal water and the emotional obsession of the breeze on a winter evening.

The silver moon in the night sky, the call of the magic bird floating from the forest - Barsa Resort will add a different dimension to the holiday. Travel enthusiasts tend to prioritize two things when it comes to travel. That is the nature of the environment and the housing system. In this case, Barsa Resort can be a great place to relax. Bursa Resort is the only resort in Bangladesh that is close to the Sundarbans. At the end of the Sundarbans tour, Barsa resorted to hospitality.

Barsa Resort has all the nice arrangements for a holiday. The resort has a total of 20 rooms in three buildings with 20 AC rooms and non-AC rooms. Each room is decorated with tasteful and aesthetic furniture. The room has a bathroom, intercom, safety deposit bell, 24-hour electricity, multicolor television, and emergency doctor calling. And from the resort you can spend an afternoon walking along the wooden bridge.

There are 6 wooden cottages for sitting along the bridge. You can sit there and enjoy the nature and openness of the Sundarbans. Bursa Resort You will get lost in a few days of vacation and travel to another world of nature. Within the boundaries of Bursa Resort, various types of open conference seminars, dealer incentive programs can be organized in the open field. Barsa Resort has all the facilities to hold these events. For example - modern multimedia projector, Bursa Resort, no worries about food while vacation. It has its own restaurant.

 


Address :
Dhaka :

 

 

Mobile : 01765012438, Emai:linfo@barsaresortbd.com
www.barsaresortbd.com

Park :

 

 

Information Provided By :

 

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd