Welcome Guest | Login | Signup


Fantasy Island, Uttara
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Fantasy Island
.

রাজধানীর উত্তরায় গড়ে উঠেছে অত্যাধুনিক অ্যামিউজমেন্ট পার্ক-ফ্যান্টাসি আইল্যান্ড। বিশেষ করে উত্তরা এবং এর আশেপাশের এলাকায় বাসিন্দাদের বিনোদনের যে কমতিটুকু ছিল ফ্যান্টাসি আইল্যান্ড তা পূরণে সচেষ্ট হবে । ২০১৫ সালে বাসন্তির দিনে যাত্রা শুরু করেছিল নতুন পার্ক ফ্যান্টাসি আইল্যান্ড। রাজধানীর উত্তরা এবং সেই সংলগ্ন মানুষের কথা মাথায় রেখেই মূলত এই পার্কের উদ্বোধন ।

১৪টি রাইড নিয়ে ৩ একর জমির উপর পথচলা শুরু করে ফ্যান্টাসি আইল্যান্ড । আছে ছোট বড় সবার চড়ার সুযোগ । তবে শিশুদের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে রাইডগুলো । ইতোমধ্যে ফ্যান্টাসি আইল্যান্ড এ যোগ হয়েছে আরও মজার মজার রাইড সংযোজনের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের । লেডি বাগ, রোলার কোস্টারের মতো কমন রাইডের পাশাপাশি জানজি জাম্প , পেন্ডুলাম, স্যুইং কারের মতো কমন রাইডের সমাহার ঘটেছে। এছাড়া আছে ফ্রগ জাম্প, ওয়াটার মেলন, মেরি গো ফ্যান্টাসি, প্যারাট্রপার, ফ্যান্টাসি কার, অক্টোপাস, বাম্পার কার, মিনি রেলসহ  আরও অনেক মজাদার রাইড।

পার্কের মাঝামাঝি স্থাপিত হয়েছে একটি ফিঙ্গার ফুড কর্ণার। স্পাইরাল ফিপস, পপকর্ণের মতো খাবার পাওয়া যায় এখানে । রয়েছে ৫ হাজার স্কয়ার মিটারের ফুড জোন। যোগ হচ্ছে ভিন্নধর্মী অডিটোরিয়াম, সুইমিংপুল, ইনডোর গেমস এবং ম্যাজিক ও পাপেট শো ।

পার্কে এন্টি ফি ২০০ টাকা । এছাড়া বিভিন্ন রাইড থাকছে ৩০ থেকে ১০০ টাকার মধ্যে । প্রতিবন্ধি শিশুদের জন্য রয়েছে ফি চার্জ প্যাকেজ।
কীভাবে যাবেন: যারা উত্তরার বাইরে থেকে নিজ গাড়িতে চড়ে আসতে চান তাদের হাউজ বিল্ডিং থেকে সোনারগাঁও জনপদ ধরে পশ্চিম দিকে আসতে হবে । সোজা খালপাড় ব্রিজ পার হয়ে হাতের বাম পাশে পড়বে ফ্যান্টাসি আইল্যান্ড। স্থান উত্তরা ১৫ নং সেক্টর । ব্যক্তিগত গাড়ি যাদের নেই তারা হাউজ বিল্ডিং থেকে রিঙ্গা অথবা খালপাড় পর্যন্ত টেম্পো করে সহজেই ফ্যান্টাসি আইল্যান্ড আসতে পারবেন ।

 

 

 

 

 

 

 

A state-of-the-art amusement park-Fantasy Island has been set up in Uttara of the capital. Fantasy Island will try to make up for the lack of entertainment, especially in Uttara and its environs. The new park Fantasy Island started its journey on Basanti Day in 2015. The inauguration of this park is mainly keeping in mind the people of Uttara and the adjoining areas of the capital.

Fantasy Island started its journey on 3 acres of land with 14 rides. There is an opportunity for everyone, big or small, to climb. However, the rides have been arranged keeping in mind the children. Authorities already have plans to add more fun rides to Fantasy Island. Common rides like Lady Bug, Roller Coaster as well as Common Rides like Janji Jump, Pendulum, Swing Car have happened. There are also many more fun rides including Frog Jump, Water Melon, Mary Go Fantasy, Paratrooper, Fantasy Car, Octopus, Bumper Car, Mini Rail.

A finger food corner has been set up in the middle of the park. Foods like Spiral Fips, Popcorn are available here. There is a food zone of 5 thousand square meters. Adding a variety of auditoriums, swimming pools, indoor games and magic and puppet shows.

Anti fee in the park is 200 rupees. Besides, there are different rides for 30 to 100 rupees. There is a fee charge package for children with disabilities.

How to get there: Those who want to get in their car from outside Uttara have to come west from the house building along Sonargaon. Fantasy Island will fall straight to the left hand side after crossing the Khalpar Bridge. Location Uttara 15th Sector. Those who do not have a private car can easily come to Fantasy Island by tempo from the house building to Ringa or Khalpar.

 

Address :
Dhaka :

 

 

 

Park :

Information Provided By :

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd