Welcome Guest | Login | Signup


Jamuna Nature Park and Picnic Spot | Savar
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Jamuna Nature Park and Picnic Spot
.

ঢাকার অদূরে সাভারের বলিয়ারপুরে গড়ে উঠেছে যমুনা নেচার পার্ক ও পিকনিক স্পট । ফুল এবং বৃক্ষের অপূর্ব সমারোহে অত্যাধুনিক রাইড সমৃদ্ধ যমুনা ন্যাচারাল পার্ক ও পিকনিক স্পটে সব বয়েসি মানুষ যেতে পারেন। বিশেষ করে শিশুদের জন্য এ পার্ক দারুন । পার্কের পরতে পরতে পাওয়া যাবে সুরুচির পরিচয় । দেশি- বিদেশি নানান ফুলের সমারোহ পার্কটিকে করে তুলেছে বর্ণিল । পুরো পার্ক জুড়েই রয়েছে শৈল্পিক ছোয়া ।

নান্দনিকতা তাই দুচোখে বুনে দেয় অবাক বিস্ময় । নানান প্রাণীর ভাস্কর্য সমূহ- বাঘ, হরিণ, জিরাপ, হাতি, জলপরি, ডাইনোসর জেব্রা আরও কত কী! ইচ্ছে করলে এসব ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে মজার মজার ছবিও তুলতে পারেন । ইতোমধ্যে যমুনা ন্যাচারাল পার্কে যোগ হয়েছে অত্যাধুনিক কিছু রাইড । মনোরেল, ওয়ান্ডার হুইল, হানি সুইং, মেরি গো রাউন্ড, সোয়ান অ্যাডভেঞ্চার, ক্যাবল কার, ডিসি ট্রেন, সুপার চেয়ার, কিডি রাইড সহ আরও চমকপ্রদ আয়োজন । প্রত্যেকটি রাইডই আপনাকে নিয়ে যাবে বিনোদন, অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চের অনন্য এক জগতে । জল টলমলে পুকুরে আছে প্যাডেল বোটে করে নৌ ভ্রমণের সুযোগও ।

যমুনা ন্যাচারাল পার্কের পুকুর ঘিরে তৈরি করা হয়েছে মোনোরেলের রাস্তা । রাস্তায় বিশাল হাঁকরে আছে এক বিশাল দৈত্য । দৈত্যের অভ্যন্তরে অন্ধকার টানেল । বেশ ভয় জাগানিয়া । দৈত্যের চোখ যখন জ্বল জ্বল করে জ্বলতে থাকে তখন বেশ ভয়ই লাগে । রাইডটি ভয়ের হলেও বেশ মজার । বেড়ানোর পাশাপাশি যমুনা ন্যাচারাল পার্ক এর পিকনিক স্পটে আয়োজন করা যায় পিকনিক, জন্মদিন, বিবাহ, কনফারেন্সসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান । প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পার্ক খোলা থাকে । প্রবেশ টিকেট প্রতিজন ৫০ টাকা ।

প্রত্যেকটি রাইডের জন্য আলাদা মূল্য পরিশোধ করতে হয় । মনোরেল, ওয়ান্ডার হুইল ২০ টাকা, সুইং, মেরি গো রাইন্ড, ভয়েজার ডিসি ট্রেন, সুপার চেয়ার, কিডি রাইডস-এই রাইডগুলোর টিকেট মূল্য ২০ টাকা । প্যাডেল বোট, ক্যাবল কার, নৌকা ভ্রমনের জন্য ৫০ টাকা । পার্কে স্টেজ, ম্যাট, চেয়ার, টেবিল, সাউন্ড বক্স, ডেকোরেশন, ডেকোরেশনের যাবতীয় সুব্যবস্থা রয়েছে । পাবেন দেশি বিদেশি মানসম্মত রকমারি খাবারের নিশ্চয়তা । যমুনা ন্যাচারাল পার্ক ঢাকার বিনোদনের এক নতুন রাজ্য । চলুন না এ রাজ্য থেকে একা সপরিবারে কিংবা সবান্ধবে ঘুরে এসে জীবন খাতায় যোগ করি রোমঞ্চকর কিছু সময় ।

 

 

 

 

 

 

 

Jamuna Nature Park and Picnic Spot has been set up at Boliyarpur in Savar near Dhaka. People of all ages can visit the Jamuna Natural Park and Picnic Spot, which is rich in sophisticated rides with a spectacular display of flowers and trees. This park is great especially for children. Elegant identity can be found in the park. Domestic and foreign flowers have made the park colorful. There is an artistic touch throughout the park.

Aesthetics is therefore woven with two eyes. Sculptures of various animals - tigers, deer, giraffes, elephants, mermaids, dinosaurs, zebras and many more! If you wish, you can stand in front of these sculptures and take funny pictures. Some sophisticated rides have already been added to the Jamuna Natural Park. More amazing arrangements including Monorail, Wonder Wheel, Honey Swing, Merry Go Round, Swan Adventure, Cable Car, DC Train, Super Chair, Kiddie Ride. Each ride will take you to a unique world of entertainment, adventure and adventure. There are also opportunities for paddle boat trips in the shaky ponds.

A monorail road has been constructed around the pond of Jamuna Natural Park. There is a huge monster in the street. Dark tunnel inside the monster. Quite frightening. It is quite frightening when the eyes of the monster are burning brightly. The ride is scary but quite funny. In addition to sightseeing, any social event including picnic, birthday, wedding, conference can be organized at the picnic spot of Jamuna Natural Park. The park is open every day from 9 am to 6 pm. Admission ticket is 50 rupees each.

A separate price has to be paid for each ride. Monorail, Wonder Wheel 20 Taka, Swing, Mary Go Ride, Voyager DC Train, Super Chair, Kiddy Rides - Tickets for these rides are 20 Taka. 50 rupees for paddle boat, cable car, boat trip. The park has stage, mats, chairs, tables, sound boxes, decorations, all the facilities of decoration. You will get the assurance of a variety of local and foreign quality food. Jamuna Natural Park is a new state of entertainment in Dhaka. Lets not leave this state alone with family or relatives and add some exciting time to our life book.

 

Address :
Dhaka :

 

 

Park :

 

 

Mobile : 01627745281, 01627745281, 01627745282, Phone : 9012454
Email : jamunanaturalpark@gmail.com
www.jamunanaturalpark@gmail.com

Information Provided By :

 

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd