Welcome Guest | Login | Signup


Jamuna Resort | Tangail
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

 

Jamuna Resort
.

নদী বিধৌত বাংলাদেশ যমুনা অন্যতম একটি নদী। টাঙ্গাইলে নদীর উপর নির্মিত হয়েছে দেশের বৃহত্তম সেতু। এ সেতুর পূর্ব প্রান্তে অত্যাধুনিক অবকাশ কেন্দ্র যমুনা রিসোর্ট।

১২০০০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত রিসোর্টটির প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিতো বটেই, পাশাপাশি আধুনিকসব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। পারিবারিক ভ্রমণ, কর্পোরেট ভ্রমণ কিংবা কর্পোরেট মিটিং, সেমিনার এবং পিকনিকের জন্য যমুনা রিসোর্ট আদর্শ।

সবুজ গাছগাছালি এবং ফুলের বাগানের মাধ্যমে যমুনা রিসোর্টকে বর্ণাঢ্যভাবে সাজানো হয়েছে। হাজারো বৃক্ষের সমাবেশ রিসোর্টটিকে করেছে সবুজময় এবং মনোরম। সব মিলিয়ে নিরিবিলি এবং শান্ত এক পরিবেশ যেখানে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন।

আরামদায়ক আবাসন একটি ভালো রিসোর্ট এর প্রথম শর্ত।। যমুনা রিসোর্ট এ শর্ত পূরণ করেছে। অবকাশ যাপনের জন্য এখানে রয়েছে সবুজ গাছ-গাছালিবেষ্টিত কিছু কটেজ। যাবতীয় সুযোগ-সুবিধা সম্পন্ন বিভিন্ন কটেজ, স্যুইটস এবং ডিলাক্স রুমে একই সঙ্গে ২৫০জন অতিথির আবাসন ব্যবস্থা রয়েছে। দামি আসবাবপত্রসজ্জিত প্রতিটি রুম অতিথিদের খাবার-দাবারের ক্ষেত্রে এ রিসোর্টেতে রয়েছে বিশেষ ব্যবস্থা। মাল্টি-কুইজিন রেস্টুরেন্টে পাওয়া যাবে দেশ বিখ্যাত বিদেশের মুখরোচক অনেক খাবার।

কর্পোরেট ক্লায়েন্টরা ইচ্ছে করলেই চাহিদামতো আইটেম বানিয়ে নিতে পারেন। এখানে আছে যমুনা বার। বাগানের পাশে বার বি কিউ ডিনারের ব্যবস্থা এবং ফাস্ট ফুড, লাঞ্চের সুবিধা। মানসম্মত এসব খাবারের দাম হাতের নাগালে। বিভিন্ন কোম্পানী বা প্রতিষ্ঠানের অনুষ্ঠান আয়োজনের জন্য যমুনা রিসোর্টে রয়েছে বেশকিছু সুবিধা। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাই এখানে নিশ্চিন্তে কর্পোরেট সম্মেলন, বার্ষিক সভা, সেমিনারের আয়োজন করতে পারেন। যমুনা রিসোর্টে রয়েছে বেশকিছু খেলাধুলার সুবিধা। যেমন-টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল, ক্রিকেট খেলার পাশাপাশি রয়েছে কিছু ইনডোর গেমস -স্নোকার, টেবিল টেনিস এবং পুল টেবিল। ইচ্ছে করলে যমুনা রিসোর্টর সুইমিংপুলে কাটাতে পারেন সাঁতার। ফিটনেস সেন্টারে আছে শরীর চর্চার যাবতীয় ইকুইপমেন্ট।
 
যমুনা রিসোর্ট এর পাশেই যমুনা নদী। নদীতে রয়েছে নৌ ভ্রমণের সুবিধাও। শিশুদের জন্য আছে কিডস কর্নার। যমুনা রিসোর্টৈর নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করা হয়েছে নানান প্রজাতির গাছ-গাছালি পরিবেষ্টিত একটি পিকনিক স্পটে। ৪0 থেকে ১০০০ জন অতিথি এখানে পিকনিক করতে পারবেন। পিকনিক স্পটে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইড এবং খেলাধুলার সু-ব্যবস্থা। আর পিকনিক মেনুতে রয়েছে আকর্ষণীয় সব খাবার। সম্প্রতি যমুনা রিসোর্ট এর পাশে যমুনা আনন্দ পার্ক নামে একটি এ্য‌‌মিউজমেন্ট পার্কও প্রতিষ্ঠা করা হয়েছে। এ পার্কে রয়েছে আকর্ষণীয় কিছু রাইড। রিসোর্টের অতিথিরা নবনির্মিত এ পার্কে ঘুরেও আনন্দ পেয়ে থাকেন। এছাড়া যমুনা রিসোর্টে বিভিন্ন সময় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

River Jamuna is one of the rivers in Bangladesh. The countrys largest bridge has been built over the river at Tangail. At the eastern end of the bridge is the state-of-the-art leisure center Jamuna Resort.

Established on 12,000 bighas of land, the resort has a natural beauty as well as modern amenities. Jamuna Resort is ideal for family trips, corporate trips or corporate meetings, seminars and picnics.

The Jamuna Resort is beautifully decorated with lush greenery and flower gardens. The gathering of thousands of trees has made the resort green and picturesque. All in all a secluded and quiet environment where tourists can travel without any hindrance.

Comfortable accommodation is the first condition of a good resort. Jamuna Resort has fulfilled this condition. There are some lush green cottages here for leisure. The well-equipped cottages, suites and deluxe rooms accommodate up to 250 guests at a time. The resort has special arrangements for catering guests in each room furnished with expensive furniture. In the multi-cuisine restaurant you can find many delicious dishes of the country famous abroad.

Corporate clients can make items on demand if they wish. Here is the Jamuna Bar. Bar BQ dinner arrangement next to the garden and fast food, lunch facilities. The price of these quality food is within reach. Jamuna Resort has several facilities for organizing events of different companies or organizations. Corporate organizations can therefore safely host corporate conferences, annual meetings, seminars here. The Jamuna Resort has several sports facilities. In addition to playing tennis, basketball, badminton, volleyball, football, cricket, there are some indoor games - snooker, table tennis and pool table. If you wish, you can swim in the swimming pool of Jamuna Resort. The fitness center has all the exercise equipment.

The river Jamuna is next to the Jamuna Resort. There are also facilities for boat travel on the river. There is a Kids Corner for children. The Jamuna Resort has been set up under its own supervision at a picnic spot surrounded by various species of trees and plants. 40 to 1000 guests can picnic here. The picnic spot has a variety of rides and sports facilities for children. And the picnic menu has all the interesting dishes. Recently, an amusement park called Jamuna Ananda Park has also been set up next to Jamuna Resort. There are some interesting rides in this park. Guests at the resort also enjoy a tour of the newly built park. Besides, various cultural programs are organized at Jamuna Resort at different times.

 

Address :
Dhaka :

 

 

Mobile : 01715852991

Email :

www.

Park :

Information Provided By :

 

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd