কক্সবাজার থেকে ২৩ কিলোমিটার দক্ষিণে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ইনানী সৈকত, যার একপাশে পাহাড় অন্যপাশে সৈকত। সৈকতের সৌন্দর্যকে উপভোগ করতে কোলাহলমুক্ত পরিবেশে গড়ে উঠেছে পেবল স্টোন সী রিসোর্ট (প্রা:) লিমিটেড।
ইনানী সাগর সৈকত উখিয়া কক্সবাজারে এটি প্রথম পর্যটকদের বিনোদন। প্রত্যাশা অনুযায়ীই এটা নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে রিসোর্ট পরিচালনা করা হয়। এখানে ১৬ টি বিশেষ ও ৫টি সাধারণ মানের রুম রয়েছে। প্রতিটি রুমের সংগে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ প্রশস্ত বিছানা, টেলিভিশন, সোফা, সুসজ্জিত সংযুক্ত টয়লেট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। প্রতিটি রুমের সঙ্গে রয়েছে একটি বারান্দা যা সমুদ্রের অপার সৌন্দর্য দেখতে ও সমুদ্রের গর্জন শুনতে সাহায্য করে। এমনকি প্রতিটি রুমের বিছানায় সমুদ্রের অপার সৌন্দর্য ও সূর্যাস্ত অবলোকন করা যায়।
পেবল রিসোর্ট ক্যাম্পাসের মধ্যেই রয়েছে একটি দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট। এখানে থেকেও সমুদ্রের দূর পাহাড়ের সৌন্দর্য দেখা যায়। এই রেষ্টুরেন্টে দেশি-বিদেশি খাবারের পাশাপাশি প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায়। এছাড়া রয়েছে বিচ চেয়ার, ছাতা ও দোলনা, খেলাধুলার জন্য আছে ব্যাডমিন্টন, বিচ ভলিবলের ব্যবস্থা এবং বাচ্চাদের খেলাধুলার সামগ্রী। পারিবারিক পিকনিক, অনুষ্ঠান বা সেমিনারের জন্য ও সম্পূর্ণ ক্যাম্পাস ভাড়া দেয়া হয় ।
বর্ষাকালে পেবল স্টোন সী রিসোর্টে আসলে অন্য রকম প্রাকৃতিক সৌন্দর্য ও উত্তাল সাগর উপভোগের জন্য রয়েছে চমৎকার সুযোগ। জেলেদের মাছ ধরা, জাল থেকে মাছ ছড়ানো এবং নদী-সাগর পাহাড়ের মিলন মেলার নানা দৃশ্য দর্শন এখান থেকে উপভোগ করা যায়। পেবল স্টোন সী রিসোর্টে রয়েছে কফি কর্নার, দোলনা, বারবিকিউ, গাড়ি পার্কিংসহ নানাবিধ সুবিধা।
কক্সবাজার থেকে ২৩ কিলোমিটার দক্ষিণে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ইনানী সৈকত, যার একপাশে পাহাড় অন্যপাশে সৈকত। সৈকতের সৌন্দর্যকে উপভোগ করতে কোলাহলমুক্ত পরিবেশে গড়ে উঠেছে পেবল স্টোন সী রিসোর্ট (প্রা:) লিমিটেড।
ইনানী সাগর সৈকত উখিয়া কক্সবাজারে এটি প্রথম পর্যটকদের বিনোদন। প্রত্যাশা অনুযায়ীই এটা নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে রিসোর্ট পরিচালনা করা হয়। এখানে ১৬ টি বিশেষ ও ৫টি সাধারণ মানের রুম রয়েছে। প্রতিটি রুমের সংগে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ প্রশস্ত বিছানা, টেলিভিশন, সোফা, সুসজ্জিত সংযুক্ত টয়লেট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। প্রতিটি রুমের সঙ্গে রয়েছে একটি বারান্দা যা সমুদ্রের অপার সৌন্দর্য দেখতে ও সমুদ্রের গর্জন শুনতে সাহায্য করে। এমনকি প্রতিটি রুমের বিছানায় সমুদ্রের অপার সৌন্দর্য ও সূর্যাস্ত অবলোকন করা যায়।
পেবল রিসোর্ট ক্যাম্পাসের মধ্যেই রয়েছে একটি দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট। এখানে থেকেও সমুদ্রের দূর পাহাড়ের সৌন্দর্য দেখা যায়। এই রেষ্টুরেন্টে দেশি-বিদেশি খাবারের পাশাপাশি প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায়। এছাড়া রয়েছে বিচ চেয়ার, ছাতা ও দোলনা, খেলাধুলার জন্য আছে ব্যাডমিন্টন, বিচ ভলিবলের ব্যবস্থা এবং বাচ্চাদের খেলাধুলার সামগ্রী। পারিবারিক পিকনিক, অনুষ্ঠান বা সেমিনারের জন্য ও সম্পূর্ণ ক্যাম্পাস ভাড়া দেয়া হয় ।
বর্ষাকালে পেবল স্টোন সী রিসোর্টে আসলে অন্য রকম প্রাকৃতিক সৌন্দর্য ও উত্তাল সাগর উপভোগের জন্য রয়েছে চমৎকার সুযোগ। জেলেদের মাছ ধরা, জাল থেকে মাছ ছড়ানো এবং নদী-সাগর পাহাড়ের মিলন মেলার নানা দৃশ্য দর্শন এখান থেকে উপভোগ করা যায়। পেবল স্টোন সী রিসোর্টে রয়েছে কফি কর্নার, দোলনা, বারবিকিউ, গাড়ি পার্কিংসহ নানাবিধ সুবিধা।