Welcome Guest | Login | Signup


Shohag Palli | Gazipur
Untitled Document

Picnic Spot and Resort of Bangladesh
.
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Shohag Palli
.

সোহাগ পল্লী । অত্যাধুনিক এ পিকনিক স্পট ও রিসোর্টের অবস্থান গাজীপুরের কালামপুর । গাজীপুর চন্দ্রা নেমে রিসোর্টের পথ ধরতে হয় । সাথে গাড়ি থাকলে তো কথাই নেই, গাড়ি না থাকলে ভ্যান, সিএনজি কিংবা মোটর সাইকেলে চড়ে রিসোর্টে যাওয়া যায় । রাস্তার দু’পাশে শালবন । সবুজ সৌন্দর্য এবং পাখ-পাখালির কুহু ডাক শুনতে শুনতে পৌঁছে যাবেন রিসোর্টে । রিসোর্টের প্রতিটি অংশই সাজানো হয়েছে সু-পরিকল্পিত ভাবে নির্মল অবকাশযাপন কিংবা আনন্দময় পিকনিকের জন্য তাই সোহাগ পল্লী বেছে নেয়া যায় নির্দ্বধায় ।

বেশ কটি সবুজ ঘাসময় মাঠ আছে এখানে । দেখলেই গড়াগড়ি খেতে ইচ্ছে করবে । গাছের সমাবেশতো আছে, রিসোর্ট জুড়ে আছে দেশি-বিদেশি নানান ফুলের গাছ । প্রায় সারা বছরই বর্ণিল ফুল ফুটে প্রজাতিরা খেলা করে । আর আছে পাখ-পাখালির মেলা । শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, পাশাপাশি আধুনিকতার মিশেল ঘটেছে এখানে । সব মিলিয়ে পারিবারিক ভ্রমণ, পিকনিক, কর্পোরেট মিটিং এর জন্য সোহাগ পল্লী অনন্য । রিসোর্টের এখানে ওখানে রয়েছে নানা প্রাণীর ভাস্কর্য, সিংহ, জিরাফ, বাঘ, গরুর গাড়ি আরও কত কী! ইচ্ছে করলে ভাস্কর্যগুলোর পাশে দাঁড়িয়ে ছবিও তুলতে পারেন ।

শুধু প্রাণীর ভাস্কর্য নয়, সোহাগ পল্লীর মিনি চিড়িয়াখানায় দেখতে পাবেন চমৎকার কটি হরিণ । সোহাগ পল্লীর অন্যরকম আকর্ষণ ছোট্ট টিলা, টিলার পাশে দাঁড়িয়ে আছে বিশাল জিরাপের ভাস্কর্য । টিলা জুড়ে আছে বিশাল এক রাক্ষুসে হা, ইচ্ছে করলে এ গুহার ভেতরে ঢুকতে পারেন, বেশ আডভেঞ্চার হবে । গুহার ও পাশে রয়েছে বিশাল এক মাকড়শার জাল ছড়িয়ে আছে গুহার মুখে । উঠতে পারেন টিলার ওপরেও । সেখানেও আরেক সৌন্দর্য অপেক্ষা করছে । টিলার ওপরে কলসী কাঁখে এক নারী দাঁড়িয়ে আছে । সেই কলসি থেকে পানি পড়ছে অনবরত । সব মিলিয়ে চমৎকার দৃশ্য মুগ্ধ করবে ।

সোহাগ পল্লীতে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে আছে চমৎকার বসার স্থানও । ছন দিয়ে তৈরি করা ছাতা সুদৃশ্য ঘরে বসে জিরিয়ে নিতে পারেন দু’ দন্ড । পাশাপাশি দৃষ্টি বোলান চারপাশে । ফুল বৃক্ষের সৌন্দর্য মুগ্ধ করবে । চমৎকার দুটি পুকুর আছে সোহাগ পল্লীতে । পুকুরের উপর আছে ঝুলন্ত ব্রিজও । আরও আছে প্যাডেল বোট । মন চাইলে বোট নিয়ে একার চক্করও দিতে পারেন । বাচ্চাদের জন্য সোহাগ পল্লীতে রয়েছে দোলনা, স্লিপার, ঐতিহ্যবাহী পালকীসহ বেশ কটি রাইড ।

দোলনাটি বেশ চমৎকার । বিশাল এক দৈত্য দু’হাতে ধরে রেখেছে দোলনাটা । বাচ্চারা মনের আনন্দে এসব রাইডে চড়ে মজা করতে পারে । খেলার মাঠে নানান ধরনের খেলার আয়োজন করা যেতে পারে । পিকনিক পার্টির রান্নাবান্নার জন্য রয়েছে রান্নাঘর । আনুষঙ্গিক সকল সুবিধাও । ৩০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত সোহাগ পল্লীতে রয়েছে অত্যাধুনিক আবাসন ব্যবস্থা । নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে এর কটেজ । প্রতিটি কটেজে আছে ২ টি বেডরুম, টিভি, ফ্রিজ, গ্রিজারস রুচিশীল আসবাব । এসি নন এসি রুম রয়েছে এখানে । আছে সর্বাক্ষনিক সার্ভিস ।

এছাড়াও সোহাগ পল্লীর আবাসন ব্যবস্থায় বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে । কর্পোরেট মিটিং কিংবা কনফারেন্স ব্যবস্থাও রয়েছে সোহাগ পল্লীতে । কনফারেন্স হলে এক সঙ্গে ১৫০ জন অংশ নিতে পারবে । আছে আনুষঙ্গিক সকল সুবিধা । সোহাগ পল্লীর রেস্টুরেন্টে পাওয়া যাবে বাংলা, চাইনিজ এবং থাই খাবার । চমৎকার ডেকোরেশনের রেস্টুরেন্ট থেকে উপভোগ করা যাবে বাইরের নান্দনিক দৃশ্যও । সোহাগ পল্লীর বিশাল মাঠে আয়োজন করা যায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের ।

কর্তৃপক্ষের এজন্য সবরকম সহযোগিতা দিতে প্রস্তুত । এছাড়া আছে চমৎকার একটি সুইমিংপুলও । সোহাগ পল্লীকে ঘিরে আছে সবুজ শ্যামল শালবন । বনের নিঝুম সৌন্দর্যও আপনাকে মুগ্ধ করবে । বিশেষ করে রাতে এখানে চমৎকার পরিবেশ সৃষ্টি হয় । ঝিঁঝিঁ পোকারা একটানা ডেকে চলে,জোনাকিরাআলোছড়ায়।

 

 

 

 

 

 

 

Sohag Palli. The state-of-the-art picnic spot and resort is located at Kalampur in Gazipur. You have to go down to Gazipur Chandra and take the way to the resort. It doesnt matter if you have a car with you, if you dont have a car, you can go to the resort by van, CNG or motorbike. Shalban on both sides of the road. You will reach the resort listening to the green beauty and the call of the birds. Every part of the resort has been arranged in a well-planned way for a relaxing holiday or a colorful picnic, so you can choose Sohag Palli without any hesitation.

There are several green meadows here. If you see it, you will want to eat it. There is a gathering of trees, there are various local and foreign flowering trees throughout the resort. Species play with colorful flowers almost all year round. And there is a fair of wings. Not just natural beauty but modernity as well. All in all, Sohag Palli is unique for family trips, picnics, corporate meetings. Here and there in the resort are sculptures of various animals, lions, giraffes, tigers, bullock carts and many more! If you wish, you can take pictures while standing next to the sculptures.

Not just animal sculptures, you can see the deer at the mini zoo in Sohag Palli. Another attraction of Sohag Palli is the small hill, standing next to the hill is a sculpture of a huge giraffe. There is a huge monster all over the hill. Yes, if you want you can enter this cave, it will be quite an adventure. There is a huge spider web spread on the side of the cave. You can also climb on the tiller. There is another beauty waiting. A woman is standing on the tiller holding a pitcher. Water is constantly falling from that pitcher. All in all the excellent view will fascinate.

There is also a nice seating area in Sohag Palli when you are tired of walking around. An umbrella made of chan can sit in a lovely room and take two bars. Look around as well. The beauty of the flower tree will fascinate. There are two nice ponds in Sohag Palli. There is also a hanging bridge over the pond. There are also paddle boats. If you want, you can take a boat ride alone. Sohag Palli has a number of rides for children, including cradles, slippers and traditional palanquins.

The swing is quite nice. A huge monster is holding the swing in both hands. Kids can have fun riding these rides with joy in mind. Different types of games can be organized in the playground. There is a kitchen for picnic party cooking. All the ancillary facilities. Established on 30 bighas of land, Sohag Palli has state-of-the-art housing facilities. Its cottage is made in aesthetic design. Each cottage has 2 bedrooms, TV, fridge, freezer and tasteful furniture. There are AC non AC rooms here. There is full-time service.

Sohag Palli also has different categories of accommodation. There are also corporate meetings or conferences in Sohag Palli. If there is a conference, 150 people can take part together. There are all the benefits of accessories. Bengali, Chinese and Thai food will be available at Sohag Palli Restaurant. You can also enjoy the beautiful scenery from the nicely decorated restaurant. Various cultural programs can be organized in the huge field of Sohag Palli.

The authorities are ready to cooperate in this regard. There is also a nice swimming pool. Sohag Palli is surrounded by lush green forests. The serene beauty of the forest will also fascinate you. Nice atmosphere is created here especially at night. Crickets call incessantly, fireflies light up.

 

Address :
Dhaka :

 

 

Park :

 

 

Mobile :01819441260, 01839590245, 253, 255
:www.shohagpalli.com

Email :

Information Provided By :

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd