Welcome Guest | Login | Signup


Sonargaon Royal Resort | Narayanganj
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Sonargaon Royal Resort

.

ঢাকা শহর থেকে সোনারগাঁও ১৫ মাইল পূর্ব দিকে অবস্থিত।  ১৩৩৮ খ্রিষ্টাব্দে বাংলার সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ সোনারগাঁওয়ে তাঁর রাজধানী স্থাপন করেন।তিনি এখান থেকে মুদ্রারও প্রচলন করেন। ১৫৮৬ খ্রিস্টাব্দের আগে ও পরে এখানে অতি মূল্যবান মসলিন কাপড় তৈরি হতো। ঈসা খাঁর রাজধানীও ছিল এই সোনারগাঁওয়ে। মোগলদের আমলে ১৬০৮ খ্রিষ্টাব্দে ঢাকা শহরকে বাংলার রাজধানী করা হয়।

বাংলার প্রথম রাজধানী আক্ষরিক অর্থে ইতিহাসের নগরীও মধ্যযুগীয় নিদর্শন - মুড়াপাড়া জমিদার বাড়ি, পানামাসিটি, সোনাকান্দা দুর্গ, লোক ও কারুশিল্প  ফাউন্ডেশনসহ ইতিহাসের সুপ্রাচীন নিদর্শনগুলো ভ্রমণ করে  যখন সোনারগাঁও রয়েল রিসোর্টের সামনে দাঁড়াবেন  তখন বিস্ময়াভূত হবেন নিশ্চিত। মনে হবে ইতিহাসের পানাম নগর আপনার সামনে।  যে ইউরোপিয়ান কলোনিয়াম স্টাইলে পানাম সিটি গড়ে ওঠেছিল।

সোনারগাঁও রয়েল রিসোর্টের পড়েছে এর হুবহু প্রতিফলন।  এযেন ইতিহাস - ঐতিহ্য এবং আধুনিকতায় অপূর্ব এক সমন্বয়। নিমিষে তনুমনে মুগ্ধতা ছড়াবে। সোনারগাঁও রয়েল রিসোর্ট সত্যিকার অর্থেই অসামান্য অভিজাত এক স্থাপনা। মুহুর্তে আপনাকে নিয়ে যাবে ইতিহাসের এক সূদুর ভূবনে। সোনারগাঁও রয়েল রিসোর্ট ইতিহাসেরই যেন এক অধ্যায়।

সোনারগাঁও রয়েল রিসোর্ট ঠিক যেন ছবির মতো করে সাজানো হয়েছে। এই অনিন্দ্য ভুবনে ইচ্ছে করলে রাত্রিযাপন করতে পারেন নতুবা এর মাল্টিকুইজিন রেস্টুরেন্টের মুখরোচক খাবারের স্বাদ আস্বাদন করতে পারেন।

সোনারগাঁও রিসোর্ট ডিলাক্স, ডিলাক্স টুইন, এক্সিকিউটিভ ডিলাক্স, সুপার ডিলাক্স, সেমি স্যুইট মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরির ৭০ টি রুমে নিশ্চিত করা হয়েছে ৩২ ধরণের অ্যামিনিটিস ও ফ্যাসেলিটিস প্রত্যেকটি রুমে শীতাতপ নিয়ন্ত্রিত, রুচিশীল  আসবারপত্রে সুসজ্জিত। ড্যাকুইজি মিনি ফ্রিজ, হট এণ্ড কোল্ড ওয়াটার, স্যাটেলাইট টিভি এলসিডি মনিটর ২৪ ঘণ্টা রুম সার্ভিসসহ পুরো রিসোর্ট জুড়েই নিশ্চিত করা হয়েছে অত্যাধুনিক  সুযোগ সুবিধা সম্বলিত সেমিনার হল।

নডোর সুইমিংপুল, আধুনিক জিমনেসিয়াম সুবিধাতো আছেই। পাশাপাশি রয়েছে ট্রাভেল ডেস্ক, গাড়ি পার্কিং সুপার শপ, প্লেগ্রাউন্ড, কফি এণ্ড পেস্ট্রি শপ, রুফটপ বারবিকিউ, ক্রেডিট কার্ড ফ্যাসেলিটিস, চিলড্রেন স্পোর্টস জোন, টেনিস কোর্ট, লন্ড্রি সার্ভিস,           রেন্ট -এ-কার, ডিপোজিট বক্স, পিকনিক স্পট,ট্রফিক্যাল ফরেস্ট, নিমার্ণাধীন হ্যালিপ্যাডসহ আরও আনুষঙ্গিক আয়োজন। সব মিলিয়ে সোনারগাঁও রয়েল রিসোর্ট ইতিহাসের নগরীতে যোগ করেছে এক নতুনমাত্রা।

Sonargaon is located 15 miles east of Dhaka city. In 1337, Sultan Fakhruddin Mubarak Shah of Bengal established his capital at Sonargaon. He also introduced coins from here. Before and after 156 AD, very valuable muslin cloth was made here. Sonargaon was also the capital of Isa Khan. During the Mughal rule, the city of Dhaka was made the capital of Bengal in 1608 AD.

The first capital of Bengal is literally a city of history as well as medieval monuments - Murapara Zamindar Bari, Panama City, Sonakanda Fort, Folk and Crafts Foundation and other ancient monuments of history. You will feel the history of Panama City in front of you. Panama City was built in the European colonial style.

Sonargaon Royal Resort is an exact reflection of this. Ayen is a wonderful combination of history and tradition. In a blink of an eye, fascination will spread. Sonargaon Royal Resort is truly an outstanding elite establishment. The moment will take you to a distant world of history. Sonargaon is also a chapter in the history of the Royal Resort.

Sonargaon Royal Resort has been arranged just like the picture. You can spend the night in this impeccable world or you can taste the delicious food of its multicuisine restaurant.

Sonargaon Resort Deluxe, Deluxe Twin, Executive Deluxe, Super Deluxe, Semi Suite in 60 different categories of rooms have been confirmed 32 types of amenities and facilities in each room air-conditioned, tastefully furnished. Seminar halls with state-of-the-art facilities have been ensured throughout the resort, including Daquji Mini Fridge, Hot & Cold Water, Satellite TV LCD Monitor 24 Hour Room Service.

There are indoor swimming pools and modern gymnasium facilities. There are also Travel Desk, Car Parking Super Shop, Playground, Coffee & Pastry Shop, Rooftop Barbecue, Credit Card Facilities, Childrens Sports Zone, Tennis Court, Laundry Service, Rent-a-Car, Deposit Box, Picnic Spot, Tropic More ancillary arrangements including helipads. All in all, Sonargaon Royal Resort has added a new dimension to the city of history.


Address :
Dhaka :

 

 

Mobile : 01709371680, 01709371681-3
Email :  khan@sonargaonroyalresort.comwww.sonargaonroyalresort.com

Park :

 

 

Information Provided By :

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd