Welcome Guest | Login | Signup


Surma Valley Residencial Resort | Sunamganj
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Surma Valley Residencial Resort
.

কক্সবাজার, মাধবকুন্ড, জাফলং, সুন্দরবন স্বীকৃত পর্যটন কেন্দ্র হিসেবে যুগ যুগ ধরে পর্যটকদের আকৃষ্ট করলেও বর্তমানে পর্যটকদের নজর কেড়েছে ওয়ার্ল্ড হেরিটেজ রামসার সাইট মাদার ফিসারিজ অব টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জের তাহিরপুর-ধর্মপাশা উপজেলার উত্তর-পশ্চিমের সীমান্ত ঘেঁষা এ হাওর বৃক্ষ, মাছ এবং পাখির স্বর্গরাজ্য। জীব-বৈচিত্র্যের ভান্ডারখ্যাত টাঙ্গুয়ার হাওরকে স্থানীয় ভাষায় বলা হয় নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল। কান্দাভর্তি হাওরে রয়েছে সারি সারি হিজল ,করচ ও নলখাগরার বন। হাওরে রয়েছে ৫১টি বিল, প্রায় ৮৮টি গ্রাম, দৈর্ঘ্য ১১ কিলোমিটার এবং প্রস্থ সাত কিলোমিটার। বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর দেশব্যাপী মাদার ফিশারিজ হিসেবে পরিচিত। জীব বৈচিত্র্যে সমৃদ্ধ টাঙ্গুয়ার হাওরে রয়েছে প্রায় ১৪১ প্রজাতির মাছ। দেশি বিদেশি দুই শতাধিক প্রজাতির পাখি, ২০০ প্রজাতির গাছ, ৩৪ প্রজাতির সরিসৃপ,ছয় প্রজাতির কচ্ছপ।

শীতে অতিথি পাখির মেলা বসে টাঙ্গুয়ার হাওরে। বর্ষায় যখন পানি থৈ থৈ করে তখন টাঙ্গুয়ার হাওরকে সমুদ্র মনে হয়। শীত-গ্রীষ্ম-বর্ষায়-বিভিন্ন ঋতুতে ভিন্নধর্মী সৌন্দর্যে উদ্ভাসিত হয় টাঙ্গুয়ার হাওর। শুধু জীব বৈচিত্র কিংবা প্রকৃতির সৌন্দর্য নয়, হাওর পাড়ের মানুষের যাপিত জীবন, জেলেদের মাছ ধরার দৃশ্যও বিমোহিত করে পর্যটকদের। হাওরের পাশপপাশি নয়নাভিরাম যাদুকাটা নদী, মেঘালয় কন্যা লাওরের গড়, টেকেরঘাট চুনাপাথর খনিপ্রকল্প, নান্দনিক বারেক টিলা,শাহ্-আরোফিন মাজার অঞ্চলের পর্যটকদের অলংকৃত করেছে। সবমিলিয়ে টাঙ্গুয়ার হাওর এবং এর আশেপাশের দর্শনীয় স্থান পর্যটকদের উপহার দেবে ভিন্নধর্মী অভিজ্ঞতার। কিন্তু্ অপার সৌন্দর্য ধারণ করলেও টাঙ্গুয়ার হওর ভ্রমণ একটু জটিল বটে।

যাতায়াত এবং থাকার ক্ষেত্রে রয়েছে  বেশ কিছু সমস্যা। ট্রাভেল অপারেটর সুরমা ভ্যালি রেসিডেন্সিয়াল রিসোর্ট সেসব সমস্যার সমাধানে এগিয়ে এসেছে। টাঙ্গুয়ার ভ্রমণকে পর্যটকদের জন্য সহজ এবং সাবলীল করে তুলতে আবাসনের জন্য সুনামগঞ্জে গড়ে তুলেছে সুরমা ভ্যালি রিসোর্ট, লাওরের গড় এলাকায় বিন্নাকুলি ইকো হোমস, টাঙ্গুয়ার হাওর এরিয়ার টাঙ্গুয়ার হওর ড্রিম হউজ। পরিকল্পিত ভাবে খুবই দক্ষতার সাথে সুরমাভ্যালি রেসিডেন্সিয়াল রিসোর্ট পর্যটকদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করিয়ে থাকে। প্রতিষ্ঠানটি  অফার করছে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ।

দুই রাত দুই দিনের জন্য এ প্যাকেজের আওতায় থাকছে যাতায়াত, খাবার এবং আবাসন ব্যবস্থা। স্বচ্ছন্দময় আরামদায়ক আবাসন ব্যবস্থা টাঙ্গুয়া হাওর ভ্রমণকে জনপ্রিয় করে তুলছে নিঃসন্দেহে। রুচিশীল আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে কটেজের প্রতিটি    রুম আর খাবার তালিকায় থাকছে তজা শাকসবজি এবং হাওরের রকমারি মাছ। বারবিকিউ আয়োজনেরও সুযোগ রয়েছে। সুরমা ভ্যালি রেসিডেন্সিয়াল রিসোর্ট এর প্যাকেজে টাঙ্গুয়ার হাওর এবং আশপাশের দর্শনীয় স্থান জাদু কাটা নদী,বারেক টিলা, ট্যাকের ঘাট, মেঘালয় পাহাড়,শাহ্ আরোফিন মাজার, অদ্বৈত মহা প্রভুর আখড়া ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে । আর খরও রয়েছে হাতের নাগালে।

 

 

 

 

 

 

 

Although Coxs Bazar, Madhabkund, Jaflong and Sundarbans have been attracting tourists for centuries as recognized tourist destinations, Mother Fisheries of Tanguar Haor, a World Heritage Ramsar site, is currently attracting the attention of tourists. Adjacent to the north-western border of Tahirpur-Dharmapasha upazila of Sunamganj, this haor is a paradise of trees, fish and birds. Tanguar Haor, known for its rich biodiversity, is called in the local language the Nine Twenty Kanda Six Twenty Beel. There are rows of forests of Hijal, Karach and Nalkhagra in the Kandavarti Haor. Haor has 51 beels, about 6 villages, 11 km long and 7 km wide. Tanguar Haor, the second Ramsar site in Bangladesh, is known nationwide as Mother Fisheries. Rich in biodiversity, Tanguar Haor has about 141 species of fish. More than two hundred species of domestic and foreign birds, 200 species of trees, 34 species of reptiles, six species of turtles.

In winter, the guest bird fair is held at Tanguar Haor. When the water recedes in the rainy season, Tanguar Haor feels like the sea. In winter-summer-monsoon-different seasons, Tanguar Haor is manifested in different beauties. Not only the biodiversity or the beauty of nature, but also the life of the people on the banks of the Haor, the fishing scene of the fishermen also fascinates the tourists. Along with the haor, the eye-catching magical river, Meghalaya Kanya Laorer Garh, Tekerghat limestone mining project, aesthetic Barek Tila, Shah-Arofin shrine have adorned the tourist area. All in all, the sights of Tanguar Haor and its surroundings will give tourists a different experience. But despite the immense beauty, the journey to Tanguar is a bit complicated.

There are several issues with travel and accommodation. Travel operator Surma Valley Residential Resort has come forward to solve those problems. Surma Valley Resort in Sunamganj, Binnakuli Eco Homes in the middle area of ​​Lahore, Tanguar Haor Dream House in Tanguar Haor Area have been set up to make Tanguar travel easy and smooth for tourists. Surmavalli Residential Resort takes tourists to Tanguar Haor in a very efficient manner as planned. The company is offering a complete package.

The package includes travel, food and accommodation for two nights and two days. Comfortable accommodation is undoubtedly making Tangua Haor travel popular. Each room of the cottage is decorated with tasteful furniture and the menu includes fresh vegetables and a variety of haor fish. There is also the opportunity to organize a barbecue. The package of Surma Valley Residential Resort includes Tanguar Haor and the surrounding attractions like Jadu Kata River, Barek Tila, Taker Ghat, Meghalaya Hills, Shah Arofin Shrine, Advaita Maha Prabhus Akhra etc. And Khar is also within reach.

 

Address :
Dhaka :

 

 

Mobile : 01711438803, 01763880028, 01939428537
Email : nsirh31@gmail.com,

Park :

 

 

Information Provided By :

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd