Welcome Guest | Login | Signup


Turag Water Front Resort | Gazipur
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

 

Turag Water Front Resort
.

বাংলাদেশের অন্যান্য রিসোর্টের অবস্থানের তুলনায় তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্টের অবস্থান কিছুটা ব্যতিক্রম । তুরাগ নদীর কোল ঘেঁষে ৫০০ মিটার জুড়ে ১০ একর জমিতে গড়ে তোলা হয়েছে চমৎকার এ রিসোর্ট। তুরাগ নদীর সৌন্দর্য, নদীর পাড়ের বৈচিত্র্যময় জীবন যাদের টানে, বিমোহিত করে তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্ট তাদের জন্য নান্দনিক সব আয়োজন নিয়ে অপেক্ষা করছে ।

শান বাঁধানো ঘাট রয়েছে এখানে, তৈরি করা হয়েছে মনোরম ব্রিজ । ব্রিজের উপর দাঁড়িয়ে যখন তাকাবেন তখন সুদূরে, নদীর যাবতীয় সৌন্দর্য মুগ্ধতা এঁকে দেবে। এ পরিবেশে গল্প-আড্ডায় কাটিয়ে দিতে পারেন একটি নির্মল বিকাল অথবা সন্ধ্যা । গাজীপুর চৌরাস্তা থেকে ১৫ কি. মি. দূরত্বে অবস্থিত এ রিসোর্ট নদীর নান্দনিকতার পাশাপাশি ধারণ করেছে জল টলমলে, স্নিগ্ধ পুকুরের সৌন্দর্য ।

 

দুয়েকটি পুকুরকে মনে হবে হাওর সদৃশ, বিশাল ও রয়েছে হাওরের বৈশিষ্ট্য । পুকুরের মধ্যে খানে জলের মাঝে হিজল গাছের সারি যআ হাওরেই রয়েছে । মোহময় বিকেলে প্যাডেল বোট কিংবা ডিঙি নৌকায় ছড়ে বেড়াবেন । তুরাগ ওয়াটার ফ্রন্ট এর ব্যতিক্রম নয়। নানারকম মাছের জলকেলীর পাশাপাশি রয়েছে মাছ ধরার সুযোগ রয়েছে এখানে। দুপুর কিংবা রাতের খাবারের আয়োজনে যদি থাকে নিজের ধরা মাছের রেসিপি অথবা টাটকা মাছের বারবিকিউ- বিষয়টা আক্ষরিক অর্থেই  দারুণ মজাদার ।

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্ট নিশ্চিত করেছে পিকনিক ও অবকাশ যাপনের যাবতীয় সুযোগ-সুবিধা। এক সাথে ৫ শতাধিক মানুষের পিকনিক আয়োজন করা যায়। খেলাধুলার জন্য রয়েছে বিশাল মাঠ । যেখানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ছাড়াও রয়েছে কিছু ইনডোর গেমস এবং বাচ্চাদের খেলাধুলার সুব্যবস্থা রয়েছে। থাকার জন্য রয়েছে রুচিশীল আসবাবপত্রে সুসজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত ফ্যামিলি কক্ষ। আছে সার্বক্ষণিক কফিশপ , সাউন্ড সিস্টেম ও অনুষ্ঠানের সুবিধা । আছে সুইমিংপুল এছাড়া তুরাগ নদীতে নৌ-ভ্রমণ, সার্বক্ষনিক বিদ্যুৎ এবং সেলুন- এর ব্যবস্থা রয়েছে।

দেশি-বিদেশী বর্ণিল ফুলের সমারোহ ঘটেছে তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্টে । রিসোর্ট জুড়েই সবুজ বৃক্ষ, সবুজ ঘাস । সুদৃশ্য ছাউনি ঘর, বসার জন্য বেঞ্চ । তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্টে পিকনিক কিংবা অবকাশযাপন মানে গ্রামীণ পরিবেশ। পাশাপাশি ঘুরে আসতে পারেন গাজীপুর দর্শনীয় কিছু স্থান। গাজীপুরের অন্যতম আকর্ষণ ভাওয়াল জমিদারবাড়ি । এটি এখন জেলাপ্রশাসকের কার্যালয় । রাজ প্রাসাদ সংলগ্নে আছে একটি দীঘি। বিশাল আকারের এ ভবনে ছোট বড় মিলিয়ে ৩৬০টি কোঠা রয়েছে। গাজীপুরের আরেক আকর্ষণ ভাওয়াল ন্যাশনাল পার্ক ।

এখানে রয়েছে অসংখ্য শাল ও গজারিগাছ। গোটা বন ঢাকা পড়ে আছে বিভিন্ন প্রজাতির গাছে । সবুজময় ভাওয়াল শালবনের ভেতর বিশাল অরণ্য ভূমিতে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড এবং ইন্দোনেশিয়ার বালি সাফারি পার্ক- এর অবয়বে নির্মিত হয়েছে এশিয়ার সর্ব বৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। রাজধানী থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে গাজীপুরে ৩ হাজার ৮১০ একর জমিতে ৪৭ প্রজাতির কয়েক হাজার দেশি-বিদেশি পশু ও পাখি নিয়ে গড়ে তোলা হয়েছে এই বিশাল প্রাণী সাম্রাজ্য ।

 

 

 

 

 

 

 

The location of Turag Waterfront Resort is somewhat exceptional compared to other resorts in Bangladesh. This excellent resort has been built on 10 acres of land over a distance of 500 meters along the banks of the river Turag. The beauty of the Turag River, the diversity of life on the banks of the river attracts and fascinates the Turag Water Front Resort with all the aesthetic arrangements waiting for them.

There is a paved ghat here, a beautiful bridge has been built. When you stand on the bridge and look away, all the beauty of the river will fascinate you. In this environment you can spend a clear afternoon or evening chatting. 15 km from Gazipur crossroads. Mr. Located in the distance, the resort captures the aesthetics of the river as well as the beauty of the turbulent water, the soft pond.

A couple of ponds will look like haors, huge and have the characteristics of haors. There is a row of palm trees in the middle of the water in the pond. In the enchanting afternoon, paddle boat or dinghy boat ride. Turag Water Front is no exception. There are various fishing opportunities as well as fishing opportunities here. Whether its having lunch or dinner with your own fish recipe or fresh fish barbecue - its a lot of fun.

In addition to the natural beauty, Turag Waterfront Resort has ensured all the facilities for picnics and leisure. Picnics can be organized for more than 500 people at a time. There is a huge field for sports. In addition to football, cricket, badminton, there are some indoor games and childrens sports facilities. There is an air-conditioned family room furnished with tasteful furniture. There is a round-the-clock coffee shop, sound system and event facilities. There is also a swimming pool on the Turag River for boating, round-the-clock electricity and a saloon.

Domestic and foreign colorful flower ceremonies took place at Turag Water Front Resort. Green trees, green grass throughout the resort. Lovely tent house, benches for sitting. Picnic or vacation at Turag Waterfront Resort means rural environment. Besides, you can visit some places of interest in Gazipur. One of the attractions of Gazipur is Bhawal Zamindarbari. It is now the office of the Deputy Commissioner. There is a lake adjacent to the royal palace. This huge building has 360 rooms, big and small. Another attraction of Gazipur is Bhawal National Park.

There are innumerable shawls and carrots here. The whole forest is covered with different species of trees. Asias largest Bangabandhu Sheikh Mujib Safari Park has been built in the form of Thailands Safari World and Indonesias Bali Safari Park on huge forest land inside the green Bhawal Shalban. In Gazipur, 45 km west of the capital, this huge animal kingdom has been built on 3,610 acres of land with several thousand domestic and foreign animals and birds of 48 species.

 

Address :
Dhaka :

 

 

Mobile : 01740908498, 01918782580

Email :

www.turagwaterfront.com

Park :

 

 

Information Provided By :

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd