হযরত শাহ মাদারের দরগ |
|
ইকো পার্ক |
আড়িয়ালখাঁ নদীর তীর ঘেঁষে মাদারীপুর শহরেই হযরত শাহমাদারের দরগাহ অবস্থিত। ঢাকা হতে বাসে মাদারীপুর ও রিক্সা বা সিএঞ্জিতে এ দরগাহ যাওয়া যাবে।
|
|
এ ইকোপার্কটি মাদারীপুর জেলায় অবস্থিত ইকোপার্ক। ঢাক হতে বাসে মাদারীপুর ও সেখান হতে রিক্সা বা সিএনজিতে যাওয়া যাবে।
|
পর্বতের বাগান |
|
শকুনী লেক, মাদারীপুর |
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের কুমার নদীর দক্ষিণ তীর ঘেঁষে পর্বতের বাগান অবস্থিত। পর্বতের বাগান এ জেলার অন্যতম পিকনিক স্পট। মস্তফাপুর(মস্তাপুর) বড় ব্রীজের আগের বামের রাস্তা দিয়ে হেটে যেতে হবে এ স্থানে।
|
|
মাদারিপুর পৌর এলাকায় এ স্থানটি। ঢাকা হতে বাসে মাদারীপুর ও সেখান হতে রিক্সা বা সিএনজিতে যাওয়া যাবে।
|
সেনাপতির দিঘি |
|
হটিকালচার |
সেনপতির দিঘিটি মাদারিপুর জেলার আমড়াতলা ও খাতিয়াল গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত এটি হচ্ছে মানবসৃষ্ট দিঘি। মাদারিপুর শহরের ইটেরপুল থেকে দক্ষিণ দিকে গগনপুর বাজার গিয়ে পশ্চিম দিকে রাস্তা দিয়ে সোজা রাস্তার শেষ প্রান্তে এই দিঘিটিতে যাওয়া যাবে।
|
|
আকর্ষণীয় স্থান হচ্ছে মাদারীপুরের এ হর্টিকালচার সেন্টার। ঢাকা হতে বাসে মাদারীপুর ও সেখান হতে রিক্স বা সিএনজিতে এ স্থানে যাওয়া যাব
|
ঝাউদি গিড়ি |
|
আলগী কাজি বাড়ি মসজিদ |
মাদারীপুরর সদর উপজেলা হতে রিকশা বা বাইকে চড়ে ঝাউদি গিড়িতে যাওয়া যাবে। এ গিড়িটি মাদারীপুরের একটি প্রত্নসম্পদ। ব্রিটিশ যুগের বহু পূর্বে এটি নির্মিত হয়। স্থানীয় বাসিন্দাদের মতে মঘ বংশের লোকেরা নির্মাণ করেন।
|
|
মাদারীপুর জেলার অন্যতম প্রাচীন মসজিদ আলগী কাজি বাড়ি মসজিদ।মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে আলগী গ্রামে এর অবস্থান।রিক্সা বা সিএনজিতে যাওয়া যাবে উক্ত স্থানে।
|
রাজারাম মন্দির |
|
|
রাজারাম মন্দির মাদারিপুর জেলায় রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নে অবস্থিত। এটি বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও পরুকীর্তি। ঢাকা হতে বাসে রাজৈর অথবা মাদারীপুর হতে মাইক্রো বা সিএনজিতে যাওয়া যাবে।
|
|
|