হাজীপুর ডা: লুৎফর রহমান স্মৃতি পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র
|
|
নেংটা বাবার আশ্রম
|
মাগুরা জেলায় ভায়নার মোড় থেকে ঝিনাইদহের ৪ -৫ কিঃমিঃ পশ্চিমে হাজীপুর ডা: লুৎফর রহমান স্মৃতি পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র ।
|
|
মাগুরা জেলা শহর হতে ০১ কিলোমিটার পূর্ব দিকে নবগঙ্গা নদীর দক্ষিণ তীরে এ আশ্রম। রিক্সা বা ভ্যানে যাওয়া যাবে।
|
মদনমোহন মন্দির
|
|
ভাতের ভিটা
|
মাগুরা জেলা শহর থেকে মাগুরা-নড়াইল সড়কে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ কোণে শত্রুজিৎপুর গ্রামে নবগঙ্গা নদীর তীরে মদনমোহন মন্দিরটি অবস্থান, বাস বা টেম্পু বা ভ্যানে যাওয়া যাবে।
|
|
মাগুরা জেলা শহর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে মঘি ইউনিয়নে ফটকী নদীর তীরে টিলা গ্রাম, যশোর-মাগুরা সড়কে বাস ও ভ্যানযোগ ভাতের ভিটা স্থানে আসা যাবে।
|
শ্রীপুর জমিদার বাড়ী
|
|
হজরত পীর মোকাররম আলী শাহ (র:) এর দরগাহ
|
মাগুরা সদর থেকে উত্তরে ১৫ কি.মি.। উত্তরে শ্রীপুর উপজেলা সদরে এ জমিদার বাড়ীটি। মাগুরা থেকে বাসে শ্রীপুর বাসস্ট্যান্ডে নেমে ১ কি.মি. শ্রীপুর-সাচিলাপুর রাস্তায় অগ্রসর হলেই বামপার্শ্বে জমিদার বাড়ীটি অবস্থিত।
|
|
মাগুরা জেলা শহর থেকে ০৭ কিলোমিটার পশ্চিমে মাগুরা-ঝিনাইদহ বিশ্বরোডে ইছাখাদার ডান দিকে নবগঙ্গা নদীর তিরে হজরত পীর মোকাররম আলী শাহ (র:) এর দরগাহ। বাস বা টেম্পু বা ভ্যানে আসা যাবে।
|
সিদ্ধেশ্বরী মঠ
|
|
|
মাগুরা শহর থেকে ৩ কি.মি. উত্তরে আঠারখাদা গ্রামে নবগংগা নদীর তীরে সিদ্ধেশ্বরী মঠ। টেম্পু বা রিক্সা বা ভ্যানে আসা যাবে।
|
|
|