Welcome Guest | Login | Signup


Description of Bogra | Toursim or Parjatanbd
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম

Beautiful Bogra

 

ও দয়াল চান রে এ কোন ভাগ্যের ফেরে ........

বগুরা সম্পর্কে বর্ণনা
 

Description About Bogra

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হচ্ছে বগুরা জেলা। প্রাচীন পুন্ড্র রাজ্যের রাজধানী পুন্ড্রবর্ধনই হচ্ছে  এখানকার বগুরা জেলা। মৌরয গুপ্ত, পাল, সেন আমলের অনেক নিদর্শন এখনো বর্তমান আছে এ জেলার বিভিন্ন স্থানে। ইতিহাস হতে জানা যায়, ১২৭৯-১২৮২ সালে এ অঞ্চলের শাসনকর্তা সুলতান গিয়াস উদ্দীন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দীন বগরা খানের নামানুসারেই এখানকার নামকরণ হয়েছে বগড়া বা বগুরা। প্রায় ২৯২০ বর্গকিলোমিটার আয়তনের এ জেলার উত্তরে জয়পুরহাট ও গাইবান্ধা, দক্ষিণে চলনবিল, নাটোর ও সিরাজগঞ্জ জেলা, পূর্বে যমুনা নদী ও উপজেলাগুলো হল- বগুরা সদর, আদম দীঘি, ধুনট, দুপচাঁচিয়া, গাবতলী, কাহালু, নন্দী গ্রাম, সারিয়াকান্দি, শেরপুর, শিবগঞ্জ ও সোনাতলা।

 

Bogra district is the gateway to the north. Pundravardhana is the capital of the ancient Pundra kingdom. Many specimens of Maurya Gupta, Pala, Sen period are still present in different places of this district. It is known from history that Bagra or Bagura was named after Sultan Nasir Uddin Bagra Khan, the son of Sultan Gias Uddin Balban, the ruler of the region in 1269-1272. Joypurhat and Gaibandha in the north, Chalanbil, Natore and Sirajganj districts in the south, Jamuna river and upazilas in the east are: .

বগুরা পর্যটন অথবা ভ্রমন স্থা

 
Tourism or Parjatan Place of Bogra

 বগুরা হচ্ছে বাংলাদেশের অন্যতম জেলার মধ্যে একটি, এ জেলাটির এতিহ্য অনেক। কেননা এখানে রয়েছে নামকরা প্রত্নতত্ত্বসহ ঐতিহাসিক অনেক স্থাপনা যা এ জেলাকে ভ্রমন প্রেমিকদের কাছে অনেক আকর্ষনীয় করেছে।এ সাইটের প্রতিটি তথ্য এ জেলা্র ভ্রমন কেন্দ্রীক ও অনেক গুরুত্বপূর্ণ যা ভ্রমণ পিপাসুদের কাজে আসবে। যেমন-ভ্রমণ স্থান, কিছু কিছু কৃতী সন্তানদের তালিকা, যাতায়াত, আবাসীক হোটেল, রেষ্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, ডেকোরেটর, বিনোদন স্থাপনা, পরিবহন ও রেন্ট এ কার, ফুলের দোকানসহ আরও অনেক তথ্য।

 

Bogra is one of the districts of Bangladesh, this district has a lot of history. Because there are many historical sites including famous archeology which has made this district very attractive to the travel lovers. Every information of this site is centered on the travel of this district and many important things that will come in handy for those who are thirsty for travel. Such as travel places, lists of some accomplished children, travel, residential hotels, restaurants, community centers, decorators, entertainment establishments, transportation and rent a car, flower shop and many more information.

বগুরা বিখ্যাত স্থান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি

 
Famous Place and Important Person of Bogra

কারুপল্লী, মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম, মহাস্থানগড়, হজরত শাহ সুলতান বলখীর (র.) মাজার, শীলা দেবীর ঘাট, গোবিন্দ ভিটা, ভালুবিহার, গোকুল মেধ, মহাস্থানগড় জাদুঘর।
 
১৯৫৩ সালে পাকিস্তানের প্রধান মন্ত্রী মোহাম্মদ আলী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ভাষা সৈনিক গাজীউল হক, আখতারুজ্জামান ইলিয়াস, আমিনুল করিম দুলাল, আতাউর রহমান,গাজিউল হক, তাজরিনা ফেরদৌসী প্রমুখ ব্যক্তির জন্ম এ জেলাতেই।

 

Karupalli, Mohammad Ali Palace Museum, Mahasthangarh, Hazrat Shah Sultan Balkhir (R.) Shrine, Sheela Devi Ghat, Govinda Vita, Bhalubihar, Gokul Medh, Mahasthangarh Museum.

In 1953, Prime Minister of Pakistan Mohammad Ali, former President Ziaur Rahman, language warriors Gaziul Haque, Akhtaruzzaman Ilyas, Aminul Karim Dulal, Ataur Rahman, Gaziul Haque, Tazrina Ferdousi and others were born in this district.

General Information

Year of Establishment

1821

Total Thana

Total Municipality

5

Total Union

108

Total Village

2695

Population Density (Per Barga KM)

1040

Geography Position

24.78°N 89.35°E

Average Rainfall

1762 mm

Average Temperature

25.5 °C.

Population According to 2001 Census

Total-3539294, Man-1778529, Women-1760765

Rivers

KaratoyaJamuna, Ichamati

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism | Information Written and Managed By : Kazi Tarana Haque | কাজী তারানা হক

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd