টেংরাগিরি ইকোপার্ক (সোনাকাটা)
|
|
মৎস্য অবতরন এবং পাইকারী মৎস্য বিক্রয় কেন্দ্র, পাথরঘাটা, বরগুনা
|
আমতলী ও তালতলী সড়ক হয়ে তালতলী, মোটর সাইকেলে গন্তব্যস্হলে যাওয়া যাবে।
|
|
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মৎস্য অবতরন কেন্দ্রতে বাসযোগে বা মটর সাইকেলে পৌছা যাবে।
|
মোহনা পর্যটন কেন্দ্র, পালের বালিয়াতলী, বরগুনা সদর, বরগুনা
|
|
বুকাবুনিয়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ
|
বরগুনা পৌরসভা ভবন থেকে বাসে পরীরখাল, সেখানে থেকে প্রতি দশ/বিশ মিনিট পর পর অটোরিক্সা ছাড়ে যা দিয়ে পালের বালিয়াতলীতে যেতে হবে অথবা মোটরসাইকেলে বরগুনা সদর থেকে ৪০ মিনিটে গন্তব্যে যাওয়া যাবে।
|
|
ঢাকা হতে লঞ্চ অথবা বাসযোগে
|
লালদিয়া বন
|
|
বিবিচিনি শাহী মসজিদ
|
বরগুনা হতে বাসযোগে পাথরঘাটা, পাথরঘাটা থেকে মোটর সাইকেলে লালদিয়া বনে যাওয়া যাবে। পিরোজপুর হয়েও পাথরঘাটায় যাওয়া যাবে।
|
|
দেশের যে কোন জেলা থেকে লঞ্চ অথবা বাস যোগে বরগুনা জেলা বাস স্টান্ড নামতে হবে। এরপর বাস স্টান্ড হয়ে বাসে অথবা মোটর সাইকেল বেতাগী উপজেলাতে যাওয়া যায়, বরগুনা জেলার বেতাগী উপজেলা সদর থেকে ১০ কিঃমিঃ দূরে মোটর সাইকেলে বিবিচিনি ইউনিয়নে আসার প্রর রিক্সায় বিবি চিনি মসজিদে পৌছানো যাব
|
রাখাইন পল্লী |
|
হরিন ঘাটা ইকোপার্ক |
আমতলী- তালতলী সড়ক, এরপর তালতলীর রাখাইন পল্লীতে যাওয়া যাবে।
|
|
হরিণঘাটার বন অথবা লালদিয়ার চরে আসার জন্য দেশের যে কোনো স্থান থেকে সড়ক অথবা নদীপথে প্রথমে বরগুনা এসে সেখান থেকে বাস অথবা টেম্পু অথবা নৌকায় তালতলী হয়ে যাওয়া যায় হরিণঘাটায়।
|
শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত |
|
বিহঙ্গ দ্বীপ |
বরগুনা জেলার তালতলী উপজেলা হতে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিন পশ্চিমে নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়ায় বাসযোগে বা মটর সাইকেলে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পৌছা যাবে।
|
|
বরগুনাগামী লঞ্চে ঢাকা সদরঘাট হতে রওনা করে কাকচিঁড়া ঘাটে, এরপর গাড়িতে পাথরঘাটা সদরে গিয়ে রূইতা গ্রামে, রূইতা বটতলা হতে ট্রলার ও নৌকা আসা যাবে বিহঙ্গ দ্বীপে।।
|