পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল |
|
কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড |
চট্রগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের সাথে ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নে পাহাড়ীকা সিনেমা হলের ১০০ গজ সামনের যানবাহন থেকে নামা মাত্রই পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল
|
|
রাঙ্গামাটি থেকে জল ও স্থল উভয় পথেই কাপ্তাই যাওয়া যায় (সময় লাগে ১ থেকে ২ ঘন্টা)। বাস, মাইক্রো, অটোরিক্মা, ইঞ্জিনচালিত বোটযোগে যাওয়া যায়। চট্টগ্রাম বহদ্দারহাট হতে বাস/মাইক্রোযোগে কাপ্তাই/চন্দ্রঘোনা যাওয়া যাবে। সেক্ষেত্রে চন্দ্রঘোনা পেপার মিল ১নং গেটে যেতে হবে।
|
শ্রদ্ধেয় বনভান্তের জন্ম স্থান মোরঘোনায় স্মৃতি স্তম্ভ ও স্মৃতি মন্দির(নির্মাণাধী |
|
রাঙ্গামাটি-কাপ্তাই সংযোগ সড়ক |
রাঙ্গামাটি শহর থেকে রাঙ্গামাটি-আসামবস্তী -কাপ্তাই সড়কে বড়াদম পর্যন্ত যে কোন যানবাহনে যাওয়া যাবে। |
|
রাঙ্গামাটি থেকে কাপ্তাই যাওয়ার নতুন সড়ক। অটোরিক্মা, মাইক্রো দিয়ে যাওয়ার সময় এ সড়কের চারপাশের দৃশ্য উপভোগ করা য়াবে। চট্টগ্রাম থেকে ভাড়া গাড়িতে করে এ সড়ক দিয়ে রাঙ্গামাটি আসা যাবে। |
যমচুক |
|
ফুরমোন পাহাড় |
রাংগামাটি জেলা সদর থেকে দেশীয় ইঞ্জিন বোটে খারিক্ষ্যং, ত্রিপুরাছড়া ও মাচ্চ্যাপাড়া হয়ে প্রায় ৪ ঘন্টা পায়ে হেটে যমচুক এলাকা যাওয়া যাবে। যমচুগ এলাকাটি হতে পুরো বন্দুক ভাংগা এলাকায় অবলোকন করা যাবে।
|
|
শহর থেকে অটোরিক্মা কিংবা মটরগাড়িযোগে পাহাড়ের পাদস্থলে যাওয়া যাবে। পরে পায়ে হেঁটে পাহাড়ে উঠতে হবে।
|
টুকটুক ইকো ভিলেজ |
|
জেলা প্রশাসকের বাংলো
|
রাঙামাটি শহর থেকে টুক টুক ইকো ভিলেজে যাওয়ার জন্য শহরের রিজার্ভ বাজারের শহীদ মিনার এলাকা হতে নিজস্ব বোটের ব্যবস্থা।
|
|
শহরের যে কোন স্থান হতে অটোরিক্মা বা নৌপথে রাঙ্গামাটি ডিসি বাংলোতে যাওয়া যাবে।
|
পেদা টিং টিং |
|
উপজাতীয় টেক্মটাইল মার্কেট |
রাঙ্গামাটির রিজার্ভ বাজার, পর্যটন ঘাট ও রাংগামাটি বিভিন্ন স্থান থেকে স্পীড বোট ও নৌ-যানে করে সহজেই যাওয়া যাবে।
|
|
শহরের যে কোন স্থান হতে সহজেই এখানে যাওয়া যাবে। অটোরিক্মা বা অন্য যানের মাধ্যমে যাতায়াত জন্য ব্যবহার হতে পারে।
|
কাপ্তাই জাতীয় উদ্যান |
|
ঐতিহ্যবাহী চাকমা রাজার রাজবাড়ি |
রাঙ্গামাটি থেকে জল বা স্থল উভয় পথেই কাপ্তাই যাওয়া যাবে (সময় লাগে ১ থেকে ২ ঘন্টা) বাস, মাইক্রো, অটোরিক্মা, ইঞ্চিনচালিত বোটযোগে যাওয়া যাবে। চট্টগ্রাম বহদ্দারহাট হতেও বাস, মাইক্রো বাসে কাপ্তাই যাওয়া যাবে। কাপ্তাই নতুন বাজার যাওয়ার আগে কাপ্তাই জাতীয় উদ্যান গেটে নামতে হবে।
|
|
অটোরিক্মা কিংবা প্রাইভেট গাড়িযোগে কে.কে.রায় সড়ক হয়ে হ্রদের এই পাশে যেতে হবে। এরপর নৌকাযোগে হ্রদ পার হয়ে রাজবাড়িতে যাওয়া যাবে। কাপ্তাই হ্রদের মাধ্যমে নৌপথেও এ স্থানে আসা যাবে।
|
উপজাতীয় যাদুঘ
|
|
রাজবন বিহার |
যাদুঘরটি সকলের জন্য উম্মুক্ত থাক |
|
টিটিসি রোড দিয়ে কিংবা রাঙ্গামাটি জিমনেসিয়াম এর পাশের রাস্তা দিয়ে অটোরিক্মা অথবা প্রাইভেট গাড়ি বা অন্য কোন মটরযানে রাজবন বিহারে যাওয়া যাবে। নৌপথে বিভিন্ন বোটযোগেও এখানে আসা যায়।
|
ঝুলন্ত ব্রিজ |
|
বীরশ্রেষ্ঠ ল্যান্সেনায়েক মুন্সী আব্দুর রউফ স্মৃতি ভাস্কর্ |
রাঙ্গামাটি শহরের তবলছড়ি হয়ে সড়ক পথে সরাসরি পর্যটন কমপ্লেক্সে’ যাওয়া যাবে। এখানে গাড়ি পার্কিং-এর ব্যবস্থা রয়েছে। যারা ঢাকা বা চট্টগ্রাম থেকে সার্ভিস বাসে করে আসবেন তাদের তবলছড়িতে নেমে অটোরিক্সা রিজার্ভ করে যেতে পারবেন।
|
|
রাংগামাটি চট্টগ্রাম সড়ক সংলগ্ন সাপছড়ি স্থান অবস্থিত। সদর উপজেলা থেকে আটো রিক্সা এবং চট্টগ্রামগামী বিভিন্ন যানের মাধ্যমে উক্ত স্থানে যাওয়া যায়। এখানে বিভিন্ন পর্যটক শীতকালীন সমযে ভীড় জমায়।
|
কাপ্তাই লেক |
|
রাইংখ্যং পুকুর |
নৌ-ভ্রমণের জন্য রিজার্ভ বাজার, তবলছড়ি ও পর্যটন ঘাটে ভাড়ায় স্পীড বোট ও নৌযান পাওয়া যায়।
|
|
ঢাকা থেকে শ্যামলী, মডার্ণ ও এস.আলম বাসে করে কাপ্তাই, কাপ্তাই জেটিঘাটস্থ লঞ্চঘাট থেকে ইঞ্জিনবোটে করে বিলাইছড়ি, বন্দরনগরী চট্টগ্রাম থেকে ৩/৪ ঘন্টার মধ্যে বিলাইছড়ি আসা যাবে। আবার চট্টগ্রাম থেকে বিলাইছড়ি আসলে বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে প্রথমে কাপ্তাই জেটিঘাটে, এরপর প্রতিদিন সাড়ে ৭ টায় রাঙ্গামাটির তবলছড়ি ঘাট থেকে ইঞ্চিনবোট যাত্রী নিয়ে সকাল ১০ টার মধ্যে বিলাইছড়ি যাওয়া যাবে, ওই বোটটি আবার বিলাইছড়ি থেকে দুপুর ২ টার মধ্যে রাঙ্গামাটির উদ্দেশ্যে ছাড়ে। এটি বিলাইছড়ি উপজেলার অন্তর্গত হলেও বিলাইছড়ি-ফারুয়া হয়ে এখানে যোগাযোগ করা অত্যন্ত কষ্টকর। কেউ চাইলেও পায়ে হাঁটার বিকল্প নেই। বিলাইছড়ি থেকে বড়থলি যেতে প্রায় ৭ দিন সময় লাগে। তাই এখানকার লোকজন বান্দরবান জেলার রুমা উপজেলা দিয়ে এখানে আসা-যাওয়া করে থাকে।
|
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে |
|
রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস |
চট্টগ্রাম বদ্দারহাট হতে বাসে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই বিপিডিবি রিসিভসন গেইটে অনুমতি নিয়ে স্পিলওয়ে দেখতে যেতে হবে।
|
|
১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড ডাকবাংলো, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের সাথেই রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস অবস্থিত। গাড়ী থেকে নেমেই মাত্র ১০ গজ সামনে।
|