অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Description About Tourism or Parjatan Place of Gopalganj
এ পৃষ্ঠা থেকে ট্যুরিষ্ট বা পর্যটক গোপালগঞ্জ জেলার ভ্রমন তথ্য সম্পর্কে অবগত হতে পারবে। যা তাদের ভ্রমনের ক্ষেত্রে কাজে আসবে। শুধু তাই নয় এখনকার প্রতিটি ভ্রমন স্থানের নামের সাথে একটি তথ্যবহুলভিডিও-এর হাইপারলিংক করা আছেযার মাধ্যমে ভিডিও দেখে স্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে ও ভ্রমণ সম্পর্কে তারা আগ্রহীহয়ে উঠবে।
জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে টুঙ্গিপাড়ায় অবস্থিত বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ। ১৯২০সালের ১৭ মার্চ এখানেই জন্মগ্রহন করেন তিনি।বঙ্গবন্ধু ১৯৭৫ সালের ১৫আগস্ট বিপথগামী কিছু সেনা অফিসারের হাতে সপরিবারে প্রাণ হারালে তাঁকে এখানেই সমাহিত করা হয়। বঙ্গবন্ধুর সমাধির ওপর গড়ে তোলা হয়েছে আধুনিক স্থাপত্যরীতির বর্গাকার একটি সমাধিসৌধ।
জেলা শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রীয় মসজিদ। ১৯৪৯ সালে তৎকালীন পাকিস্তানের গভর্নর খাজা নাজিমুদ্দিন মসজিদটির উদ্বোধন করেন।মসজিদটিতে তারকাখচিত দুটি মিনার ও পাঁচটি গম্বুজ আছে। কেন্দ্রীয় গম্বুজটি অন্যগুলোর তুলনায় অনেক বড় আকারের।
সেন্ট মথুরানাথ চার্চ
গোপালগঞ্জ শহরের থানা পাড়ায় সেন্ট মথুরানাথ চার্চ অবস্থিত। জানা যায় মথুরানাথ বোস এ চার্চটি ১৮৭৫ সালে প্রতিষ্ঠা করেন।
খাগাইল গায়েবি মসজিদ
জেলার সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল গ্রামে অবস্থিত প্রাচীন মসজিদ। স্থানীয় লোকজন একে বলে গায়েবি মসজিদ।মসজিদটি নির্মাণের সঠিক সময়কাল জানা যায় নি। তবে নির্মাণশৈলী বিবেচনায় ধারণা করা হয় এটি দেড়শ বছর আগে নির্মিত।