শরীয়তপুর সম্পর্কে বর্ণনা |
|
Description About Sariatpur
|
বরিশালের ইদ্রিলপুর পরগনার কিছু অংশ নিয়ে বর্তমান শরীয়তপুর জেলা। ঢাকা হতে সড়কপথে ১৩৮ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক বিক্রমপুরের দক্ষিণের এ জেলার বিস্তৃতি প্রায় ১১৮১ বর্গকিলোমিটার নিয়ে। ব্রিটিশ আমলের ধর্মীয় সংস্কার মূলক ফরায়েজী আন্দোলনের নেতা হাজি শরিয়তউল্লাহ নামেই এ জেলার নামকরন হয়েছে। এর উত্তরে মুন্সীগঞ্জ, দক্ষিণে বরিশাল, পূর্বে চাঁদপুর ও পশ্চিমে মাদারীপুর জেলা। পদ্মা, মেঘনা, পালং এবং কীর্তিনাশা এ জেলায় প্রবাহিত প্রধান নদী।
|
|
The present Shariatpur district with some parts of Idrilpur Pargana of Barisal. Located 136 km by road from Dhaka, this district south of the historic Bikrampur covers an area of about 1171 sq km. The district is named after Haji Shariatullah, the leader of the British-era religious reformist Faraji movement. Munshiganj in the north, Barisal in the south, Chandpur in the east and Madaripur district in the west. The main rivers flowing in the district are Padma, Meghna, Palang and Kirtinasha.
|
হবিগঞ্জের পর্যটন অথবা ভ্রমন স্থান
|
|
Tourism or Parjatan Place of Sariatpur |
রাজবাড়ী হচ্ছে বাংলাদেশের অন্যতম জেলার মধ্যে একটি, এ জেলাটির এতিহ্য অনেক। কেননা এখানে রয়েছে নামকরা প্রত্নতত্ত্বসহ ঐতিহাসিক অনেক স্থাপনা যা এ জেলাকে ভ্রমন প্রেমিকদের কাছে অনেক আকর্ষনীয় করেছে।এ সাইটের প্রতিটি তথ্য এ জেলা্র ভ্রমন কেন্দ্রীক ও অনেক গুরুত্বপূর্ণ যা ভ্রমণ পিপাসুদের কাজে আসবে। যেমন-ভ্রমণ স্থান, কিছু কিছু কৃতী সন্তানদের তালিকা, যাতায়াত, আবাসীক হোটেল, রেষ্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, ডেকোরেটর, বিনোদন স্থাপনা, পরিবহন ও রেন্ট এ কার, ফুলের দোকানসহ আরও অনেক তথ্য।
|
|
Rajbari is one of the districts of Bangladesh, this district has a lot of history. Because there are many historical sites including famous archeology which has made this district very attractive to the travel lovers. Such as travel places, lists of some accomplished children, travel, residential hotels, restaurants, community centers, decorators, entertainment establishments, transportation and rent a car, flower shop and much more information.
|
হবিগঞ্জের বিখ্যাত স্থান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি
|
|
Famous Place and Important Person of Sariatpur |
ধানুকার মনসা বাড়ি, হাটুরিয়ার জমিদার বাড়ি, দরবার শরীফ, বিশাল শিবলিঙ্গ ।
হাজী শরীয়ত উল্লাহ ছাড়া এখানকার কৃ্তী ব্যাক্তিত্বের মধ্যে রয়েছেন অতুল প্রাসাদ সেন, পুলিন বিহারী দাস, ঔপন্যাসিক আবু ইসহাক, ভাস্কর আব্দুর রাজ্জাক, শিল্পী গীতা দত্ত।
|
|
Dhanuka Manasa Bari, Haturia Zamindar Bari, Darbar Sharif, huge Shivling.
Apart from Haji Shariat Ullah, Atul Prasad Sen, Pulin Bihari Das, novelist Abu Ishaq, sculptor Abdur Razzak and artist Geeta Dutta are among the prominent personalities here.
|