Welcome Guest | Login | Signup


Description of Bandarban | Toursim or Parjatanbd
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
 
ও মাঝি নাও ছাইড়া দে ..ও মাঝি পাল উড়াইয়া দে....
বান্দরবান সম্পর্কে বর্ণনা
 

Description About Bandarban

তিনটি পার্বত্য জেলার অন্যতম হল বান্দরবান। এ জেলার আয়তন হচ্ছে ৪৪৭৯ বর্গকিলোমিটার। বান্দরবানের উত্তরে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে মায়ানমারের আরাকান রাজ্য, পূর্বে মায়ানমারের রাজ্য ও রাঙ্গামাটি জেলা ও পশ্চিমে চট্রাগ্রাম এবং কক্সবাজার জেলা। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী এ জেলার প্রধান নদী। জেলার উপজেলাগুলো হল-বান্দরবান সদর, রোয়াংছড়ী, রুমা, থানচি, লামা, আলিকদম ও নাইক্ষ্যংছড়ি। বান্দরবানের পাহাড়ী এলাকার জনবসতি খুবই কম থাকায় ব্রিটিশরা এ এলাকাকে বন হিসেবে ঘোষণা করে। ১৮২৪ সালে বার্মা-বৃটিশ যুদ্ধে ব্রিটিশদের পরাজয়ের পর আরাকানরা এ এলাকায় অন্যতম প্রধান উপজাতি হিসেবে বসবাস শুরু করে। বোমাং রাজা মাথান প্রু আসার পর থেকে বান্দরবানে লোক বসতি বাড়তে থাকে। এ জেলায় সর্বত্র বেড়ানো যায় প্রাকৃতিক সৌন্দরযের কারনে।

 

Bandarban is one of the three hill districts. The area of ​​this district is 4469 sq km. Bandarban is bounded on the north by Rangamati district, on the south by Arakan state of Myanmar, on the east by Myanmar state and Rangamati district and on the west by Chittagong and Coxs Bazar districts. Sangu, Matamuhuri and Bakkhali are the main rivers of the district. The upazilas of the district are Bandarban Sadar, Roangchhari, Ruma, Thanchi, Lama, Alikadam and Naikhyangchhari. The British declared this area as a forest as the hilly area of ​​Bandarban was sparsely populated. After the defeat of the British in the Burma-British War in 1824, the Arakanese began to live in the area as one of the main tribes. Since the arrival of the Bomang king Mathan Pru, the population of Bandarbhav has been increasing. Due to the natural beauty of the district can be visited everywhere.

বান্দরবানের পর্যটন অথবা ভ্রমন স্থান

 
Tourism or Parjatan Place of Bandarban
বান্দরবান হচ্ছে বাংলাদেশের অন্যতম জেলার মধ্যে একটি, এ জেলাটির এতিহ্য অনেক। কেননা এখানে রয়েছে নামকরা প্রত্নতত্ত্বসহ ঐতিহাসিক অনেক স্থাপনা যা এ জেলাকে ভ্রমন প্রেমিকদের কাছে অনেক আকর্ষনীয় করেছে।এ সাইটের প্রতিটি তথ্য এ জেলা্র ভ্রমন কেন্দ্রীক ও অনেক গুরুত্বপূর্ণ যা ভ্রমণ পিপাসুদের কাজে আসবে। যেমন-ভ্রমণ স্থান, কিছু কিছু কৃতী সন্তানদের তালিকা, যাতায়াত, আবাসীক হোটেল, রেষ্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, ডেকোরেটর, বিনোদন স্থাপনা, পরিবহন ও রেন্ট এ কার, ফুলের দোকানসহ আরও অনেক তথ্য।
 
Bandarban is one of the districts of Bangladesh, this district has a lot of history. Because there are many historical sites including famous archeology which has made this district very attractive to the travel lovers. Every information of this site is travel centric and very important which will come in handy for the travel thirsty. Such as travel places, lists of some accomplished children, travel, residential hotels, restaurants, community centers, decorators, entertainment establishments, transportation and rent a car, flower shop and many more information.
বান্দরবানের বিখ্যাত স্থান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি

 
Famous Place and Important Person of Bandarban

জাদির পাহাড়, বুদ্ধধাতু জাদি, জিয়া পুকুর, বী স্বং স্বং,  সাইকতপাড়া ও দার্জিলিং পাড়া, জিনসিং আদিবাসী, সীতামুড়া পাহাড়, উজাঞ্জে তারাগাছা, থান চৈ, রেমাক্রি জলপ্রপাত, মিরিঞ্জা পর্যটন, , বোমাং রাজবাড়ি, বুদ্ধধাতু জাদ, মেঘলা পর্যটন কমপ্লেক্স, নীলাচল, শৈলপ্রপাত,চিম্বুক, রুমা বাজা, রিজুক ঝরনা, বগা লেক, সাদা চিংড়ি জলপ্রপাত, কেওক্রাডাং, জাদিপাঁই জলপ্রপাত, জিনসিং ক্লাকনক জলপ্রপাত, তাজিংডং, নীলগিরি, প্রান্তিক লেক, সাঙ্গু নদী ভ্রমণ, থানচি, নাফাখুম জলপ্রপাত, লামা।

খেরসা অং মারমা, মাং সু প্রু, ডাঃ মাং উসা, থৈই মারমা, ডঃ প্রশানু মারমা, বোমাং রাজা প্রমুখ ব্যাক্তিবর্গ ও আদিবাসী সম্প্রদায় হচ্ছে বম, মারমা, চাকমা, মুরং, ত্রিপুরা, লুসাই, খুমি, বম, খেয়াং, চাক, পাংখো, তংচংগ্যা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী,মারমা, আদিবাসী উৎসব হচ্ছে-রাজপুন্যাহ, বৈসাবি, প্রবারণা পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, , রখটানা উৎসব, জুম নৃত্য, ম্রো নৃত্য।

 

Jadir Hills, Buddhadhatu Jadi, Zia Pukur, Bee Swang Swang, Saikatpara and Darjeeling Para, Jinsing Adivasi, Sitamura Hills, Ujanje Taragachha, Than Chai, Remakri Falls, Mirinja Tourism,, Bomang Rajbari, Memphat, Shambhala, Buddhadhatu , Chimbuk, Ruma Baja, Rizuk Falls, Boga Lake, White Shrimp Falls, Keokradang, Jadipai Falls, Jinsing Klaknok Falls, Tajingdong, Nilgiris, Prantik Lake, Sangu River Tour, Thanchi, Nafakhum Falls.

Individuals and indigenous communities such as Khersa Aung Marma, Mang Su Pru, Dr. Mang Usa, Thai Marma, Dr. Prashanu Marma, Bomang Raja are Bom, Marma, Chakma, Murang, Tripura, Lusai, Khumi, Bam, Kheyang, Chak, Pangkho, Tong. , Ethnic groups, Marma, indigenous festivals are - Rajpunyah, Vaisabi, Pravarana Purnima, Buddhist Purnima,, Rakhtana festival, Zum dance, Mro dance.

General Information

Year of Establishment

1989

Total Upazila

7

Total Municipality

1

Total Union

29

Total Village

1501

Population Density (Per Barga KM)

87/km2 (220/sq mi)

Geography Position

21°48′N 92°24′E

Average Rainfall

2528 mm

Average Temperature

25.9 °C

Population According to 2001 Census

Total- 388,335

Rivers

The Sangu River, Matamuhuri River and Bankkhali River

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism | Information Written and Managed By : Asma Akter | আসমা আক্তার

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd