গজনার বিল
|
|
ভাড়ারা শাহী মসিজদ
|
সুজানগর উপজেলা থেকে সড়ক পথে সিএনজিতে ৭ কি.মি. খয়রান ব্রিজের পূর্ব দিকে বিল গাজনায় যাওয়া যাবে।
|
|
পাবনা শহর সিএনজিতে যাওয়া যাবে।
|
সুজানগর আজিম চৌধুরী জমিদার বাড়ী
|
|
জোড় বাংলা মন্দির
|
পাবনা হতে ১৯ কি.মি. দুরে সিএনজিতে সুজানগর যাওয়া যাবে। সুজানগর উপজেলা থেকে সিএনজিতে পোড়াডাঙ্গা বাজার হয়ে চিনাখড়া বাসস্ট্যান্ড, এরপর পূর্ব দিকে পাবনা নগরবারী মহাসড়কের পার্শে দুলাই বাজারের ৫০০ মিটার দক্ষিনে রিক্সা বা ভ্যানে জমিদার বাড়ী যাওয়া যাবে।
|
|
পাবনা শহর হতে রিক্সা, অটোরিক্সা, সিএনজিতে যাওয়া যাবে।
|
চাটেমাহর শাহী মসিজদ
|
|
ক্ষেতুপাড়া জমিদার বাড়ী
|
চাটমোহর শাহী মসজিদ পাবনা শহর হতে ৩৪-৩৫ কি:মি: দুরত্বে চাটমোহর উপজেলার বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত। সিএনজিতে যাওয়া যাবে।
|
|
সাথিয়া হইতে ৭ কি.মি দুরেক্ষেতুপাড়া ইউনিয়নে অবস্থিত। সাথিয়া থেকে সিএনজি করে সাথিয়া টু চিনাখড়া রোডে, এরপর চিনাখড়া হতে ৩ কি. মি দুরে এবং ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ৫ কিলোমিটার দুরে ক্ষেতুপাড়া জমিদার বাড়ীটি অবস্থিত।
|
লালন শাহ সেতু
|
|
পাকশীস্থ হার্ডিঞ্জ ব্রিজ |
পাবনা জেলা সদর হতে ঈশ্বরদী উপজেলার দুরত্ব ২৫-৩০ কিলোমিটার। যাতায়াত ব্যবস্থা ভাল। ঈশ্বরদী উপজেলার একটি গ্রামের নাম পাকশী। পাকশী রুপপুর প্রকল্পের পাশে এবং পদ্মা নদীর তীরে পাকশী লালন শাহ সেতুর অবস্থান। পাবনা জেলা শহর হতে সড়ক পথে দাশুরিয়া মোড় হয়ে যাওয়া যাবে ।
|
|
পাবনা জেলা সদর হতে ঈশ্বরদী উপজেলার দুরত্ব ২৫-৩০ কিলোমিটার। যাতায়াত ব্যবস্থা ভাল। ঈশ্বরদী উপজেলার ১টি ইউনিয়নের গ্রাম হচ্ছে পাকশী। পাকশী রুপপুর প্রকল্পের পাশে এবং পদ্মা নদীর তীরে পাকশী হার্ডিঞ্জ ব্রীজের অবস্থান। পাবনা জেলা শহর হতে সড়কপথে দাশুরিয়া মোড় হয়ে যাওয়া যাবে।
|
পাবনার ঐতিহ্যবাহী তাঁতশিল্প |
|
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ(আশ্রম-মন্দির) |
পাবনার অন্যতম তাঁতপ্রধান এলাকা দোগাছী, সুজানগর, বেড়া, সাঁথিয়া, আটঘরিয়া ইত্যাদি । পাবনা জেলা শহর হতে সিএনজি বা বাসে পাবনার তাঁতশিল্পে যাওয়া যাবে ।
|
|
বাস টার্মিনাল হতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম-মন্দির ৭ (সাত) কি:মি: দুরে অবস্থিত। যে কোন স্থান থেকে বাস বা নিজস্ব পরিবহনে পাবনা বাস টার্মিনাল আসতে হবে, এরপর বাস টার্মিনাল হতে রিক্সা, অটোরিক্সা, সিএনজতে যাওয়া যাবে। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো।
|
পাবনা মানসিক হাসপাতাল |
|
তাড়াশ জমিদার ভবন |
সড়ক পথে বাসে পাবনা বাস টার্মিনাল আসতে হবে। বাস টার্মিনাল হতে পাবনা মানিসিক হাসপাতাল ৭ (সাত) কি:মি: দুরে অবস্থিত। বাস টার্মিনাল হতে রিক্সা বা অটোরিক্সা বা সিএনজিতে আসা যাবে। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো।
|
|
পাবনা শহেরর প্রাণকেন্দ্রে আব্দুল হামিদ রোড সংলগ্ন গোপালপুর মৌজায় কারুকার্য খচিত তাড়াশ জমিদার ভবনটি অবস্থিত।
|
আটঘরিয়া বংশীপাড়া গ্রামের চন্দ্রাবতীর ঘাট |
|
প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস |
পাবনা হতে ১২ কি.মি. দুরে সিএনজিতে আটঘরিয়া যাওয়া যাবে। সেখান থেকে ১১ কি.মি. দুরত্বে মাঝপাড়া ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামে চন্দ্রাবতীর ঘাটে যাওয়া যাবে।
|
|
প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস পাবনা শহর হতে প্রায় ৩৪-৩৫ কি:মি: দুরত্বে চাটমোহর উপজেলা হরিপুরে। সিএনজিতে যাওয়া যাবে।
|
কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা |
|
তাঁতীবন্দ জমিদার বাড়ী |
পাবনা শহর হতে রিক্সা বা অটোরিক্সা বা সিএনজিতে যাওয়া যাবে।
|
|
পাবনা হতে ১৯ কি.মি. দুরে সিএনজিতে সুজানগর যাওয়া যায়। সুজানগর উপজেলা থেকে সি.এন.জি বা ভ্যানে উত্তর দিকে প্রায় ৫ কি.মি. দুরে তাঁতিবন্দ উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমিদার বাড়ীটি অবস্থিত।
|