যাদব চক্রবর্তীর বাড়ী
|
|
ভোলা দেওয়ানের মাজার
|
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে ১ কি. মি পূর্ব দিকে যমুনা নদী সংলগ্ন যাদব চক্রবর্তীর বাড়িতে গাড়ী ও রিক্সায় আসা যাবে।
|
|
রায়গঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১২ কিঃ মিঃ দূরে নিমগাছি বাজারে সোনাখাড়া ইউনিয়ন পরিষদ অবস্থিত ও এর অবস্থান ইউনিয়ন পরিষদ হতে ৫০০ মিটার দক্ষিণে অবস্থিত। উপজেলা সদর থেকে বাসে বা সিএনজি বা রিক্সা বা মটর সাইকেলে ভোলা দেওয়ানের মাজারে যাওয়া যাবে।
|
জয়সাগর দিঘি
|
|
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর বাড়ী
|
বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ভূইঁয়াগাঁতী নামক বাসস্ট্যান্ড নামতে হবে। এরপর ভূইঁয়াগাঁতী বাসস্ট্যান্ড হতে সিএনজি বা রিক্সা বা ভ্যানগাড়ীতে নিমগাছী বাজার হয়ে ৫০০ মিটার পশ্চিম দিকে জয়সাগর দীঘিতে আসা যাবে। দেশের প্রত্যন্ত অঞ্চল হতে সিরাজগঞ্জ রোড গোলচত্ত্বর ও চান্দাইকোনা বাসস্ট্যান্ডের মাঝামাঝি ভূইঁয়াগাঁতী বাসস্ট্যান্ড নেমে সিএনজি বা রিক্সা বা বা ভ্যানগাড়ী বা মোটরসাইকেলে নিমগাছী বাজার হয়ে সরাসরি জয়সাগর দীঘিতে আসতে পারবেন।
|
|
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে ২ কি. মি. উত্তর পশ্চিম প্রান্তে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর বাড়ীতে রিক্সায় যাওয়া যাবে।
|
কবি রজনী কান্ত সেন এবং ছায়া ছবির কিংবদন্তী নায়িকা সূচিত্রা সেনের জন্ম স্থান সেন ভাঙ্গাবাড়ী গ্রাম
|
|
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর বাড়ী
|
উত্তরবঙ্গগামী বাসে সিরাজগঞ্জের কড্ডার মোড় বাস স্ট্যান্ডে নামতে হবে অথবা রেলযোগে ঢাকার যেকোন স্টেশন হতে ক্যাপ্টেন মনসুর আলী রেলওয়ে স্টেশনে নামতে হবে, এরপর বাস স্ট্যান্ড বা রেলস্টেশন হতে বাস বা সিএনজিতে বেলকুচি উপজেলার চালা বাসস্ট্যান্ডে নেমে রিক্সা বা ভ্যানগাড়ী বা সিএনজিতে ১.৫(দেড়) কিলোমিটার দূরের সেন ভাংগাবাড়ী বাজার, এরপর বাজার হতে কাঠের ব্রিজ পার হয়েই কবি রজনী কান্ত সেনের বসতবাড়ী যাওয়া যাবে।
|
|
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে ৫০০ গজ উত্তর প্রান্তে প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর বাড়িতে রিক্সায় যাওয়া যাবে।
|
নবরত্ন মন্দির
|
|
মকিমপুর জমিদার বাড়ীর মন্দির
|
উত্তরবঙ্গের বাসে চড়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্তর নামতে হবে, এরপর রিক্সা বা ভ্যানগাড়ী বা সিএনজিতে ১(এক) কিলোমিটার দূর অবস্থিত নবরত্ন মন্দিরে যাওয়া যাবে।
|
|
রায়গঞ্জ উপজেলা সদর হতে উত্তর দিকে ২ কিঃমিঃ দূরে পৌরসভার আওতাধীন মকিমপুর গ্রামে এই মন্দিরটি অবস্থিত। উপজেলা সদর হতে বাস বা সি এন জি বা রিক্সা বা মটর সাইকেলে মকিমপুর জমিদার বাড়ীর মন্দিরে যাওয়া যাবে।
|
মুক্তির সোপান
|
|
সান্যাল জমিদার বাড়ীর শিব দুর্গা মন্দির
|
রেল পথ বা সড়ক পথে মুক্তির সোপান আসতে পারবেন।
|
|
রায়গঞ্জ উপজেলা সদর থেকে রায়গঞ্জ পশু হাসপাতাল ৩.৫ কিঃমিঃ দূরে অবস্থিত। এ পশু হাসপাতালের পশ্চিম পার্শ্বে কাচা রাস্তায় মাত্র ৩/৪ দূরে অবস্থিত। উপজেলা সদর থেকে বাস বা সি এন জি বা রিক্সা বা মটর সাইকেলে পশু হাসপাতাল পর্যন্ত যাওয়া যাবে, এরপর পায়ে হেটে সান্যাল জমিদার বাড়ীর শিব দুর্গা মন্দিরে যাওয়া যাবে।
|
ইকো পার্ক
|
|
আটঘরিয়া জমিদার বাড়ী
|
সিরাজগঞ্জ শহর হতে দক্ষিনে ০৮ কি.মি বাসে আসতে হবে। এ ছাড়া উত্তরবঙ্গগামী বাসে বঙ্গবন্ধু-যমুনা সেতু পেরিয়ে ইকোপার্কে আসা যাবে।
|
|
উপজেলা সদর হতে ধানগড়া ইউনিয়ন পরিষদ ৪ কিঃমিঃ দক্ষিণে অবস্থিত। এ ইউনিয়ন পরিষদ হতে ৩ কিঃমিঃ দক্ষিণে আটঘরিয়া জমিদার বাড়ী আসা যাবে। উপজেলা সদর থেকে বাস বা সি এন জি বা রিক্সা বা মটর সাইকেলে বা আটঘরিয়া জমিদার বাড়ী যাওয়া যাবে।
|
সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ
|
|
ধুবিল কাটার মহল জমিদার বাড়ী
|
সিরাজগঞ্জ শহর থেকে রিক্সায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাধে আসতে পারবেন ।
|
|
উপজেলা সদর হতে ২০ কি. মি. দূরে ধুবিল ইউনিয়ন পরিষদের দক্ষিন দিকে এ কাটার মহল জমিদার বাড়িটি অবস্থিত। উপজেলা সদর হতে বাস বা সি এন জি বা রিক্সা বা মটর সাইকেলে ধুবিল কাটার মহল জমিদার বাড়ী যাওয়া যাবে।
|
ইলিয়ট ব্রীজ
|
|
|
সিরাজগঞ্জ শহরের বাসস্ট্যান্ড হতে ০.৫ কিলোমিটার দূরত্ব এসএস রোড, এরপর পায়ে হেটে বা রিক্সায় ব্রীজটি দেখাতে আসতে পারবেন।
|
|
|