Description of Khulna | Toursim or Parjatanbd
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম

Beautiful Khulna

 

জন্ম আমার ধন্য হলো মাগো....|  

খুলনা সম্পর্কে বর্ণনা
 

Description About Khulna

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বিভাগীয় শহর খুলনা। শিল্পনগরী নামে পরিচিত ও দেশের তৃতীয় বৃহত্তম শহর। প্রায় ৪৩১৪ বর্গকিলোমিটার আয়তনের এ জেলার উত্তরে যশোর ও নড়াইল, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বাগেরহাট এবং পশ্চিমে সাতক্ষীরা জেলা। রূপসা, পশুর, ভৈরব, শিবসা, ধরলা, ভদ্রা, কপোতাক্ষ এ জেলার উল্লেখযোগ্য নদ– নদী। উপজেলাগুলো হচ্ছে- খুলনা সদর, বাটিয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া, দিঘলিয়া, কয়রা, পাইকগাছা, ফুলতলা, রূপসা এবং তেরখাদা। খুলনা নামকরণ নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। চন্ডিকাব্যের নায়ক ধনপতির দ্বিতীয় স্ত্রী খুলনার নামে নামকরণ হয়েছে। আবার কারো কারো মতে ভৈরব নদীর তীরে খুলনেশ্বরী কালী মন্দিরের নাম থেকে খুলনা নামটি এসেছে। আবার অনেকের মতে জেলার কপিলমনিতে খুলনার পুল নামে একটি প্রাচীন পুল ছিল। এই খুল্লনা থেকেই খুলনা নামকরণ হয়েছে।

 

Khulna is a divisional city in southwestern Bangladesh. Known as the industrial city and the third largest city in the country. It covers an area of ​​4314 sq km and is bounded on the north by Jessore and Narail, on the south by the Bay of Bengal, on the east by Bagerhat and on the west by Satkhira district. Rupsha, Pashur, Bhairab, Shibsa, Dharla, Bhadra, Kapotaksh are the notable rivers of the district. The upazilas are Khulna Sadar, Batiaghata, Dakop, Dumuria, Dighalia, Koyra, Paikgachha, Fultala, Rupsha and Terkhada. There are many stories about naming Khulna. The hero of Chandikavya is named after Khulna, the second wife of Dhanpati. According to some, the name Khulna comes from the name of Khulneshwari Kali Temple on the banks of the river Bhairab. According to many, there was an ancient pool called Khulna Pool in Kapilmoni of the district. Khulna has been named from this Khulna.

খুলনা পর্যটন অথবা ভ্রমন স্থান

 
Tourism or Parjatan Place of Khulna

 খুলনা হচ্ছে বাংলাদেশের অন্যতম জেলার মধ্যে একটি, এ জেলাটির এতিহ্য অনেক। কেননা এখানে রয়েছে নামকরা প্রত্নতত্ত্বসহ ঐতিহাসিক অনেক স্থাপনা যা এ জেলাকে ভ্রমন প্রেমিকদের কাছে অনেক আকর্ষনীয় করেছে।এ সাইটের প্রতিটি তথ্য এ জেলা্র ভ্রমন কেন্দ্রীক ও অনেক গুরুত্বপূর্ণ যা ভ্রমণ পিপাসুদের কাজে আসবে। যেমন-ভ্রমণ স্থান, কিছু কিছু কৃতী সন্তানদের তালিকা, যাতায়াত, আবাসীক হোটেল, রেষ্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, ডেকোরেটর, বিনোদন স্থাপনা, পরিবহন ও রেন্ট এ কার, ফুলের দোকানসহ আরও অনেক তথ্য।

 

Khulna is one of the districts of Bangladesh, this district has a lot of history. Because there are many historical sites including famous archeology which has made this district very attractive to the travel lovers. Such as travel places, lists of some accomplished children, travel, residential hotels, restaurants, community centers, decorators, entertainment establishments, transportation and rent a car, flower shop and many more information.

খুলনা বিখ্যাত স্থান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি

 
Famous Place and Important Person of Khulna

খুলনা জাদুঘর, শহরের প্রাচীন স্থাপনা, প্রেমকানন, সেনহাটি, পাইকগাছা মুক্তিযুদ্ধ জাদুঘর, আচার্য প্রফুল্ল চন্দের বাড়ি, দক্ষিণডিহি, সুন্দরবন।
 
বীর শেষ্ঠ্র হামিদুর রহমান, সিকদার আবুজাফর, হাসান আজিজুল হক, সাবিনা ঈয়াসমিন, কবি আবুল হোসেন, কাজী ইমদাদুল হক প্রমুখ খুলনার কৃতি সন্তান।

 

Khulna Museum, ancient structures of the city, Premkanan, Senhati, Paikgachha Liberation War Museum, Acharya Prafulla Chanders house, Dakshindihi, Sundarbans.

Bir Sheshtra Hamidur Rahman, Sikder Abu Jafar, Hasan Azizul Haque, Sabina Yasmin, Poet Abul Hossain, Kazi Imdadul Haque and others are the children of Khulna.

General Information

Year of Establishment

1884

Total Thana

17

Total Municipality

2

Total Union

74

Total Village

1119

Population Density (Per Barga KM)

541

Geography Position

22.35°N 89.30°E

Average Rainfall

1736 mm.

Average Temperature

26.1 °C

Population According to 2001 Census

Total 2378971; male 1244226, female 1134745;

Rivers

Rupsa (a continuation of the Bhairab and Atrai), ArpangachhiaShibsaPasur, and the Koyra.

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism | Information Written and Managed By :

All right reserved by : Web Information Services Ltd
Design & Developed by : www.IndexBangladesh.com