স্বাধীনতা স্তম্ভ
|
|
মনসাপাড়া সেভেনথ ডে এডভেন্টিস্ট সেমিনারী, ধোবাউড়া
|
শম্ভুগঞ্জ ব্রীজ হতে রিক্সা, অটোরিক্সায় বা ব্রিজ হইতে রিক্সা, অটোরিক্সা, টেম্পুতে যাওয়া যাবে।
|
|
গাড়ি ও মোটরসাইকেলে মনসাপাড়া সেভেনথ ডে এডভেন্টিস্ট সেমিনারী, ধোবাউড়া যাওয়া যাবে।
|
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা
|
|
চীনা মাটির টিলা
|
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় সড়ক পথে যাবে।
|
|
সম্ভুগঞ্জ ব্রীজ হতে বাসে ধোবাউড়া উপজেলার উত্তর-পূর্ব সীমান্তে ও উপজেলা সদরে চীনা মাটির টিলা অবস্থিত।
|
আলেকজান্ডার ক্যাসেল
|
|
মহারাজ সূর্যকান্তের বাড়ি
|
আলেকজান্ডার ক্যাসেলে সড়ক পথে যাওয়া যাবে।
|
|
টাউন হলের মোর হতে মাক্সি বা বাসে মহারাজ সূর্যকান্তের বাড়ি যাওয়া যাবে।
|
সন্তোষপুর রাবার বাগান |
|
কালুশাহ বা কালশার দিঘি |
ময়মনসিংহ হতে বাস বা সিএনজিতে ফুলবাড়ীয়া উপজেলা সদরে আসতে হবে ও দুরত্ব ২০ কিঃ মিঃ। ফুলবাড়ীয়া হতে সিএনজিতে নাওগাঁও ইউনিয়নস্থ সন্তোষপুর রাবার বাগান, এর দূরত্ব ১৮ কিঃ মিঃ।
|
|
কালুশাহ বা কালশার দিঘিতে যেতে ময়মনসিংহ হতে বাসে হালুয়াঘাট ও হালুয়াঘাট হতে রিক্সায় উস্থি ইউনিয়ন।
|
আলাদিনস্ পার্ক |
|
ময়মনসিংহ টাউন হল |
ঢাকা থেকে বাস বা ট্রেনে ময়মনসিংহ শহর, ময়মনসিংহ হতে বাস বা সিএনজিতে ফুলবাড়ীয়া উপজেলা সদর, দূরত্ব ২০ কিঃ মিঃ। ফুলবাড়ীয়া হতে সিএনজিতে এনায়েতপুরস্থ আলাদিনস পার্কে আসতে হবে, দূরত্ব ২৫ কিঃ মিঃ।
|
|
মাসকান্দা বাস টার্মিনাল হতে রিক্সা, অটোরিক্সায় যাওয়া যায়।
|
অর্কিড বাগান |
|
রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস |
ঢাকা হতে বাস বা ট্রেনে ময়মনসিংহ, ময়মনসিংহ হতে বাস বা সিএনজিতে ফুলবাড়ীয়া উপজেলা সদরে আসতে হবে, দূরত্ব হচ্ছে ২০ কিঃ মিঃ। ফুলবাড়ীয়া হতে সিএনজতে এনায়েতপুরস্থ অর্কিড বাগান ও দূরত্ব হচ্ছে ১২ কিঃ মিঃ।
|
|
রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস ময়মনসিংহ শহরে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের পাশে অবস্থিত ও রিক্সা বা সিএনজিতে যাবে।।
|
গারো পাহাড় |
|
গৌরীপুর হাউ |
মাইক্রোবাস ও মটরসাইকেলে গারো পাহাড়ে যাওয়া যাবে।
|
|
ময়মনসিংহ সদরে গৌরীপুর হাউজের অবস্থান। বাস ষ্ট্যান্ড বা রেল ষ্টেশন হতে রিক্সা বা সিএনজিতে যাবে।
|
রাবার ডেম |
|
শশী লজ |
ধোবাউড়া হতে মোটরসাইকেল বা গাড়িতে রাবার ডেম যাওয়া যাবে।
|
|
মাসকান্দা বাস টার্মিনাল হতে রিক্সা, অটোরিক্সায় যাওয়া যাবে বা ব্রিজ হতে রিক্সা, অটোরিক্সা বা টেম্পুতে শশী লজ আসা যাবে।
|
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় |
|
|
ময়মনসিংহ শহর থেকে ৪ (চার) কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত ও রিক্সা, অটোরিক্সা যাওয়া যাবে।
|
|
|